Tuesday, July 7, 2015

on

বঙ্গবিদ্যা : বশেমুরবিপ্রবি'র প্রথম গবেষণা পত্রিকা

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


বঙ্গবিদ্যা : বশেমুরবিপ্রবি'র প্রথম
গবেষণা পত্রিকা

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গবেষণায় দ্রুত সাফল্যের পরিচয় থেকে
বাদ পড়েনি আমাদের বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় । ড.মো. আতাউর
রহমানের সম্পাদনায় ১৯ জন লেখকের
গবেষণাধর্মী লেখা নিয়ে বাংলা
বিভাগ ২০১৪ সালের জুলাইয়ে এই
পত্রিকার ১ম খন্ড বের করেন। সেই
সংগে বশেমুরবিপ্রবি'তে গড়ে উঠে
বাংলা গবেষণা সংসদ। এই পত্রিকা
বের হওয়ার পূর্বে বাংলাদেশ ও
ভারতের ১৬ টি পাবলিক
বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি প্রবন্ধ
সম্পাদকীয় দপ্তরে জমা পড়েছিল।
সেখান থেকে বশেমুরবিপ্রবি সহ ১২ টি
বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্বকারী
১৯ টি প্রবন্ধ চূড়ান্ত মনোনয়নে ছাপা
হয়। সম্পাদনা পরিষদে অন্যান্য সদস্য
হসেবে ভূমিকা রাখেন, প্রফেসর শহিদুল
ইসলাম, প্রফেসর দিলীপ কুমার নাথ,
জাকিয়া সুলতানা মুক্তা ও মো. আব্দুর
রহমান।
Bangavidya
ISSN-2312-7635

Comments

Popular

Featured Video