Tuesday, September 8, 2015

on

শেকৃবিতে বিভাগীয় প্রধানের পদত্যাগ


মোঃ আব্দুল্লাহ আল জাবের, শেকৃবি।।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সাইন্স এ্যান্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি এ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান সোমবার সকাল ১১ টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরে বিকালে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাসের মাধ্যমে ক্ষোভ-অভিমান প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে দালালদের হুমকির শিকার হয়েছিলেন শেকৃবির এই শিক্ষক। এর পরের দিনই কিছু লোক বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে তাঁর বাসায় আবারও হুমকি দিয়ে যায়। এছাড়া শেখ কামাল অনুষদ ভবনে অবস্থিত তাঁর চেম্বারের দরজার হাতল কে বা কারা খুলে নিয়ে যায় এবং ক্যাম্পাসের আবাসিক এলাকায় অবস্থিত তাঁর বাসভবনে পোষা পাখি ছেড়ে দেয়। এভাবে কয়েকটা দিন চলে যাওয়ার পরে আজ তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। পরে ফেসবুকে তার ওয়ালে দেয়া স্ট্যাটাসে ক্ষোভ ও অভিমান ফুটে ওঠে।

এ ব্যাপারে তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পদত্যাগ করাটা আমার ব্যক্তিগত ব্যাপার’। তবে হুমকির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ঐ টার সাথে পদত্যাগের কোন যোগসাদৃশ্য নাই। আমি আমার ফ্যামিলিকে সময় দেবার জন্যে পদত্যাগ করেছি’। তবে এনিম্যাল সাইন্স এ্যান্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মোফাজ্জল হোসাইন এর সাথে যোগাযোগ করা হলে তিনি কিছু জানেন না বলে জানান। পদত্যাগ পত্রের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম  বলেন, ‘আজ ব্যাক্তিগত কারণ দেখিয়ে উনি শেষ ঘন্টায় পদত্যাগ পত্র জমা দেন যে কারণে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। কাল(আজ) এই ব্যাপারে সিদ্ধান্ত হবে’।

Comments

Popular

Featured Video