Monday, July 6, 2015

on

ঢাবিতে দ্বিতীয় বার ভর্তি পরিক্ষার সিদ্ধান্ত আজ!!!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


ঢাবি তে দ্বিতীয় বার পরিক্ষা দেয়া যাবে না- এমন সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য়বার ভর্তি
পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে
দীর্ঘদিন যাবত ই আন্দোলন চলছিল।
 হাজারো শিক্ষর্থীই অংশগ্রহণ করেছিল
আন্দোলনে।

ওদের মধ্যে রিয়াজ,ফারিহা
তাবাস্সুম,নাহিয়ানসহ আরো
কয়েকজনের ভুমিকা অনেক বেশিই!
দীর্ঘদিন ঝুলে থাকা মামলাটি
শুনানি আজ হচ্ছে।বহু ত্যাগ তীতিক্ষা ও
প্রতীক্ষার পর,আজকে তারিখ ধার্য
করেছে হাইকোর্ট।দুপুর সাড়ে ১২টা
থেকে ১টার মধ্যে হয়তো চূড়ান্ত
ফলাফল পাওয়া যাবে ।মানে
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগটা
থাকছে কিনা!

যারা ঢাবিতে ভর্তির সুযোগ
পায়নি,তাদের জন্য আমাদের পক্ষ
থেকে অনেক শুভকামনা রইল।
তবে যদি দ্বিতীয় বার সুযোগ থাকে তবে
রইল অনেক অনেক দোয়া।এবার হয়তো মিস হবে না।

Comments

Popular

Featured Video