Thursday, August 27, 2015

on

শেকৃবিতে শকুন সংরক্ষণ বিষয়ক সেমিনার আজ!

 শেকৃবিতে শকুন সংরক্ষণ
বিষয়ক সেমিনার আজ.......

 মোঃ আব্দুল্লাহ
আল জাবের, শেকৃবি।

 শেরেবাংলা
কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ বিকাল ৩টায়
‘এনিম্যাল সায়েন্স এন্ড
ভেটেরিনারি মেডিসিন অনুষদ’ ও
‘মেডিসিন এন্ড পাবলিক হেলথ
বিভাগ’ এর উদ্যোগে বিলুপ্তপ্রায় শকুন
সংরক্ষণে ‘সেফ ড্রাগ এন্ড ভালচার
কনজারভেশন ইন বাংলাদেশ’ শীর্ষক
একটি সেমিনার ও উন্মুক্ত আলোচনার
আয়োজন করা হয়েছে। ইন্টারন্যাশনাল
ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার
(আইইউসিএন) এর সহায়তায় উক্ত
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন
আইইউসিএন-বাংলাদেশ এর প্রোগ্রাম
অফিসার (প্রিন্সিপাল ইনভেস্টিগেটর)
জনাব এ বি এম সরোয়ার আলম এবং
বিশ্ববিদ্যালয়ের মেডিসিন এন্ড
পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান
ডঃ কে বি এম সাইফুল ইসলাম।
সেমিনারে শকুনের বর্তমান অবস্থা ও
সংরক্ষণের উপর একটি প্রামাণ্যচিত্র
দেখানো হবে। শকুন একটি মৃতজীবী
পাখি, যা পরিবেশের ভারসাম্য
রক্ষায় যথেষ্ঠ ভূমিকা রাখে। এরা
সাধারণত মৃত প্রাণী ভক্ষণ করে
পরিবেশকে পরিস্কার রাখে। কিন্তু
ইদানীং বিভিন্ন দেশে, গবাদি পশু
চিকিৎসায় ব্যবহৃত 'ডাইক্লোফেন'
নামের ব্যথানাশক ঔষধের প্রভাবে শকুন
মারা যাচ্ছে। একারণে ডাইক্লোফেন
ভারত <https://bn.wikipedia.org/wiki/
%E0%A6%AD%E0%A6%BE
%E0%A6%B0%E0%A6%A4>, পাকিস্তান
<https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AA
%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF
%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE
%E0%A6%A8> ও নেপালে <https://
bn.wikipedia.org/wiki/
%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AA%E0%A6%BE
%E0%A6%B2> নিষিদ্ধ ঘোষিত হয়েছে।
বাংলাদেশে <https://bn.wikipedia.org/
wiki/%E0%A6%AC%E0%A6%BE
%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE
%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6>
ডাইক্লোফেনের যথেচ্ছ ব্যবহারের
কারণে শকুন বিলুপ্তির মুখে।
বিশেষজ্ঞদের মতে, মৃত পশুর মাংস
শকুনের কোনো ক্ষতি করে না; কিন্তু
ডাইক্লোফেন দেওয়া হয়েছে, এমন মৃত
পশুর মাংস খেলে কিডনি <https://
bn.wikipedia.org/wiki/%E0%A6%95%E0%A6%BF
%E0%A6%A1%E0%A6%A8%E0%A6%BF> নষ্ট হয়ে
২-৩ দিনের মধ্যে শকুনের মৃত্যু ঘটে। এ
কারণে গত তিন দশকে (২০১০ <https://
bn.wikipedia.org/wiki/
%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%A6>)
উপমহাদেশে ৭৫% শকুন মারা গেছে।
১৯৮০ <https://bn.wikipedia.org/wiki/
%E0%A7%A7%E0%A7%AF%E0%A7%AE
%E0%A7%A6>'র দশকে সার্ক <https://
bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A6%BE
%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95>ভুক্ত
দেশে প্রায় ৪,০০,০০,০০০ শকুনের অস্তিত্ব
ছিলো, অথচ এই সংখ্যা এখন কমে মাত্র
৪০,০০০-এ এসে দাঁড়িয়েছে। উল্লেখ্য,
সারা বিশ্বে শকুনকে বিলুপ্তির হাত
থেকে বাঁচাতে প্রতি বছর সেপ্টেম্বর
<https://bn.wikipedia.org/wiki/
%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D
%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D
%E0%A6%AC%E0%A6%B0> মাসের ৫ <https://
bn.wikipedia.org/wiki/
%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D
%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D
%E0%A6%AC%E0%A6%B0_%E0%A7%AB>
তারিখ আন্তর্জাতিক শকুন সচেতনতা
দিবস <https://bn.wikipedia.org/w/index.php?
title=%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D
%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF
%E0%A6%95_
%E0%A6%B6%E0%A6%95%E0%A7%81%E0%A6%A8_
%E0%A6%B8%E0%A6%9A
%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE_
%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC
%E0%A6%B8&action=edit&redlink=1> পালিত হয়ে থাকে।

Comments

Popular

Featured Video