Saturday, August 29, 2015

on

জাতির জনকের স্বরণে নোবিপ্রবির অর্থনীতি বিভাগে দেয়ালিকা উন্মোচন

জাতির জনকের স্বরণে নোবিপ্রবির অর্থনীতি বিভাগে দেয়ালিকা উন্মোচন।

নোবিপ্রবি প্রতিনিধিঃ তরিকুল শাওন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) অর্থনীতি বিভাগে জাতির জনকের স্বরণে দেয়ালিকা উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৯ আগষ্ট) সকাল ১১টায় নোবিপ্রবি´র উপাচার্য ড.এম অহিদুজ্জামান অর্থনীতি বিভাগ কর্তৃক জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বরণে নির্মিত দেয়ালিকা “মিয়া ভাই” এর উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সেক্রেটারী মুশফিকুর রহমান,ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের চেয়ারম্যান ড.জাহাঙ্গীর সরকার,অর্থনীতি বিভাগের চেয়ারম্যান খশরুল আলম সহ উপস্থিত ছিলেন লেকচারার বিনাতা রানী সেন,মোঃ ফরিদ দেওয়ান,তানিয়া ইসলাম ও অর্ধশত শিক্ষার্থী।
দেয়ালিকা উন্মোচন শেষে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য ড.এম অহিদুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের চেয়ারম্যান ড.জাহাঙ্গীর সরকার।
এ সময় অর্থনীতি বিভাগের লেকচারার তানিয়া ইসলাম,বিনাতা রানী সেন এবং ছাত্রদের পক্ষ থেকে ৮ম ব্যাচের তাহ্রিম ফারিয়ান ভিকিও বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড.এম অহিদুজ্জামান বলেন বঙ্গবন্ধু ছোট বেলা থেকেই ছিলেন কোমল স্বভাবের অধিকারী । যখন তিনি রাজনীতি বুঝতেন না,স্বাধীনতার মানে জানতেন না তখন থেকেই তিনি দেশকে ভালবাসতেন,দেশের মানুষকে ভালবাসতেন । তিনি ছিলেন এক বিশ্বমানের নেতা,সারাজীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন নির্যাতিত মানুষের অধীকার প্রতিষ্ঠার জন্য। তার বাস ভবনে ছিল সর্বসাধারণের অবাধ-বিচরণ। মৃত্যুর আগ পর্যন্তও তার ধ্যান ধারনায় ছিল দেশ এবং দেশের মানুষ।
৯ম ব্যাচের ছাত্রী জয়শ্রী কুড়ী এবং ১০ম ব্যাচের ছাত্র সজীবের সঞ্চালনায়
পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান খশরুল আলম।

Comments

Popular

Featured Video