Wednesday, August 12, 2015

on

বশেমুরবিপ্রবি'তে "কালো ব্যাচ ধারণ ও শোক র‍্যালি অনুষ্ঠিত


বশেমুরবিপ্রবিতে "কালো ব্যাচ ধারণ ও
শোক র্যালী" অনুষ্ঠিত
বশেমুরবিপ্রবি প্রতিবেদক,
গোপালগঞ্জঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
(বশেমুরবিপ্রবি) আজ সকালে জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪০
তম আসন্ন শোক দিবস উপলক্ষে "কালো
ব্যাচ ধারণ ও শোক র্যালী" অনুষ্ঠিত
হয়েছে। শোক র্যালী বুধবার সকাল
১১:০০ টায় প্রশাসনিক ভবনের সামনে
থেকে আরম্ভ হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ
সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে প্রশাসনিক
ভবনের সামনে এসে শেষ হয়। র্যালীতে
উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি'র
মাননীয় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার
নাসির উদ্দিন, বিলওয়াবস-এর পরিচালক
প্রফেসর শহিদুল ইসলাম। উপাচার্য
প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন
সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য
রাখেন এবং জাতির পিতার আদর্শ ও
বাংলাদেশ গঠনে বিশেষ অবদানের
কথা তুলে ধরেন। র্যালীতে অত্র
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক,
ডীন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট,
কর্মকর্তা, কর্মচারীরা ও স্থানীয় ও
জাতীয় মিডিয়ার সাংবাদিকবৃন্দ
উপস্থিত ছিলেন।

Comments

Popular

Featured Video