Monday, July 27, 2015

on

বশেমুরবিপ্রবি'তে নতুন রেজিস্ট্রার নিয়োগ

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


বশেমুরবিপ্রবি'তে নতুন রেজিস্ট্রার
নিয়োগ
বশেমুরবিপ্রবি প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন
রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়েছে প্র.
ড. নূরউদ্দিন আহমেদ'কে। তিনি জুন
মাসের ২৬ তারিখ রেজিস্ট্রার পদে
যোগদান করেন।
প্র. ড. নূরউদ্দিন আহমেদ পড়াশুনা
করেছেন রসায়ন বিষয়ে। তিনি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩য়
ব্যাচ এবং রসায়ন বিভাগের ২য়
ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি
একজন বিসিএস ক্যাডার। তিনি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রসায়ন
বিভাগের সাবেক চেয়ারম্যান।
এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
২০০৫- ২০১০ ডেপুটেশন ছিলেন। ইডেন
মহিলা কলেজ-এর প্রধান হিসেবে
কর্তরত ছিলেন আড়াই বছর।

Comments

Popular

Featured Video