Thursday, September 10, 2015

on

অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে পবিপ্রবিতে কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল

পবিপ্রবি ভয়েস:বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে অর্থমন্ত্রীর অশোভন বক্তব্যের প্রতিবাদে পবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে আজ বেলা ১১:০০ টায় পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর নেতৃত্বে সকল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উপস্থিতিতে র‍্যালিটি বিশ্ববিদ্যালয় চত্বরসহ পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনে এসে শেষ হয় । এসময় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ কালো ব্যাজ ধারণ করে র‍্যালীতে অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর জেহাদ পারভেজের সঞ্চালণায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  এ সময় বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ রবিউল হক, প্রফেসর ড. সুলতান মাহমুদ,  প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত,  প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, প্রফেসর ড. এস.এম. তাওহিদুল ইসলাম,জনাব মোঃ রেশাদ মল্লিক প্রমুখ।

সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষার খাতিরে উক্ত বক্তব্য প্রত্যাহারের জন্য বলেন।

সমাপণী বক্তব্যে পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী বলেন,”আমরা অর্থমন্ত্রীর অশোভন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহারের জন্য তাকে আহ্বান করছি। তা না হলে আমরা আরো কঠোর আন্দোলন ও কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবো”। এছাড়া তিনি আগামী ১৩ই সেপ্টেম্বর অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক সমিতি ফেডারেশনের প্রতিবাদ সভায় সকল শিক্ষক-শিক্ষিকাকে সর্বাত্মকভাবে অংশগ্রহণের জন্য বলেন।

Comments

Popular

Featured Video