Thursday, July 9, 2015

on

কিভাবে চিনবেন আসলে লাইলাতুল কদর কবে???

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


শবে কদর বা লায়লাতুল কদর আসলে কবে?
কিভাবে এই রাত চেনা যাবে? এটা
নিয়ে বিভিন্ন মত আছে। সবার এই
বিষয়ে ক্লিয়ার হওয়ার জন্য হাদিসের
আলোকে এ রাত সম্পর্কে কিছু কথা
তুলে ধরা হল-
=> কোন রাতটি লায়লাতুল কদর?
১. এ রাতটি রমযানের শেষ দশকে। রাসুল
(সঃ) বলেন-
“রমযানের শেষ দশদিন তোমরা কদরের
রাত তালাশ কর”। (সহিহ বুখারি)
২. এটি শেষ দশদিনের মধ্যে বেজোড়
রাত হওয়ার সম্ভাবনা বেশি। রাসুল
(সঃ) বলেন-
“তোমরা রমযানের শেষ ১০ দিনের
বেজোড় রাতগুলোতে কদরের রাত
খোঁজ কর”। (সহিহ বুখারি)
৩. ২৭ সে রজনী লাইলাতুল কদর হওয়ার
সম্ভাবনা সবচেয়ে বেশি।
উবাই ইবনে কাব (রাঃ) বলেন, আল্লাহর
নামে শপথ করে বলছি আমি যতদূর জানি
রাসুল (সঃ) আমাদেরকে যে রজনীকে
কদরের রাত হিসেবে কিয়ামুল্লাইল
(রাত জেগে ইবাদত) করতে নির্দেশ
দিয়েছেন তা হল রমযানের ২৭তম রাত।
(সহিহ মুসলিম)
আব্দুল্লাহ বিন উমার (রাঃ) থেকে
বর্ণিত যে, রাসুল (সঃ) বলেন- “যে
ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক সে
যেন রমযানের ২৭শে রজনীতে অনুসরন
করে”। (আহমাদ)
=> কিভাবে কদরের রাত চিনবো?
এই রাত্রিটি চেনার আলামতগুলো হল-
১. রাতটি গভীর অন্ধকারে ছেয়ে
যাবেনা।
২. নাতিশীতোষ্ণ হবে; অর্থাৎ গরম বা
শীতের তীব্রতা থাকবেনা।
৩. মৃদু বাতাস প্রবাহিত হতে থাকবে।
৪. সে রাতে ইবাদত করে মানুষ
অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
৫. ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
৬. সকালে হাল্কা আলোকরস্মিসহ
সূর্যোদয় হবে; যা হবে পূর্ণিমার চাঁদের
মত।
৭. কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ
স্বপ্নে হয়তো তা জানিয়ে দিতে
পারেন।
(সহিহ বুখারি-২০২১, সহিহ মুসলিম-৭৬২,
সহিহ ইবনু খুযাইমাহ- ২১৯০ নং হাদিস)

Comments

Popular

Featured Video