Wednesday, July 29, 2015

on

বশেমুরবিপ্রবি'তে গবেষণা পত্রিকা "সমাজ ও প্রগতি'র মোড়ক উন্মোচন

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

বশেমুরবিপ্রবি'তে গবেষণা পত্রিকা
"সমাজ ও প্রগতি "র মোড়ক উন্মোচন
বশেমুরবিপ্রবি প্রতিবেদক,
গোপালগঞ্জঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
(বশেমুরবিপ্রবি) আজ সকালে
আনুষ্ঠানিক ভাবে "বঙ্গবন্ধু ইনস্টিটিউট
অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ
স্টাডিজ( বিলওয়াবস)" কর্তৃক প্রকাশিত
বাৎসরিক গবেষণা পত্রিকা ‘সমাজ ও
প্রগতি’র প্রথম সংখ্যার প্রকাশনা উৎসব
অনুষ্ঠিত হয়েছে। মোড়ক উন্মোচন
অনুষ্ঠান বুধবার সকাল ১১:০০ টায়
প্রশাসনিক ভবনের ২য় তলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন
বশেমুরবিপ্রবি'র মাননীয় উপাচার্য
প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন
এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
বিলওয়াবস-এর পরিচালক ও ‘সমাজ ও
প্রগতি’ পত্রিকার সম্পাদক প্রফেসর
শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান
অতিথি প্রফেসর ড. খোন্দকার
নাসিরউদ্দিন ‘সমাজ ও প্রগতি’
পত্রিকার বিভিন্ন লেখা নিয়ে
আলোচনা করেন এবং পত্রিকার
সম্পাদকসহ প্রকাশনার সঙ্গে জড়িত
সকলকে ধন্যবান জানান। অনুষ্ঠানে অত্র
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক,
কর্মকর্তা, কর্মচারীরা ও স্থানীয় ও
জাতীয় মিডিয়ার সাংবাদিকবৃন্দ
উপস্থিত ছিলেন।
"সমাজ ও প্রগতি" বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব
লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ
স্টাডিজ (বিলওয়াবস) -এর প্রথম
বাৎসরিক গবেষণা পত্রিকা এবং
বিশ্ববিদ্যালয়ে ২য় গবেষণা পত্রিকা।
পত্রিকায় ১২টি প্রবন্ধ রয়েছে এবং এ
সংখ্যার প্রবন্ধগুলো বৈচিত্র্যময়।
শিক্ষা- সাহিত্য- ইতিহাস-দর্শন-
রাজনীতিসহ বিবিধ বিষয় যুক্ত করা হয়।
দুটি পৃথক প্ত্রিকা প্রকাশের ঘোষণা
থাকলেও প্রথম সংখ্যাটিতে "সমাজ ও
প্রগতি " এবং Society and Progress " উভয়কে
একই মলাটে বন্দী করা হয়েছে।
পত্রিকাটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী
হাশেম খান যিনি বাংলাদেশের
স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম
সংবিধানের অলংকার করেছিলেন।

Comments

Popular

Featured Video