Tuesday, July 7, 2015

on

বশেমুরবিপ্রবি'তে যুক্ত হল নতুন ছয়'টি বিভাগ।

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


বশেমুরবিপ্রবি'তে যুক্ত হলো নতুন ছয়'টি
বিভাগ
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬
শিক্ষাবর্ষে নতুন ৬টি বিভাগ যুক্ত হতে
যাচ্ছে। অফিস সূত্রে ৬টি বিভাগ যুক্ত
হবার সংবাদ নিশ্চিত হওয়া গেছে।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৫টি বিভাগ
খোলার সিদ্ধান্ত নেয়া
হয়েছিল,কিন্তু অনিবার্য কারণে তা
বাতিল হয়ে যায়। বর্তমানে
বিশ্ববিদ্যালয়ে ১৪টি বিভাগ
রয়েছে।
নতুন ৬টি বিভাগঃ
১। বায়োটেকনোলজি,
২। বায়োকেমিস্ট্রি,
৩। মার্কেটিং
৪। এগ্রিকালচার,
৪। আইন ও
৬। আন্তর্জাতিক সম্পর্ক

Comments

Popular

Featured Video