বশেমুরবিপ্রবি শিক্ষার্থী আসিফের
হাত ধরে দেশে প্রথম অ্যানিমেশন
মুভির যাত্রা শুরু
বশেমুরবিপ্রবি প্রতিবেদকঃ সারা
বিশ্বে অ্যানিমেশন মুভির জনপ্রিয়তা
গগণ চুম্বি। উন্নত বিশ্বের সাথে তাল
মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ
এগিয়ে যাচ্ছে তরুণ প্রজন্মের হাত ধরে।
আর এই অগ্রগামীতায় নিরলসভাবে
কাজ করে যাচ্ছে আমাদের নতুন
প্রজন্মের কিছু উদ্যমী তরুণ-তরুণী।
এমনই একজন তরুণ উদ্যমী শিক্ষার্থী মোঃ
আসিফুর রহমান আসিফ। আসিফ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)কম্পি
উটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের
তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সম্পূর্ণ
বাংলা ভাষায় একটি স্বল্পদৈর্ঘ্য
এনিমেশন মুভি বানাচ্ছেন।
অ্যানিমেশন মুভিটির নাম “স্বার্থপর”।
গল্প লেখা থেকে শুরু করে পরিচালনা
ও নায়কের ভুমিকায় অভিনয় করা
ইত্ত্যাদি সমস্ত অবদানই আসিফের
একার।
“সিএসই” বিভাগে ভর্তি হবার পর
থেকেই তার স্বপ্ন ছিল অ্যানিমিশনের
উপর কাজ করার। তবে অ্যানিমিশনের
উপর কাজ করার জন্য নেই তার উন্নত
প্রযুক্তির কোন কম্পিউটার বা অন্যান্য
সহায়ক যন্ত্রাংশ । তবু থেমে থাকেনি
আসিফের স্বপ্ন যাত্রা। নিজের যা
ছিল তা দিয়েই শেষ করেছে
“স্বার্থপর”-এর কাজ।ইতোমধ্যে তিনি
তার ছবির ট্রেইলারও বের করেছেন।
সবকিছু ঠিক থাকলে ফেরারি বালক
আসিফ পরিচালিত ও অভিনীত দেশের
প্রথম এনিমেশন মুভি “স্বার্থপর” মুক্তি
পাবে চলতি বছরের শেষের দিকে। এই
সিনেমাটির পাশাপাশি তিনি বেশ
কয়েকটি বিজ্ঞাপণ ও কার্টুন তৈরির
কাজ করছেন।
আসিফ তার কাজের মাধ্যমে
ক্যাম্পাসে জনপ্রিয় হয়ে উঠেছে।
সবাই তাকে “ফেরারি” নামে ডাকে।
আসিফের তার কাজের মাধ্যমে তার
বিশ্ববিদ্যালয় ও তার মাতৃভূমিকে
বিশ্বের মাঝে তুলে ধরতে চায়।
আসিফের ফেসবুক আইডি -
www.facebook.com/feeraribalokasif
স্বার্থপর মুভির একটি গান - https://
www.youtube.com/watch?v=rZH9X1ncZ_I