Wednesday, July 8, 2015

on

বশেমুরবিপ্রবি'তে ঈদের ছুটি ঘোষণা

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


বশেমুরবিপ্রবি'তে ঈদের ছুটি
ঘোষণা
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ঘোষণা
করা হয়েছে। অফিস সূত্রে জানা
গেছে, বিশ্ববিদ্যালয় অফিস আগামী
আগামী ১০ জুলাই থেকে ২৩ জুলাই
পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে ৭ জুলাই
থেকে ২৩ জুলাই পর্যন্ত ক্লাস
বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
২৪ ও ২৫ জুলাই সাপ্তাহিক ছুটির
কারণে আগামী ২৬ জুলাই রোজ রবিবার
থেকে যথারীতি অফিস ও ক্লাস চালু
হবে।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে,
ক্যাম্পাস প্রায় ফাঁকা।
হোস্টেলগুলোতে খোঁজ নিয়ে
জানা গেছে গত ৬ জুলাই সেহরির পর
থেকে মিল বন্ধ হয়ে গেছে। অনেক
শিক্ষার্থী টিউশন-এর কারণে
ক্যাম্পাসে অবস্থান করবেন

Comments

Popular

Featured Video