Tuesday, August 4, 2015

on

"প্রতিধ্বনি'র নতুন কমিটি গঠন!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ
*প্রতিধ্বনির** নতুন কমিটি গঠন*
নোবিপ্রবি প্রতিনিধিঃ তরিকুল
শাওন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন ও
জনপ্রিয়
সাংস্কৃতিক সংগঠন *“**প্রতিধ্বনি*”
প্রতিষ্ঠা লগ্নে আর্থাৎ
২০১০খ্রিষ্টাব্দে
বিভিন্ন সাংস্কৃতিক কর্ম-কান্ডের
মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করলেও
অজানা কোন
এক কারনে কিছুদিনের মধ্যেই থেমে
যায় এর পথচলা। দীর্ঘ পাঁচ বছর অযত্নে-
অবহেলায়
থেমে থাকার পর একদল সংস্কৃতিমনা
তরুন যুবার হাতধরে আবারো পথচলতে শুরু
করল “
*প্রতিধ্বনি*”। এবার আর থেমে থাকার
জন্য নয় নোবিপ্রবির সাংস্কৃতিক
অঙ্গনকে বহু
থেকে বহুদূর নিয়ে যাবার প্রয়াসে এর
নতুন পথচলা। ভবিষ্যৎ পথচলার প্রথম
পদক্ষেপ
হিসেবে সকল সদস্যের উপস্থিতিতে
মাইক্রোবায়োলজি বিভাগের “আরিফ
ইশতিয়াক সাইম”কে
সভাপতি করে আজ বিকাল ৩ঘটিকার
সময় ১৫ সদস্যের এক চূড়ান্ত কমিটি
ঘোষনা করা হয়...
কমিটির কার্যনির্বাহী পরিষদঃ
সভাপতিঃ আরিফ ইশতিয়াক সাইম
সহসভাপতিঃ সাদ্দাম হোসেন,জয়
মিত্র,নিরুপম ভৌমিক
সাধারণ সম্পাদকঃ মোবারক হোসেন
রঞ্জু
যুগ্ম-সম্পাদকঃ শোভন মাহমুদ
তথ্যবিষয়ক সম্পাদকঃ আহমাদ শিমুল
সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ জাকিয়া
জাকি,রাইয়ান রিমু
উন্নয়ন বিষয়ক সম্পাদকঃ ধ্রুব লাল
সাউ,আব্দুল্লাহ শাহরিয়ার প্রিন্স
প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ মাহফুজা
আক্তার বীনা

Comments

Popular

Featured Video