ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীদের
বাঁচাতে নোবিপ্রবিতে কন্সার্ট ফর
হিউমিনিটি
নোবিপ্রবি প্রতিনিধিঃ তরিকুল
শাওন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি)
ক্যান্সার আক্রান্ত
শিক্ষার্থী চিশতী ও নাসের কে
বাঁচাতে “কন্সার্ট ফর হিউমিনিটি”
শীর্ষক এক
কন্সার্টের আয়োজন করা হয়।
মঙ্গলবার(৮ই সেপ্টেম্বর)দুপুর ২টা থেকে
রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের
সবচেয়ে জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন
“প্রতিধ্বনি” এ কন্সার্টের আয়োজন
করেন।
নোবিপ্রবির মাননীয় উপাচার্য
ড.অহিদুজ্জামান দুপুর ২টায় বীর
মুক্তিযুদ্ধা এম
ইদ্রিস আলী অডিটরিয়ামে এ
কন্সার্টের উদ্ভোদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নেওয়াজ
মোহাম্মদ বাহাদুর,
শিক্ষক সমিতির সভাপতি
ড.জাহাঙ্গীর সরকার,সাধারন সম্পাদক
মুশফিকুর রহমান,ভাষা
শহীদ আব্দুস সালাম হলের প্রভোষ্ট ড.
ইউসুফ মিয়া সহ বিভিন্ন
ডিপার্টমেন্টের
শিক্ষকবৃন্দ।
অনুষ্টানের শুরুতে ভাষা শহীদ আব্দুস
সালাম হলের প্রভোষ্ট ড.ইউসুফ মিয়া
ক্যান্সার আক্রান্ত চিশতী ও নাছের
কে নিয়ে তার স্ব-রচিত কবিতা পাঠ
করে শুনান।
তার পর একে একে গান পরিবেশনের
মাধ্যমে শত শত দর্শকদের মুগ্ধ করেন
ক্যাম্পাস ভিত্তিক নামকরা ব্যান্ডদল...
- দ্যা ইন্সপাইয়ার
- বাঙ্গাল
- ডাকটিকেট
- চিলেকোঠা এবং
- টু পয়েন্ট জিরু ওয়ান
এ ব্যাপারে প্রতিধ্বনির সংস্কৃতি
বিষয়ক সম্পাদক রাইয়ান রিমনের কাছে
জানতে
চাইলে তিনি বলেন,চিশতী ভাই ও
নাসের ভাইয়ের চিকিৎসার জন্য প্রচুর
টাকার প্রয়োজন
যা তার দরিদ্র পরিবার বহন করতে অক্ষম।
তাদের চিকিৎসা অর্থ জোগাড় করতেই
এ
কন্সার্টের আয়োজন করেছে প্রতিধ্বনি
এবং কন্সার্ট থেকে উপার্জিত সমস্ত
অর্থ
তাদের চিকিৎসার জন্য পাঠিয়ে
দেয়া হবে।।
বাঁচাতে নোবিপ্রবিতে কন্সার্ট ফর
হিউমিনিটি
নোবিপ্রবি প্রতিনিধিঃ তরিকুল
শাওন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি)
ক্যান্সার আক্রান্ত
শিক্ষার্থী চিশতী ও নাসের কে
বাঁচাতে “কন্সার্ট ফর হিউমিনিটি”
শীর্ষক এক
কন্সার্টের আয়োজন করা হয়।
মঙ্গলবার(৮ই সেপ্টেম্বর)দুপুর ২টা থেকে
রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের
সবচেয়ে জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন
“প্রতিধ্বনি” এ কন্সার্টের আয়োজন
করেন।
নোবিপ্রবির মাননীয় উপাচার্য
ড.অহিদুজ্জামান দুপুর ২টায় বীর
মুক্তিযুদ্ধা এম
ইদ্রিস আলী অডিটরিয়ামে এ
কন্সার্টের উদ্ভোদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নেওয়াজ
মোহাম্মদ বাহাদুর,
শিক্ষক সমিতির সভাপতি
ড.জাহাঙ্গীর সরকার,সাধারন সম্পাদক
মুশফিকুর রহমান,ভাষা
শহীদ আব্দুস সালাম হলের প্রভোষ্ট ড.
ইউসুফ মিয়া সহ বিভিন্ন
ডিপার্টমেন্টের
শিক্ষকবৃন্দ।
অনুষ্টানের শুরুতে ভাষা শহীদ আব্দুস
সালাম হলের প্রভোষ্ট ড.ইউসুফ মিয়া
ক্যান্সার আক্রান্ত চিশতী ও নাছের
কে নিয়ে তার স্ব-রচিত কবিতা পাঠ
করে শুনান।
তার পর একে একে গান পরিবেশনের
মাধ্যমে শত শত দর্শকদের মুগ্ধ করেন
ক্যাম্পাস ভিত্তিক নামকরা ব্যান্ডদল...
- দ্যা ইন্সপাইয়ার
- বাঙ্গাল
- ডাকটিকেট
- চিলেকোঠা এবং
- টু পয়েন্ট জিরু ওয়ান
এ ব্যাপারে প্রতিধ্বনির সংস্কৃতি
বিষয়ক সম্পাদক রাইয়ান রিমনের কাছে
জানতে
চাইলে তিনি বলেন,চিশতী ভাই ও
নাসের ভাইয়ের চিকিৎসার জন্য প্রচুর
টাকার প্রয়োজন
যা তার দরিদ্র পরিবার বহন করতে অক্ষম।
তাদের চিকিৎসা অর্থ জোগাড় করতেই
এ
কন্সার্টের আয়োজন করেছে প্রতিধ্বনি
এবং কন্সার্ট থেকে উপার্জিত সমস্ত
অর্থ
তাদের চিকিৎসার জন্য পাঠিয়ে
দেয়া হবে।।