Monday, July 6, 2015

on

ঢাবিতে দ্বিতীয় বার ভর্তি পরিক্ষার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি;শুনানি আগামিকাল

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরিক্ষা দেয়া যাবে কি যাবে না - এই সমস্যার ইতি টানতে আজ (৬ জুলাই) হাইকোর্টে রায় শুনানিহয়েছে।

যেখানে আন্দোলনরত ছাত্রছাত্রীদের পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরেন।
কিন্ত বিশ্ববিদ্যালয় পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরেন নি।
তারা বরাবরের মত একদিনের সময় চেয়েছেন।
তাই আগামিকাল(৭ জুলাই) আবার শুনানি হবে বলে জানা গেছে।
এই বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায় যে
তাদের ধারনা বিজয়ের শেষ হাসি টুকু তারাই হাসবেন। আর বেশি আপেক্ষা নয়,মাত্র একদিন পরেই তারা সফলকাম হবেন বলে লিখলেন অনেকেই।
আগামিকাল শুনানি শেষেই জানা যাবে -
২০১৪ সালের এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা দ্বিতীয় বারের মত তাদের স্বপ্নের ক্যাম্পাসে প্রবেশ করার সুযোগ টুকু পাচ্ছে কি না!


Comments

Popular

Featured Video