Monday, July 27, 2015

on

এইচএসসি'র ফল প্রকাশ আগামি ৯ আগষ্ট!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

নানা জল্পনা কল্পনার শেষে
অবশেষে উচ্চমাধ্যমিক পরীক্ষার
ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
করা হল।আগামী ৯ অগাস্ট
এইচএসসি এবং সমমানের পরীক্ষার
ফলাফল প্রকাশের দিন ধার্য করা
হয়েছে।
গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম
নাহিদ সচিবালয়ে জানান,
ওইদিনই উচ্চ মাধ্যমিকের ফল
ঘোষণা করা হবে। গত ১ এপ্রিল শুরু
হয়ে ১১ জুন পর্যন্ত এইসএসসির
লিখিত পরীক্ষা চলে। আর ১৩
থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক
পরীক্ষা।
এবারের পরীক্ষায় আটটি সাধারণ
বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি
বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩
হাজার ৮৮৪ জন শিক্ষার্থী
অংশগ্রহণ করেছেন।
শিক্ষা বোর্ডের
চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে
শিক্ষামন্ত্রী ওইদিন সকালে
গণভবনে প্রধানমন্ত্রীর হাতে
ফলাফলের অনুলিপি তুলে
দেবেন। পরে সচিবালয়ে সংবাদ
সম্মেলন করে এবারের ফলাফলের
বিভিন্ন দিক তুলে ধরবেন নাহিদ।

Comments

Popular

Featured Video