ভার্সিটি ভয়েস:পুরো ঢাকা অচল করে দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৭.৫% প্রত্যাহারের দাবিতে আজ সকাল ৯ টা থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
গতকাল শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ এ কর্মসূচি পালন করছে তাঁরা। আজ বাড্ডা, বসুন্ধরা. ধানমন্ডি, বনানী ও উত্তরায় বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।জানা গেছে, রাজধানীর উত্তরা, বনানী, ধানমন্ডি, মিরপুর রোড অচল হয়ে পড়েছে।নো ভ্যাট অন এডুকেশনের মুখপাত্র আরিফ জানান, সরকার ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আমরা এ কর্মসূচি চালিয়ে যাবো। ৬টি জোনে আন্দোলন চলছে বলে জানান আরিফ। তিনি বলেন, আমাদের দাবি এখন তিনটি- প্রথমত, চলতি সংসদ অধিবেশনে ভ্যাট প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, গতকাল শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। তৃতীয়ত, আহত শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসার ভার রাষ্ট্রকে বহন করতে হবে।আরিফ বলেন, ১৯৬৯ সালে ছাত্রদের জীবন বাঁচাতে পুলিশেরগুলি ও বেয়নটের আঘাতে নিজের জীবন দিয়েছিলেন রাবি প্রক্টর ও জনপ্রিয় শিক্ষক শহীদ শামসুজোহা। আজও হাজারও শামসুজোহার উত্তরসূরী আমাদের সম্মানিত শিক্ষকরা প্রস্তুত আছেন ছাত্রদের জীবন বাঁচাতে। জাতির মেরুদণ্ড রক্ষায় নিজের মেরুদণ্ড কেন? প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে ছাত্রসমাজ।
Thursday, September 10, 2015
ছড়িয়ে পড়ছে শিক্ষায় ভ্যাটবিরোধী বিক্ষোভ
অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে পবিপ্রবিতে কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল
পবিপ্রবি ভয়েস:বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে অর্থমন্ত্রীর অশোভন বক্তব্যের প্রতিবাদে পবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে আজ বেলা ১১:০০ টায় পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর নেতৃত্বে সকল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উপস্থিতিতে র্যালিটি বিশ্ববিদ্যালয় চত্বরসহ পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনে এসে শেষ হয় । এসময় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ কালো ব্যাজ ধারণ করে র্যালীতে অংশগ্রহণ করেন।
র্যালী শেষে পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর জেহাদ পারভেজের সঞ্চালণায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ রবিউল হক, প্রফেসর ড. সুলতান মাহমুদ, প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, প্রফেসর ড. এস.এম. তাওহিদুল ইসলাম,জনাব মোঃ রেশাদ মল্লিক প্রমুখ।
সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষার খাতিরে উক্ত বক্তব্য প্রত্যাহারের জন্য বলেন।
সমাপণী বক্তব্যে পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী বলেন,”আমরা অর্থমন্ত্রীর অশোভন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহারের জন্য তাকে আহ্বান করছি। তা না হলে আমরা আরো কঠোর আন্দোলন ও কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবো”। এছাড়া তিনি আগামী ১৩ই সেপ্টেম্বর অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক সমিতি ফেডারেশনের প্রতিবাদ সভায় সকল শিক্ষক-শিক্ষিকাকে সর্বাত্মকভাবে অংশগ্রহণের জন্য বলেন।
বশেমুরবিপ্রবিতে চালু হচ্ছে নতুন ৬টি বিভাগ
বশেমুরবিপ্রবি ভয়েস :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় চলতি বছর থেকেই যুক্ত হতে যাচ্ছে নতুন ছয়টি বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান ১৪টি বিভাগের সঙ্গে যুক্ত হচ্ছে আইন, আন্তর্জাতিক সম্পর্ক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মার্কেটিং এবং অ্যাগ্রিকালচার নামে নতুন ৬টি বিভাগ।
