Thursday, September 10, 2015

on

পবিপ্রবির দুই কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

পবিপ্রবি ভয়েস: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চাকুরির মেয়াদ সম্পন্ন হওয়ায় অবসরোত্তর বিদায় সংবর্ধনা দিয়েছে অফিসার্স অ্যাসোসিয়েশন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই বিদায়ী সংবর্ধনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি ভিসি প্রফেসর ড মো. রবিউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড মো. সুলতান মাহমুদ।  সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল মোতালেব খান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভপতি ডা. এ টি এম নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম কাওছার, মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক মো. ওয়াজকুরনী, দপ্তর সম্পাদক মো. ফিরোজ আহমেদসহ আরো অনেকে।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের প্রধান খামার তত্ত্বাবধায়ক মি অনিল কুমার দাস ও অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মো. আব্দুল হাকিম খানের চাকুরির মেয়াদ পূর্ণ করায় এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয় বলে জানিয়েছে সংগঠনটির মুখপাত্র।

Comments

Popular

Featured Video