Tuesday, September 8, 2015

on

প্রথম জাতীয় বায়োক্যাম্প অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ আল জাবের।।

দেশে প্রথমবারের মত বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি’র আয়োজনে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী প্রাইম ব্যাংক – ব্রি প্রথম জাতীয় বায়োক্যাম্প। গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি) মিলনায়তনে শুরু হয়ে এই ক্যাম্প ৬ সেপ্টেম্বর  বিজয়ীদের পুরষ্কার দেয়ার মাধ্যমে শেষ হয়।

প্রথম জাতীয় জীববিজ্ঞান উৎসবের ৬০ জন বিজয়ীদের মধ্য থেকে ৩৭ জন এই ক্যাম্পে অংশগ্রহণ করেন।  গবেষণা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, নতুন বিষয় জানা, সরাসরি গবেষকদের সংস্পর্শে এসে জীববিজ্ঞান নিয়ে গবেষণার সুযোগ, আন্তজার্তিক মানের প্রশিক্ষণ-সব মিলিয়ে প্রাণবন্ত এ আয়োজনে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ ক্যাম্পে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ৫ জনকে Master Camper নির্বাচিত করা হয় যারা আগামী বায়োক্যাম্পে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবেন। তারা হলেন- এস এফ এক্স গ্রিন হেরাল্ড স্কুল এন্ড কলেজের নাফিজ ইশমাম আহমেদ, হলিক্রস স্কুল এন্ড কলেজের আদিবা সায়রা, স্কলাস্টিকার ওয়াসি রহমান চৌধুরী এবং ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজের সালসাবিল আশরাফ ভূমিকা ও ফারজানা খান।

পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কার দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, পরিচালক (গবেষণা) ড. মো: আনসার আলী, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো: শাহজাহান কবীর, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, ব্রি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আখের আলী দেওয়ান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া।

Comments

Popular

Featured Video