ফলে চলতি বছর ২০টি বিভাগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের আওতায় ১৪টি বিভাগ চালু রয়েছে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে নতুন চালু হতে যাওয়া বিভাগগুলোর মধ্যে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান অনুষদের আওতায়, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান অনুষদের আওতায়, মার্কেটিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজনেস স্টাডিজ অনুষদের আওতায়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায়।
তবে অ্যাগ্রিকালচার এবং আইন বিভাগের ভর্তি পরীক্ষা কোন অনুষদের আওতায় অনুষ্ঠিত হবে এ ব্যাপারে এখনও কোনো তথ্য জানা যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তিসহ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd-এ পাওয়া যাবে।
ঢাবির ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে প্রার্থীদের আবেদন গ্রহণের প্রক্রিয়া আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। আজ সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়ার সমাপ্তি টানবেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ অক্টোবর, ‘খ’ ইউনিটের ৯ অক্টোবর, ‘গ’ ইউনিটের ১৬ অক্টোবর, ‘ঘ’ ইউনিটের ৬ নভেম্বর এবং ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশ ১০ অক্টোবর ও অঙ্কন অংশ ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
পবিপ্রবির দুই কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা
পবিপ্রবি ভয়েস: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চাকুরির মেয়াদ সম্পন্ন হওয়ায় অবসরোত্তর বিদায় সংবর্ধনা দিয়েছে অফিসার্স অ্যাসোসিয়েশন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি ভিসি প্রফেসর ড মো. রবিউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড মো. সুলতান মাহমুদ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল মোতালেব খান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভপতি ডা. এ টি এম নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম কাওছার, মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক মো. ওয়াজকুরনী, দপ্তর সম্পাদক মো. ফিরোজ আহমেদসহ আরো অনেকে।
উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের প্রধান খামার তত্ত্বাবধায়ক মি অনিল কুমার দাস ও অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মো. আব্দুল হাকিম খানের চাকুরির মেয়াদ পূর্ণ করায় এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয় বলে জানিয়েছে সংগঠনটির মুখপাত্র।
ইস্ট ওয়েস্টের ভ্যাটবিরোধী আন্দোলনে গুলি
ক্যাম্পাসভয়েস:ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে লাঠিচার্জ ও রাবার বুলেট চালিয়েছে পুলিশ। শিক্ষার্থীরা দাবি করেছে, এতে তাদের অন্তত ৫০ সহপাঠী আহত হয়েছে। তবে কর্তব্যরত পুলিশের শটগানের গুলি ও রাবার বুলেটে আহত হয়েছে, এমন ১২ জন ছাত্র-শিক্ষকের পরিচয় জানা গেছে। আহতদের সবাই বনশ্রীর ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার ইশফাক আলী।
বুধবার দুপুরে রামপুরা সংলগ্ন আফতাবনগর হাউজিং-এর কাছে বিক্ষোভ করছিল প্রতিষ্ঠানটির অন্তত সাড়ে তিনশ শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর উপরে বাড়তি ১০ শতাংশ হারে টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট বাতিলের দাবিতে এ বিক্ষোভকালে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজীব হোসেনে জানায়, পুলিশের হামলায় অধ্যাপক তাসফিক জাবেদ, ডেপুটি রেজিস্ট্রার তাসফিকুল এলাহী চৌধুরী আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী জয়, তানভীর ও অর্থনীতির শিক্ষার্থী আবির। এ ছাড়া রাবার বুলেটের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অর্থনীতির তৌহিদুল ইসলাম, বিবিএর শামীম খান, অলক, রফিক। মাথা ফেটেছে বাঁধন, নাজিয়া, মুন্নি নামে তিন শিক্ষার্থীর। এ ছাড়া হিমেল নামে একজনেরও মাথা ফেটেছে।
জানা গেছে, ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কয়েক হাজার শিক্ষার্থী রামপুরা-বাড্ডা সংলগ্ন রাস্তার পাশে বিক্ষোভ করছে।
