Saturday, August 1, 2015

on

ক্যাম্পাসে জামাত-শিবির নির্মূলের ঘোষণা দিয়ে চবি ছাত্রলীগের নতুন কমিটির অভিষেক আজ

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

ক্যাম্পাসে জামাত শিবির নির্মূলের
ঘোষনা দিয়ে চবি ছাত্রলীগের নতুন
কমিটির অভিষেক হলো আজ।
শিবা চৌধুরী,চবি প্রতিনিধি।
বাংলাদেশ ছাত্রলীগ,চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির
সংগ্রামী সভাপতি আলমগীর টিপু ভাই
এবং বিপ্লবী সাধারন সম্পাদক ফজলে
রাব্বী সুজন ভাইয়ের দায়িত্ব গ্রহণ এবং
নতুন কমিটি উপলক্ষে বিজয় মিছিল
করেছে চবি ছাত্রলীগ।প্রায়
হাজারখানেক নেতাকর্মী এই আনন্দ
মিছিল নিয়ে প্রথমে বঙ্গবন্ধুর
প্রতিকৃতি, শহীদ মিনার -স্বাধীনতা
স্মৃতি ম্যূরাল,বুদ্ধিজীবী চত্তরে
পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন তাঁরা।
এবং প্রশাসনিক ভবনের সামনে
সমাবেশ করা হয়েছে। সমাবেশ শেষে
মাননীয় উপাচার্য স্যারের সাথে
সৌজন্য সাক্ষাৎ করেছেন নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ চবিকে প্রগতির
প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার
প্রত্যয় ব্যক্ত করেন।এবং একইসাথে
ক্যাম্পাসে জামাত শিবির নির্মূলের
ঘোষনা দিলেন চবি ছাত্রলীগের নতুন
কমিটি।

Comments

Popular

Featured Video