Tuesday, September 8, 2015

on

নোবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি

নোবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক সমিতি দিনব্যাপি কর্মবিরতি পালন করছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কোন ক্লাস, পরীক্ষা এবং দাপ্তরিক কোন কাজে অংশগ্রহণ করেননি। এছাড়া নোবিপ্রবি শিক্ষক সমিতির উদ্যেগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১২টায় ক্যাম্পাসে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষক অংশগ্রহন করেন।
র‍্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ডঃ জাহাঙ্গীর সরকার এবং সেক্রেটারি মোহাম্মদ মুশফিকুর রহমান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির প্রচার সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক আফসানা মৌসুমি, ভাষা শহীদ আবদুস সালাম হল প্রভোস্ট ডঃ মোঃ ইউসুফ মিয়া।

Comments

Popular

Featured Video