Sunday, September 6, 2015

on

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হওয়ার অপেক্ষায় পবিপ্রবির বহিঃস্থ ক্যাম্পাস!

পটুয়াখালী
বিজ্ঞান

প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়
(পবিপ্রবি)
বরিশালের
বাবুগঞ্জ
ক্যাম্পাসকে
স্বতন্ত্র
বিশ্ববিদ্যালয়ে
রূপান্তরের
দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
রাশেদ খান মেননের কাছে রোববার
১০ সহস্রাধিক গণস্বাক্ষর সম্বলিত
স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয়
বাস্তবায়ন পরিষদ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়
বাস্তবায়ন পরিষদের আহবায়ক কমরেড
বজলুর রহমান মাস্টার, সদস্য সচিব
সাংবাদিক আরিফ আহমেদ মুন্না, যুগ্ম
আহবায়ক কমরেড নুরুল আলম শরীফ, বদরুল
আলম সদস্য শাহিন মাহমুদ প্রমুখ।
বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের
সদস্য সচিব আরিফ আহমেদ মুন্না বলেন,
মন্ত্রী বিষয়টি খুব ভালোভাবে গ্রহণ
করেছেন। আমাদের সামনেই তিনি
শিক্ষামন্ত্রীকে ফোনে বিষয়টি
জানান।
এর পর শিক্ষা সচিবকেও তিনি বিষয়টি
জানান। সবাই পজিটিভ আছেন বলে
জানান তিনি।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
অবহিত করবেন বলে নিশ্চিত করে
পর্যটনমন্ত্রী। তিনি আমাদেরকে আশস্ত্ব
করেছেন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়
হওয়ার সব কিছুই আছে পবিপ্রবির
বাবুগঞ্জ ক্যাম্পাসে।
উল্লেখ্য পবিপ্রবির মেইন ক্যাম্পাস
(দুমকি, পটুয়াখালী ) এবং বরিশালের
বাবুগঞ্জে এনিমেল সায়েন্স অ্যান্ড
ভেটেরিনারি মেডিসিন অনুষদের
শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। যা মূল
ক্যাম্পাস থেকে প্রায় ৫০ কিমি দূরে
অবস্থিত।
এই বাবুগঞ্জ ক্যাম্পাসকে স্বতন্ত্র
বিশ্ববিদ্যালয়ের রূপান্তরিত করা
এখানকার ছাত্র-ছাত্রী, শিক্ষক–
শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী ও
এলাকার সাধারণ মানুষের এখন প্রাণে
দাবি বলেও জানায় বাস্তবায়ন পরিষদ।
পবিপ্রবি, ০৬ সেপ্টেম্বর//

Comments

Popular

Featured Video