Friday, August 7, 2015

on

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে নোবিপ্রবি'তে স্বরণ সভা।


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম
মহাপ্রয়াণ দিবস উপলক্ষে
নোবিপ্রবিতে স্বরণ সভা ।।
নোবিপ্রবি প্রতিনিধিঃ তরিকুল
শাওন
২২শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ
ঠাকুরের ৭৪তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে
আজ ২৩শে শ্রাবণ বিকাল ৪ ঘটিকার সময়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ
মিনারে “প্রতিধ্বনি” কর্তৃক এক স্বরণ-
সভার আয়োজন করা হয়। উক্ত স্বরণ স্বভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সংগঠনটির সভাপতি আরিফ
ইশতিয়াক সাইম,বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি
ব্লাড ডোনেটিং সোসাইটির
প্রতিষ্টাতা আহসান হাসিব।এছাড়াও
সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ সহ উপস্থিত
ছিলেন সংস্কৃতিমনা সাধারণ
শিক্ষারর্থীরা। অনুষ্ঠানের শুরুতে
রবীন্দ্রনাথ স্বরনে অলোচনা পর্বে
বক্তব্য রাখেন সংগঠনটির
সভাপতি,সাধারণ সম্পাদক সহ আমন্ত্রিত
অতিথিবৃন্দ।এসময় বক্তারা
সাহিত্যাঙ্গনে রবীন্দ্রনাথের অমর
কীর্তির কথা তুলে ধরেন এবং সকলকে
রবীন্দ্র চর্চায় মনোনিবেশ করতে
গুরুত্বারুপ করেন।শেষ বিকেলে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
অনবদ্য রবীন্দ্র সংঙ্গীত পরিবেশনের
মাধ্যমে শেষ হয় আজকের স্বরন-সভা।।

Comments

Popular

Featured Video