Friday, August 7, 2015

on

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন চবি'র ভিসি,জানুয়ারিতে হতে পারে সুবর্ণ জয়ন্তী!


প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষা্ৎ করলেন চবি উপাচার্য
জানুয়ারীতে হতে পারে চবির সুবর্ণ জয়ন্তী



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু তনয়া গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত বুধবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।
উপাচার্য প্রথমে প্রধানমন্ত্রীর সাথে একান্ত সৌজন্য সাক্ষাতে আন্তরিকতাপূর্ণ পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা,উচ্চ শিক্ষা,গবেষণা,শিক্ষা ও শিক্ষার্থীদের সমস্যা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি,ক্যাম্পাসে তথ্য-প্রযুক্তির সুবিধা স¤প্রসারণ,সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ,খেলাধুলা-শরীরচর্চা,শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিবেশ সৃষ্টি,প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে ইতোমধ্যে তাঁর গৃহিত পদক্ষেপসমূহ মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
পরে উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে মহান মুক্তিযুদ্ধের নির্ভীক চেতনায় উজ্জীবিত একটি বিশ্বমানের ক্যাম্পাসে রূপান্তর করার দৃঢ় প্রত্যয়ের কথা মাননীয় প্রধানমন্ত্রীকে জানান এবং তা বাস্তবায়নের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় উপাচার্যের বিশ্ববিদ্যালয় পরিচালনায় বিভিন্ন কার্যক্রমের ভবিষ্যত পরিকল্পনার কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনে সন্তোষ প্রকাশ করেন এবং পরিকল্পনাসমূহ বাস্তবায়নে সদয় দিকনির্দেশনা প্রদান করেন। উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আগামী জানুয়ারীতে উদ্যাপনের বিষয়ে মাননীয় প্রধনমন্ত্রীর দিকনির্দেশনা ও উৎসবে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় উপস্থিতি কামনা করলে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত উৎসাহ ও আগ্রহ চিত্তে বিষয়টি নিশ্চিত করেন

Comments

Popular

Featured Video