শিক্ষার্থীরা দুই দফা কর্মসূচি ঘোষণা করেছে- আরোপিত ভ্যাট প্রত্যাহার পর্যন্ত বিক্ষোভ ও কর্মসূচি চলবে। পাশাপাশি শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদেও কর্মসূচি চলবে।
শিক্ষার্থীদের প্রতিনিধি শিহাব উদ্দীন খান বলেন, ‘অর্থমন্ত্রী প্রায়ই সবাইকে রাবিশ বলেন। আসলে তিনি নিজে রাবিশ। তাকে ক্ষমা চাইতে হবে। ছাত্রসমাজ ভ্যাট দেবে না।’ তিনি আরও বলেন, আহত ছাত্র-শিক্ষকদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে। তা না হলে প্রতিবাদ চলবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিন জানিয়েছিলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মাসফিকুর রহমান ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক এয়াশের খান আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ছোড়া ইটের টুকরায় আহত হয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষার্থী কাকন বিশ্বাস বলেন, তারা আফতাবনগরে তাদের বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বসে। তখন পুলিশ এসে তাদের ওপর লাঠিচার্জ করে এবং রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
বিবিএর শিক্ষার্থী মহিউদ্দিন খান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশই আচমকা হামলা চালায়।’
ঢাকা মহানগরীর গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ বলেন, ‘দুপুর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছিল। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। বারবার বলার পরও তারা শোনেনি। পরে জোর করে তাদের ইউনিভার্সিটির ভেতর ঢুকিয়ে দেওয়া হয়।’
এর আগে গত ঈদুল ফিতরের আগে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নো ভ্যাট শিরোনামে বিক্ষোভ করেছিল। ওই বিক্ষোভে কাকন বিশ্বাস জানিয়েছিলেন, সরকার আমাদের দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন। তিনি পে কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, চলতি অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ১০ শতাংশ হারে ভ্যাটবৃদ্ধির প্রস্তাব করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট আলোচনায় ভ্যাট সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব রাখেন। এরপর এই সাড়ে সাত শতাংশ রেখেই বাজেট পাস করা হয়।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত জুন থেকে রাজপথে আন্দোলনে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতিও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে একাধিকবার নিজেদের অবস্থান জানিয়েছে।
Wednesday, September 9, 2015
ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীদের বাঁচাতে নোবিপ্রবিতে " কন্সার্ট ফর হিউম্যানিটি"
বাঁচাতে নোবিপ্রবিতে কন্সার্ট ফর
হিউমিনিটি
নোবিপ্রবি প্রতিনিধিঃ তরিকুল
শাওন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি)
ক্যান্সার আক্রান্ত
শিক্ষার্থী চিশতী ও নাসের কে
বাঁচাতে “কন্সার্ট ফর হিউমিনিটি”
শীর্ষক এক
কন্সার্টের আয়োজন করা হয়।
মঙ্গলবার(৮ই সেপ্টেম্বর)দুপুর ২টা থেকে
রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের
সবচেয়ে জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন
“প্রতিধ্বনি” এ কন্সার্টের আয়োজন
করেন।
নোবিপ্রবির মাননীয় উপাচার্য
ড.অহিদুজ্জামান দুপুর ২টায় বীর
মুক্তিযুদ্ধা এম
ইদ্রিস আলী অডিটরিয়ামে এ
কন্সার্টের উদ্ভোদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নেওয়াজ
মোহাম্মদ বাহাদুর,
শিক্ষক সমিতির সভাপতি
ড.জাহাঙ্গীর সরকার,সাধারন সম্পাদক
মুশফিকুর রহমান,ভাষা
শহীদ আব্দুস সালাম হলের প্রভোষ্ট ড.
ইউসুফ মিয়া সহ বিভিন্ন
ডিপার্টমেন্টের
শিক্ষকবৃন্দ।
অনুষ্টানের শুরুতে ভাষা শহীদ আব্দুস
সালাম হলের প্রভোষ্ট ড.ইউসুফ মিয়া
ক্যান্সার আক্রান্ত চিশতী ও নাছের
কে নিয়ে তার স্ব-রচিত কবিতা পাঠ
করে শুনান।
তার পর একে একে গান পরিবেশনের
মাধ্যমে শত শত দর্শকদের মুগ্ধ করেন
ক্যাম্পাস ভিত্তিক নামকরা ব্যান্ডদল...
