ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোবিপ্রবিতে পরিবহন সংকট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট দেখা দিয়েছে।নোবিপ্রবির নবাগত
দশম ব্যাচের কোন ছাত্রছাত্রীর ক্যাম্পাসে আবাসন ব্যবস্থা নেই।তাই
তাদের সবাইকেই ক্যাম্পাস থেকে বেশ দূরে সোনাপুর বা মাইজদি
থাকতে হয়।তাছাড়া ক্যাম্পাসে বর্তমানে মাত্র দুইটি হল থাকায়
অধিকাংশ ছাত্রছাত্রীদের বাইরে থাকতে হয়। হলগুলো হল-
ভাষাশহীদ আব্দুস সালাম হল ও বিবি খাদিজা হল।এতে দেখা
যায়,ক্যাম্পাসে পাঁচটি বিআরটিসি'র দোতলা বাস ও নিজস্ব ৪টি
বাস থাকলেও শিক্ষার্থীদের বাসে গাদাগাদি করে যেতে হয় ।
অনেকসময় দেখা যায়, অনেক শিক্ষার্থী বাসে উঠতেই পারে না।
সেক্ষেত্রে তাকে বিশ থেকে ত্রিশ টাকা খরচ করে বাসায়
ফিরতে হয়।তাছাড়া এক এক বারে ২-৩টি বাস একসাথে ছাড়ে,
কিন্তু শিক্ষার্থী সেই তুলনায় বেশী থাকে।
এব্যাপারে উপাচার্য মোঃ ওয়াহিদুজ্জামান মহোদয়ের সাথে কথা
বলে জানা যায়,ক্যাম্পাসে বর্তমানে তিনটি হল নির্মাণাধীন
অবস্থায় রয়েছে। হলগুলো হল-বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল,উকিল আব্দুল
মালেক হল,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল।এবং আশা করা হচ্ছে, খুব
দ্রুত হলগুলো হয়ে গেলে পরিবহন সমস্যা অনেকটা কমে যাবে।সেই
সাথে রোজার পরে বাসের সিডিউল আরো বাড়ানো হবে।
সেক্ষেত্রে পরিবহন সমস্যা মোটামুটি সমাধান হয়ে যাবে।