Wednesday, September 9, 2015

on

খেলাকে কেন্দ্র করে বশেমুরবিপ্রবি'তে সংঘর্ষ; আহত ২

খেলাকে কেন্দ্র করে
বশেমুরবিপ্রবি'তে সংঘর্ষ; আহত ২
বশেমুরবিপ্রবি প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র
করে লোক প্রশাসন ও এইসি বিভাগের
মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই জন
শিক্ষার্থী আহত হয়েছে এবং একজন
শিক্ষক লাঞ্চিত।
আজ বিকেলে আন্তঃবিভাগ ফুটবল
টুর্নামেন্ট ২০১৫ এর কোয়ার্টার
ফাইনাল খেলা এইসি ও লোকপ্রশাসন
বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার
শেষ পর্যায়ে খেলায় অনিয়মের
অভিযোগ তোলা হলে দুই বিভাগ
সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক
পর্যায়ে দুই বিভাগের দুই জন আহত হয়। দুই
বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা
বললে তারা একে অপরকে দোষারোপ
করে। লোক প্রশাসন বিভাগের
শিক্ষার্থী এইসি বিভাগকে এই
সংঘর্ষের জন্য দায়ী বলে জানায়। অপর
দিকে এইসি বিভাগের
শিক্ষার্থীদের বক্তব্য, লোক প্রশাসন
বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীরা
এইসি বিভাগের সিনিয়র
শিক্ষার্থীদের উপর হামলা চালালে
তারা এর প্রতিরোধ করে। তবে
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা
এই অভিযোগ অস্বীকার করেছে।
সংঘর্ষের বিষয়ে দুই বিভাগের
শিক্ষকদের সাথে যোগাযোগ করা
হলে উনারা এই বিষয়ে কথা বলতে
রাজি হননি।
সংঘর্ষের সংবাদ পেয়ে বিপুল সংখ্যক
পুলিশ ক্যাম্পাসে অবস্থান করছে।
বশেমুরবিপ্রবি'র মাননীয় উপাচার্য
সংঘর্ষের সংবাদে ঘটনাস্থলে
উপস্থিত হন।
রাতে দুই দলের মধ্যে আবারও সংঘর্ষের
আশংকায় ক্যাম্পাসে কড়া
নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাস উত্তপ্ত
রয়েছে।

Comments

Popular

Featured Video