Saturday, July 4, 2015

on

বশেমুরবিপ্রবি'র "ফার্মেসী স্টুডেন্টস এসোসিয়েশন" এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আগামী সোমবার

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


বশেমুরবিপ্রবি'র "ফার্মেসী স্টুডেন্টস
এসোসিয়েশন" এর উদ্যোগে ইফতার ও
দোয়া মাহফিল আগামী সোমবার
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের "ফার্মেসী
স্টুডেন্টস এসোসিয়েশন" এর উদ্যোগে
আগামী ৬জুলাই সোমবার পবিত্র মাহে
রমজান উপলক্ষে ইফতার ও দোয়া
মাহফিল এর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
এসোসিয়েশন-এর জেনারেল
সেক্রেটারি,সহ সেক্রেটারি, সদস্যগণ
এবং ফার্মেসী বিভাগের
চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকাগণ।
"ফার্মেসী স্টুডেন্টস এসোসিয়েশন"
সূত্রে জানা যায় যে, উক্ত অনুষ্ঠান ১৮
রমজান সন্ধ্যায় ফার্মেসী বিভাগের
ক্লাসরুমে অনুষ্ঠিত হবে।

Comments

Popular

Featured Video