Saturday, August 1, 2015

on

চবি'র বাজেট ১৭৫ কোটি ৬০ লাখ টাকা!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

চবির বাজেট
১৭৫ কোটি ৬০
লাখ টাকা।
শিবা চৌধুরী,চবি প্রতিনিধি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)
সিনেট অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরে
১৭৫
কোটি ৬০ লাখ টাকার বাজেট পেশ করা
হয়েছে। একই সঙ্গে১৭৩ কোটি
২ লাখ টাকার ২০১৪-১৫ অর্থবছরের
সংশোধিত
বাজেটও পাস করা হয়েছে।৩১ শে জুলাই
২০১৫ শুক্রবার বিকেলে
প্রশাসনিক ভবনের সভা কক্ষে চবি
সিনেটের
২৭তম বার্ষিক অধিবেশনে এ বাজেট
ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে
জানা
গেছে, ২০১৫-১৬ অর্থ বছরের জন্য
বিশ্ববিদ্যালয়
মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে
২১৬ কোটি ৬৬ লাখ টাকার চাহিদা
বাজেট
দেয়া হয়।
এর বিপরীতে ইউজিসি (বিশ্ববিদ্যালয়ের
নিজস্ব আয়সহ) ১৭৫ কোটি ৬০ লাখ
টাকার বাজেট বরাদ্দ দেয়। যেখানে
চাহিদা

বরাদ্দের মধ্যে পার্থক্য (বাজেট ঘাটতি)
৪১কোটি
৬ লাখ টাকা।
বাজেটের উল্লেখযোগ্য খাতগুলো
হলো-
শিক্ষক- কর্মকর্তা ও কর্মচারীদের বেতন
খাতে ৬১ কোটি টাকা, পেনশন খাতে ২৮
কোটি টাকা, সাধারণ আনুসঙ্গিক খাতে
১৪
কোটি ৮৭ লাখ টাকা, শিক্ষা খাতে ১২
কোটি ৪৬ লাখ টাকা, মেরামত, সংরক্ষণ ও
পুনর্বাসন খাতে ২ কোটি ১৭ লাখ টাকা
এবং
মূলধন মঞ্জুরি (সম্পদ সংগ্রহ ও ক্রয়) খাতে ২
কোটি ৫০ লাখ
টাকা।
এর আগে ২০১৪-১৫ অর্থ বছরের জন্য চবি
কর্তৃপক্ষ
ইউজিসির কাছে ২১৬ কোটি ৬৬ লাখ
টাকার সংশোধিত চাহিদা
দেয়। যার বিপরীতে
ইউজিসি সংশোধিত বরাদ্দ দিয়েছে
১৭৫কোটি
৬০ লাখ টাকা। যার মধ্যে বেতন
খাতে ৬১ কোটি
টাকা, পেনশন খাতে ২৮
কোটি টাকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক
ড.ইফতেখার উদ্দিন চৌধুরী সিনেট
অধিবেশনে
বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনেক
সত্বেও ইউজিসির এতোটুকু সহায়তা অনেক
বেশি। এ জন্য ইউজিসির কতৃপক্ষকে ধন্যবাদ
জানায়

Comments

Popular

Featured Video