- দ্যা ইন্সপাইয়ার
- বাঙ্গাল
- ডাকটিকেট
- চিলেকোঠা এবং
- টু পয়েন্ট জিরু ওয়ান
এ ব্যাপারে প্রতিধ্বনির সংস্কৃতি
বিষয়ক সম্পাদক রাইয়ান রিমনের কাছে
জানতে
চাইলে তিনি বলেন,চিশতী ভাই ও
নাসের ভাইয়ের চিকিৎসার জন্য প্রচুর
টাকার প্রয়োজন
যা তার দরিদ্র পরিবার বহন করতে অক্ষম।
তাদের চিকিৎসা অর্থ জোগাড় করতেই
এ
কন্সার্টের আয়োজন করেছে প্রতিধ্বনি
এবং কন্সার্ট থেকে উপার্জিত সমস্ত
অর্থ
তাদের চিকিৎসার জন্য পাঠিয়ে
দেয়া হবে।।
খেলাকে কেন্দ্র করে বশেমুরবিপ্রবি'তে সংঘর্ষ; আহত ২
বশেমুরবিপ্রবি'তে সংঘর্ষ; আহত ২
বশেমুরবিপ্রবি প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র
করে লোক প্রশাসন ও এইসি বিভাগের
মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই জন
শিক্ষার্থী আহত হয়েছে এবং একজন
শিক্ষক লাঞ্চিত।
আজ বিকেলে আন্তঃবিভাগ ফুটবল
টুর্নামেন্ট ২০১৫ এর কোয়ার্টার
ফাইনাল খেলা এইসি ও লোকপ্রশাসন
বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার
শেষ পর্যায়ে খেলায় অনিয়মের
অভিযোগ তোলা হলে দুই বিভাগ
সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক
পর্যায়ে দুই বিভাগের দুই জন আহত হয়। দুই
বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা
বললে তারা একে অপরকে দোষারোপ
করে। লোক প্রশাসন বিভাগের
শিক্ষার্থী এইসি বিভাগকে এই
সংঘর্ষের জন্য দায়ী বলে জানায়। অপর
দিকে এইসি বিভাগের
শিক্ষার্থীদের বক্তব্য, লোক প্রশাসন
বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীরা
এইসি বিভাগের সিনিয়র
শিক্ষার্থীদের উপর হামলা চালালে
তারা এর প্রতিরোধ করে। তবে
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা
এই অভিযোগ অস্বীকার করেছে।
সংঘর্ষের বিষয়ে দুই বিভাগের
শিক্ষকদের সাথে যোগাযোগ করা
হলে উনারা এই বিষয়ে কথা বলতে
রাজি হননি।
সংঘর্ষের সংবাদ পেয়ে বিপুল সংখ্যক
পুলিশ ক্যাম্পাসে অবস্থান করছে।
বশেমুরবিপ্রবি'র মাননীয় উপাচার্য
সংঘর্ষের সংবাদে ঘটনাস্থলে
উপস্থিত হন।
রাতে দুই দলের মধ্যে আবারও সংঘর্ষের
আশংকায় ক্যাম্পাসে কড়া
নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাস উত্তপ্ত
রয়েছে।
Tuesday, September 8, 2015
নোবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি
নোবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক সমিতি দিনব্যাপি কর্মবিরতি পালন করছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কোন ক্লাস, পরীক্ষা এবং দাপ্তরিক কোন কাজে অংশগ্রহণ করেননি। এছাড়া নোবিপ্রবি শিক্ষক সমিতির উদ্যেগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১২টায় ক্যাম্পাসে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষক অংশগ্রহন করেন।
র্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ডঃ জাহাঙ্গীর সরকার এবং সেক্রেটারি মোহাম্মদ মুশফিকুর রহমান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির প্রচার সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক আফসানা মৌসুমি, ভাষা শহীদ আবদুস সালাম হল প্রভোস্ট ডঃ মোঃ ইউসুফ মিয়া।
পবিপ্রবি তে শিক্ষকদের র্যালী ও কর্মবিরতি পালন
