Thursday, July 2, 2015

on

বন্ধ হয়ে আছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলের কাজ

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

নোবিপ্রবি থেকে তরিকুল শাওনঃ
নানা সমস্যায় জর্জরিত নোবিপ্রবি
শিক্ষার্থীরা।।তার মধ্যে অন্যতম
আবাসন
সমস্যা।।বিশ্ববিদ্যায়ের
৮৫%শিক্ষার্থী ক্যাম্পাসের বাহিরে
অর্থাৎ বিভিন্ন
মেসে থাকায় মেয়েদের পোহাতে
হচ্ছে নিরাপত্তা জনিত নানাবিদ
সমস্যা।।এদিকে
হলে আবাসনের ব্যবস্থা না হওয়ায়
ছাত্রীদের পরিবারবর্গ তাদের
নিরাপত্তা
নিয়ে রয়েছেন নানা দুশ্চিন্তা ও
উৎকন্ঠায়।।এমতাবস্থায় আশার আলো
নিয়ে
এসেছিল নির্মাণাধীন তিনটি হল,
তার মধ্যে একটি বঙমাতা
ফজিলাতুন্নেসা মুজিব
হল। আয়তনে বিশ্ববিদ্যায়ের সবচেয়ে
বড় হল, যার কাজ বন্ধ রয়েছে গত ১মাস
যাবত।সেখানে কর্মরত পাহারাদারের
সাথে কথা বলে জানা
গেছে,বঙমাতা
ফজিলাতুন্নেসা মুজিব হলের সাব-
কন্টাক্টর মোঃরিদয় ও তার শ্রমিকরা
প্রায়
১মাস আগে হুট করে কাউকে কিছু না
বলে রাতের অন্ধকারে হলের কাজ
ফেলে চলে
যায়।।সেই থেকে অধ্যবধি হলের কাজ
একেবারেই বন্ধ হয়ে আছে বলা চলে।।
পুরাতন
কন্টাক্টরের পলায়ন এবং নতুন
কন্টাক্টরের নিয়োগের ব্যাপারে এখন
পর্যন্ত
কিছু জানা যায়নি।এমতাবস্থায়
ছাত্রীদের আবাসন সমস্যা সমধানের
প্রতিক্ষার
প্রহর দির্ঘায়ীত হতে পারে এমনটাই
মনে করছেন শিক্ষার্থীরা।।

Comments

Popular

Featured Video