ভোলা প্রতিনিধিঃ
ঢাকাগামী ফারহান-৬ লঞ্চের তলা ফাটল
আতংক
নামতে গিয়ে প্রায় অর্ধশত যাত্রী আহত
শরীফ আল-আমীন ॥
ঢাকাগামী ফারহান-৬ লঞ্চ তজুমদ্দিন
ঘাটে তলা ফেটে যাওয়ার আতংক।
তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রায়
অর্ধশত যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে
আনেন।
জানা গেছে, বিকালে ১ হাজার থেকে
১২শ যাত্রী নিয়ে ফারহান-৬ লঞ্চ চরফ্যশন
বেতুয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্য
ছেড়ে আসে। রাত ৯ টার দিকে তজুমদ্দিন
ঘাটের কাছে আসলে অতিরিক্ত যাত্রীর
চাপে লঞ্চটির তলা ফেটে যায় বলে
যাত্রীরা অভিযোগ করে। এসময়
যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
তাড়াহুড়া করে নামতে গিয়ে প্রায় ৫০
জনের বেশি যাত্রী আহত হয় । খবর পেয়ে
থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। চরফ্যাশন
বেতুয়া ঘাটের যাত্রী সোহাগ ও কাউছার
জানান, তজুমদ্দিন ঘাটের কাছাকাছি
আসলে লঞ্চটির তল ফেটে যাওয়ার
সাথে সাথে লঞ্চটি নদীর তীরে
ভেঙ্গে যাওয়া একটি পুকুরের মধ্যে
ঠেকায়। এসময় যাত্রীদের মধ্যে আতংক
ছড়িয়ে পড়ে। রাতেই লঞ্চটি ছেড়ে
যাওয়ার জন্য তাড়াহুড়া করে লঞ্চটির
ফেটে যাওয়া অংশ মেরামত করছে।
লঞ্চের সুপার ভাইজার সোহেল মোবাইল
ফোনে জানান, লঞ্চের তলা ফেটে
যাওয়ার সংবাদ সত্য নয়। নদীতে পানি কম
থাকায় আটকা পড়েছি জোয়ার আসলে
ছেড়ে যাবো। তজুমদ্দিন থানা অফিসার
ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, কতৃপক্ষ
বলছেন লঞ্চটির চেইনে সমস্যা হয়েছে।
মেরামত করে জোয়ার আসলে রাতেই
ছেড়ে যাবে