পবিপ্রবি ভয়েস:অষ্টম পে-স্কেলে পরিবর্তন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল প্রণয়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পবিপ্রবি শিক্ষক সমিতি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ কর্মবিরতি পালন করে।
কর্মসূচি উপলক্ষে সকালে শিক্ষকরা একাডেমিক ভবনের সামনে থেকে র্যালি বের করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে একই স্থানে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. জেহাদ পারভেজ, প্রফেসর আ ক ম মোস্তফা জামান ও বিভিন্ন অনুষদের শিক্ষকরা।
এদিকে, শিক্ষকদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
বশেমুরবিপ্রবি; সেশনজট মুক্ত একটি বিশ্ববিদ্যালয়
বশেমুরবিপ্রবি প্রতিবেদকঃ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশনজটের সাথে পরিচিত হয়ে যান ভর্তি হবার পর পরই। বর্তমান সময়ে সেশনজট নেই এমন বিশ্ববিদ্যালয়ের দেখা মেলা ভার। প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালযে কোনো না কোনোভাবে সেশনজট থাকেই।
তবে এদিক বিবেচনায় সেশনজটমুক্ত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেমুরবিপ্রবি ) সগৌরবে এগিয়ে চলেছে ।
দেশের ৩৪তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে দুরন্ত গতিতে ছুটে চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে ১৪টি বিভাগের কোনো বিভাগেই সেশনজট নেই ।
২০১১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় । এরপর থেকে বিশ্ববিদ্যালয় ১ দিনের জন্যও সেশনজট হয়নি। বর্তমানে ২১০০ এর মতো শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ এবছর ডিসেম্বরে তাদের শিক্ষা জীবন শেষ করে বের হবে।
বিশ্ববিদ্যালয় শুরুর ৪ বছরেও ১ দিনের জন্য সেশনজটের ফাঁদে না পড়ায় শিক্ষার্থীরা খুবই উৎফুল্ল। তারা অনেকেই জানান, তাড়াতাড়ি শিক্ষা জীবন শেষ করে চাকরি জীবনে পদার্পণ করবে।
সেশনজটে যেন না পড়তে হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই সতর্ক।
বশেমুরবিপ্রবি'তে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি ও প্রতিবাদ মিছিল
কর্মবিরতি ও প্রতিবাদ মিছিল
বশেমুরবিপ্রবি প্রতিবেদকঃ
অনুমোদিত ৮ম জাতীয় বেতন কমিশনে
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি বৈষম্য
দূরীকরণ ও মর্যাদাপূর্ণ স্বতন্ত্র বেতন
নির্ধারণ সহ চার দফা দাবী
বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক
সমিতির নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১
টায় সকল শিক্ষকের অংশগ্রহণে একটি
প্রতিবাদ মিছিল বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মিছিল ক্যম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ
প্রদক্ষিণ শেষে শিক্ষকবৃন্দ
বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের
সামনে উপস্থিত হয়ে একটি শান্তিপূর্ণ
সমাবেশ করেন। সেখানে বক্তব্য
রাখেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত
সভাপতি বিভূতি সরকার, ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান,
অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক মো.
আলাউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের
অন্যান্য শিক্ষকবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, অবস্থাদৃষ্টে
মনে হয়- একটি কুচক্রী মহল পাবলিক
বিশ্ববিদ্যালগুলোকে অস্থির করে
তুলে, সরকারকে বেকায়দায় ফেলে
একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ
সংরক্ষণে কাজ করছে। দু একটি ভিন্নতা
ছাড়া অধিকাংশ ক্ষেত্রে শ্রেষ্ঠ
মেধাবীরা বিশ্ববিদ্যালয় শিক্ষকতায়
আসেন। শিক্ষকদের জন্য সামরিক
বেসামরিক আমলাদের চাইতে কম
মর্যাদা ও সুযোগসুবিধা নির্ধারিত
হলে মেধাবীরা এ পেশা থেকে মুখ
ফিরিয়ে নেবে। ফলে এ দেশের
শিক্ষা ব্যবস্থাই ভেঙে পড়বে।
অযোগ্যরা আসন করে নেবে এ পেশায়।
ফলে যোগ্য বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের
সংকটে পড়ে সরকারের পক্ষে শুধু
আমলাদের নিয়ে ২০৪১ সালের লক্ষ্য
পূরণ সম্ভব হবে না। সম্ভব হবে না বঙ্গবন্ধুর
স্বপ্নের সোনার বাংলা নির্মান করা।
তারা আরো বলেন, এ আন্দোলন
সরকারের বিরুদ্ধে নয় বরং সরকার
যাতে বিনিয়োগের সবচাইতে
গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে শিক্ষাকে
চিহ্নিত করতে পারে এবং এর মধ্য
দিয়ে শিক্ষকবৃন্দ তাঁদের প্রাপ্য মর্যাদা
ও সুবিধাদি অর্জন করতে পারে সে
কারণে এ কর্মসুচী।
কর্মসূচীর অংশ হিসেবে আজ সকল ক্লাস-
পরীক্ষা বর্জন করেন বশেমুরবিপ্রবি
শিক্ষকবৃন্দ।
দাবি মানা না হলে আরও কঠিন
পদক্ষেপ গ্রহণের সুপারিশ জানানো হয়
বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ
থেকে।
একথা উল্লেখ্য, বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক
আজ সারা দেশের সকল পাবলিক
বিশ্ববিদ্যালয়ে এক যোগে ক্লাস-
পরীক্ষা বর্জন ও প্রতিবাদ মিছিল
কর্মসূচী পালন করা হচ্ছে। তারই
ধারাবাহিকতা বশেমুরবিপ্রবির
কর্মসূচী। দাবি না মানা পর্যন্ত কর্মসূচী
চলমান থাকবে।
প্রথম জাতীয় বায়োক্যাম্প অনুষ্ঠিত
মোঃ আব্দুল্লাহ আল জাবের।।
দেশে প্রথমবারের মত বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি’র আয়োজনে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী প্রাইম ব্যাংক – ব্রি প্রথম জাতীয় বায়োক্যাম্প। গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি) মিলনায়তনে শুরু হয়ে এই ক্যাম্প ৬ সেপ্টেম্বর বিজয়ীদের পুরষ্কার দেয়ার মাধ্যমে শেষ হয়।
প্রথম জাতীয় জীববিজ্ঞান উৎসবের ৬০ জন বিজয়ীদের মধ্য থেকে ৩৭ জন এই ক্যাম্পে অংশগ্রহণ করেন। গবেষণা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, নতুন বিষয় জানা, সরাসরি গবেষকদের সংস্পর্শে এসে জীববিজ্ঞান নিয়ে গবেষণার সুযোগ, আন্তজার্তিক মানের প্রশিক্ষণ-সব মিলিয়ে প্রাণবন্ত এ আয়োজনে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ ক্যাম্পে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ৫ জনকে Master Camper নির্বাচিত করা হয় যারা আগামী বায়োক্যাম্পে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবেন। তারা হলেন- এস এফ এক্স গ্রিন হেরাল্ড স্কুল এন্ড কলেজের নাফিজ ইশমাম আহমেদ, হলিক্রস স্কুল এন্ড কলেজের আদিবা সায়রা, স্কলাস্টিকার ওয়াসি রহমান চৌধুরী এবং ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজের সালসাবিল আশরাফ ভূমিকা ও ফারজানা খান।
পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কার দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, পরিচালক (গবেষণা) ড. মো: আনসার আলী, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো: শাহজাহান কবীর, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, ব্রি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আখের আলী দেওয়ান প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া।
শেকৃবিতে বিভাগীয় প্রধানের পদত্যাগ
