Thursday, September 10, 2015

on

ছড়িয়ে পড়ছে শিক্ষায় ভ্যাটবিরোধী বিক্ষোভ

ভার্সিটি ভয়েস:পুরো ঢাকা অচল করে দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৭.৫% প্রত্যাহারের দাবিতে আজ সকাল ৯ টা থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
গতকাল শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ এ কর্মসূচি পালন করছে তাঁরা। আজ বাড্ডা, বসুন্ধরা. ধানমন্ডি, বনানী ও উত্তরায় বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।জানা গেছে, রাজধানীর উত্তরা, বনানী, ধানমন্ডি, মিরপুর রোড অচল হয়ে পড়েছে।নো ভ্যাট অন এডুকেশনের মুখপাত্র আরিফ জানান, সরকার ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আমরা এ কর্মসূচি চালিয়ে যাবো। ৬টি জোনে আন্দোলন চলছে বলে জানান আরিফ। তিনি বলেন, আমাদের দাবি এখন তিনটি- প্রথমত, চলতি সংসদ অধিবেশনে ভ্যাট প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, গতকাল শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। তৃতীয়ত, আহত শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসার ভার রাষ্ট্রকে বহন করতে হবে।আরিফ বলেন, ১৯৬৯ সালে ছাত্রদের জীবন বাঁচাতে পুলিশেরগুলি ও বেয়নটের আঘাতে নিজের জীবন দিয়েছিলেন রাবি প্রক্টর ও জনপ্রিয় শিক্ষক শহীদ শামসুজোহা। আজও হাজারও শামসুজোহার উত্তরসূরী আমাদের সম্মানিত শিক্ষকরা প্রস্তুত আছেন ছাত্রদের জীবন বাঁচাতে। জাতির মেরুদণ্ড রক্ষায় নিজের মেরুদণ্ড কেন? প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে ছাত্রসমাজ।

Comments

Popular

Featured Video