ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ
এবারের ঈদ মার্কেটে তরুণীদের আকর্ষণ
কিরণমালা পোশাক। ভিন্ন ডিজাইনের হরেক রকম
থ্রিপিস কিরণমালা এবারের ঈদে তরুণীদের
পছন্দের শীর্ষে। বরিশাল নগরীর বিপনী
বিতানগুলো ঘুরে দেখা গেছে এমন চিত্র।
ব্যবসায়ীরা জানিয়েছেন তরুণীদের পছন্দের কথা
চিন্তা করেই এই ঈদে কিরণমালার নিত্য নতুন
ডিজাইনের পোশাক সরবরাহ করা হয়েছে।
বরিশাল নগরীর চন্দ্রবিন্দু, ভেনাস, ইপসিতা
ড্রিমস, সেয়দ ক্লথ, শাড়ি মিউজিয়াম, ইসলামীয়া
মার্কেটর মতো নামী দামী বিপনী
বিতানগুলোতেও কিরণমালার’র সরবরাহ চোখে
পড়ার মত। কিরণমালায় যেন সয়লাব এবারের ঈদ
বাজার।
ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় একটি চরিত্র
কিরণমালা। বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের
সিরিয়ালের মতই নারীদের কাছে জনপ্রিয়
সিরিয়ালের এই চরিত্রগুলো। প্রতিটি ঈদে ভারতীয়
সিরিয়ালে আসক্ত তরুণীদের কাছে এসব পোশাকই
হয়ে ওঠে জনপ্রিয়।
বরিশাল নগরীর প্রায় প্রতিটি বিপনী বিতানেই
চলছে ভারতীয় পোশাক কিরণমালার জয়
জয়কার। ছোট ছোট বিপনী বিতান থেকে শুরু করে
এমন কোন মার্কেট নেই যেখানে এই পোশাকটি খুঁজে
পাওয়া যাবে না। কিরনমালা পোশাকটি
সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। সহজেই চোখে পড়ে
ভারতীয় এই পোশাকটি।
চকবাজারের শাড়ি মিউজিয়ামের মালিক এমরাজ
হোসেন জানান, বড় মেয়েদের পাশাপাশি শিশুদেরও
প্রথম পছন্দ কিরণমালা। দেড় হাজার থেকে শুরু
করে প্রায় ছয় হাজার টাকা মূল্যে বিক্রি হচ্ছে
বিশেষ এই পোশাক। ফলে এবারে কিরণমালা’র
সরবরাহ সবচেয়ে বেশি।
একই মার্কেটের সেলসম্যান সুমন জানান,
মধ্যবিত্ত পরিবারের তরুণীরাও বিশেষ এই
পোশাকের প্রতি ঝুঁকে পড়েছেন। বেচাকেনাও বেশ
ভালো হচ্ছে।
চন্দুবিন্দুতে কিরণমালা পোশাক কিনতে এসেছেন
নগরীর ব্রাউন কম্পাউন্ডের তরুণী আনিকা
আক্তার। তিনি বলেন, নতুন মডেলের এই পোশাকটি
এবারের ঈদে সবাই কিনছে তাই তিনিও কিনতে
এসেছেন।
তবে গত কয়েক বছর ধরে ভারতীয় পোশাকের
আধিপত্যে উদ্বিগ্ন ব্যবসায়ী মহল।
কাটপট্টি রোডের ব্যবসায়ী সিরাজ উদ্দিন
জানান, ভারতীয় পোশাক যেভাবে বাজার দখল
করছে এটি আমাদের জন্য অশনী সংকেত। দেশীয়
পোশাক কিনতে মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। এতে
ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা। অভিভাবক মহলও
চিন্তিত হয়ে পড়ছেন।
সূত্রঃবরিসালটাইমস
এবারের ঈদ মার্কেটে তরুণীদের আকর্ষণ
কিরণমালা পোশাক। ভিন্ন ডিজাইনের হরেক রকম
থ্রিপিস কিরণমালা এবারের ঈদে তরুণীদের
পছন্দের শীর্ষে। বরিশাল নগরীর বিপনী
বিতানগুলো ঘুরে দেখা গেছে এমন চিত্র।
ব্যবসায়ীরা জানিয়েছেন তরুণীদের পছন্দের কথা
চিন্তা করেই এই ঈদে কিরণমালার নিত্য নতুন
ডিজাইনের পোশাক সরবরাহ করা হয়েছে।
বরিশাল নগরীর চন্দ্রবিন্দু, ভেনাস, ইপসিতা
ড্রিমস, সেয়দ ক্লথ, শাড়ি মিউজিয়াম, ইসলামীয়া
মার্কেটর মতো নামী দামী বিপনী
বিতানগুলোতেও কিরণমালার’র সরবরাহ চোখে
পড়ার মত। কিরণমালায় যেন সয়লাব এবারের ঈদ
বাজার।
ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় একটি চরিত্র
কিরণমালা। বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের
সিরিয়ালের মতই নারীদের কাছে জনপ্রিয়
সিরিয়ালের এই চরিত্রগুলো। প্রতিটি ঈদে ভারতীয়
সিরিয়ালে আসক্ত তরুণীদের কাছে এসব পোশাকই
হয়ে ওঠে জনপ্রিয়।
বরিশাল নগরীর প্রায় প্রতিটি বিপনী বিতানেই
চলছে ভারতীয় পোশাক কিরণমালার জয়
জয়কার। ছোট ছোট বিপনী বিতান থেকে শুরু করে
এমন কোন মার্কেট নেই যেখানে এই পোশাকটি খুঁজে
পাওয়া যাবে না। কিরনমালা পোশাকটি
সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। সহজেই চোখে পড়ে
ভারতীয় এই পোশাকটি।
চকবাজারের শাড়ি মিউজিয়ামের মালিক এমরাজ
হোসেন জানান, বড় মেয়েদের পাশাপাশি শিশুদেরও
প্রথম পছন্দ কিরণমালা। দেড় হাজার থেকে শুরু
করে প্রায় ছয় হাজার টাকা মূল্যে বিক্রি হচ্ছে
বিশেষ এই পোশাক। ফলে এবারে কিরণমালা’র
সরবরাহ সবচেয়ে বেশি।
একই মার্কেটের সেলসম্যান সুমন জানান,
মধ্যবিত্ত পরিবারের তরুণীরাও বিশেষ এই
পোশাকের প্রতি ঝুঁকে পড়েছেন। বেচাকেনাও বেশ
ভালো হচ্ছে।
চন্দুবিন্দুতে কিরণমালা পোশাক কিনতে এসেছেন
নগরীর ব্রাউন কম্পাউন্ডের তরুণী আনিকা
আক্তার। তিনি বলেন, নতুন মডেলের এই পোশাকটি
এবারের ঈদে সবাই কিনছে তাই তিনিও কিনতে
এসেছেন।
তবে গত কয়েক বছর ধরে ভারতীয় পোশাকের
আধিপত্যে উদ্বিগ্ন ব্যবসায়ী মহল।
কাটপট্টি রোডের ব্যবসায়ী সিরাজ উদ্দিন
জানান, ভারতীয় পোশাক যেভাবে বাজার দখল
করছে এটি আমাদের জন্য অশনী সংকেত। দেশীয়
পোশাক কিনতে মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। এতে
ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা। অভিভাবক মহলও
চিন্তিত হয়ে পড়ছেন।
সূত্রঃবরিসালটাইমস