মোঃ আব্দুল্লাহ আল জাবের, শেকৃবি।।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সাইন্স এ্যান্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি এ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান সোমবার সকাল ১১ টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরে বিকালে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাসের মাধ্যমে ক্ষোভ-অভিমান প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে দালালদের হুমকির শিকার হয়েছিলেন শেকৃবির এই শিক্ষক। এর পরের দিনই কিছু লোক বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে তাঁর বাসায় আবারও হুমকি দিয়ে যায়। এছাড়া শেখ কামাল অনুষদ ভবনে অবস্থিত তাঁর চেম্বারের দরজার হাতল কে বা কারা খুলে নিয়ে যায় এবং ক্যাম্পাসের আবাসিক এলাকায় অবস্থিত তাঁর বাসভবনে পোষা পাখি ছেড়ে দেয়। এভাবে কয়েকটা দিন চলে যাওয়ার পরে আজ তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। পরে ফেসবুকে তার ওয়ালে দেয়া স্ট্যাটাসে ক্ষোভ ও অভিমান ফুটে ওঠে।
এ ব্যাপারে তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পদত্যাগ করাটা আমার ব্যক্তিগত ব্যাপার’। তবে হুমকির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ঐ টার সাথে পদত্যাগের কোন যোগসাদৃশ্য নাই। আমি আমার ফ্যামিলিকে সময় দেবার জন্যে পদত্যাগ করেছি’। তবে এনিম্যাল সাইন্স এ্যান্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মোফাজ্জল হোসাইন এর সাথে যোগাযোগ করা হলে তিনি কিছু জানেন না বলে জানান। পদত্যাগ পত্রের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, ‘আজ ব্যাক্তিগত কারণ দেখিয়ে উনি শেষ ঘন্টায় পদত্যাগ পত্র জমা দেন যে কারণে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। কাল(আজ) এই ব্যাপারে সিদ্ধান্ত হবে’।
Labels
Comments
Popular
-
সার্টিফিকেট এ নাম বা জন্ম তারিখ ভুল হওয়া যেন নিত্য দিনের কাজে পরিনত হয়েছে। এ ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় অনেকেরই। নি...
-
ক্যাম্পাসভয়েস২৪ডটকম এডমিশন ডেস্কঃ ভর্তি পরীক্ষার দিক-নির্দেশনামূলক আলোচনায় সবাইকে স্বাগতম । এই লেখায় বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা ...
-
ক্যাম্পাসভয়েস২৪ডটকম আইটি ডেস্কঃ বাংলালিংক গ্রাহকরা পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন রাত ১টা থেকে সকাল ১১টা পর্যন্ত ১০০ এমবি ফ্রি ইন্ট...
-
ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ শুধু মৌচাক আর মৌমাছি থাকলেই মধু খাঁটি হবে এমনটা ভাবা ভুল। চারতি উপায়ের মাধ্যমে জানতে পারবেন খাঁটি মধু কোনটি…...
-
অনলাইন ডেস্ক,ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজে ক্লাস শুরুর দিনেই ব্যাংক ঋণের মাধ্যমে নতুন ট্যাব বা ল্যাপটপ তুলে...
-
ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ আমাদের সবার জানা আছে যে ফেসবুক ফ্যান পেজের লাইক সং্খ্যা ২০০+ হলে পেজের নাম আর চেঞ্জ করা যায়না। দিন বদলে গেছে! ...
-
শিক্ষকদের তিন ঘন্টার কর্মবিরতি পালন নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্...
-
ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ ২৬ জুলাই থেকে খুলছে নোবিপ্রবি নোবিপ্রবি প্রতিনিধিঃ তরিকুল শাওন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ১৬ ...
-
ক্যাম্পাসভয়েস২৪.কম -এ আপনাকে স্বাগতম। আমরা আসছি খুব শীঘ্রই। সকল ক্যাম্পাসে আমরা আছি সবসময় সংবাদের খোঁজে ।মুহূর্তের সংবাদ মুহূর্তে। ...
-
ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ গ্রামীণফোন দিচ্ছে ৯ টাকায় পুরো ২ জিবি ফ্রি ইন্টারনেট। প্যাকটি নিতে ডায়াল করুন ★৫০০★৯১# বিঃদ্রঃ ২ জিবি ইন্টার...