Friday, July 3, 2015

on

সর্বসাধারনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে নোবিপ্রবির "লন্ডন রোড"!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

নোবিপ্রবি থেকে তরিকুল শাওনঃ
সর্বসাধারণের জন্য বন্ধ হয়ে যাচ্ছে
নোবিপ্রবির লন্ডন রোড।।
দুপাশে সারি সারি ঝাউগাছে মোড়ানো
বিশ্ববিদ্যায়ের নৈসর্গিক সৌন্দর্যের
ধারক লন্ডন রোডটি
বন্ধ করে দেয়া হচ্ছে সর্বসাধারণের জন্য।
ভিসির বাসভবনের দেয়াল ঘেঁষে একটা
গেস্টহাউজ ও দুইটা শিক্ষক ডরমিটরিকে
হাতের বামে রেখে আঁকাবাঁকা পথে
রাস্তাটি গিয়ে মিলেছে
শিক্ষার্থীদের মিলন মেলা পুকুরপাড়ে।।
যেখানে বোনা হয় প্রতিদিন হাজারো
সোনালি সপ্ন,,,ভেঙ্গে যায় অনেক মধুর
সম্পর্ক।। ভাঙ্গা গড়ার এই মিলনমেলা মুখর
হয়ে উঠে বিকেল বেলা। প্রেমিকযুগল ও
বন্ধুবান্ধবের বিনম্র ভালবাসায়,আড্ডা আর
গানে বাতাসে ছড়িয়ে পরে একটাই কথা
"আমরা সবাই রাজা,আমাদের এই রাজার
রাজত্বে"। কিন্তু এই রাজারাই আজ
হারাতে বসেছে তাদের রাজত্ব, কারন
পুকুরপাড়ে যাওয়ার এটাই ছিল সর্ব- স্বীকৃত
একমাত্র রাস্তা।। সরজমিনে গিয়ে দেখা
যায়,লন্ডন রোডের প্রবেশপথে
বিশালাকার গেইট নির্মাণ ও চেকপোষ্ট
বসানো হচ্ছে। এমতাবস্থায়
শিক্ষার্থীদের একাডেমীক ভবন ১,২ এর
পিছনের কাচা রাস্তা ধরে কাদা
মাড়িয়ে যেতে হবে সেখানটায়।।
বিশ্ববিদ্যায়ের সবচেয়ে সুন্দর
জায়গাগুলোর মধ্যে লন্ডন রোড় এবং
পুকুরপাড় উল্ল্যেখযোগ্য,,নোবিপ্রবিতে
বেড়াতে আসা শত শত দর্শনার্থীরা এই
দুইটা স্থান ঘুরতে এবং স্মৃতি স্বরূপ ছবি
তোলে নিতে ভুল করেননা।তাছাড়া
বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাট্য ও চলচ্চিত্র
গোষ্ঠীগুলোর সুটিংস্পট হিসেবে এই
লন্ডন রোড বেশ জনপ্রিয়। এ ব্যাপারে
নোবিপ্রবি নাট্য ও চলচ্চিত্র গোষ্ঠীর এক
উদীয়মান তরুণ পরিচালকের কাছে উনার
প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন
"নোবিপ্রবিতে দেখার মত কোন সুন্দর
জায়গা থাকলে এই লন্ডন রোডই আছে,,যদি
এটিও সর্বসাধারণের জন্য বন্ধ করে দেয়া
হয় তবে নোবিপ্রবি কেউ দেখতে আসবে
বলে আমার মনে হয়না এবং এর প্রভাব
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ফিল্ম ইন্ডাস্ট্রির
উপর ও পড়বে, তাই আমার মতে লন্ডন
রোডে চেকপোস্ট বসানো হলে
দর্শনার্থীদের নাম,পরিচয় লিপিবদ্ধ করে
প্রবেশের অনুমতি দেয়া উচিৎ ।

Comments

Popular

Featured Video