নোবিপ্রবি’তে “জাতীয় মৎস সাপ্তাহ-
২০১৫”পালিত।।
নোবিপ্রবি প্রতিনিধি : তরিকুল শাওন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে “ফিশারিজ এন্ড
মেরিন সাইন্স” বিভাগের উদ্দ্যোগে
জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৫ পালন করা
হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ... “সাগর
নদী সকল জলে
মাছ চাষে সোনা ফলে”
জাতীয় মৎস সাপ্তাহ-২০১৫ ” উপলক্ষে
আজ বেলা ১১:৪৫মিনিটের সময়
“ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স”
বিভাগের চেয়ারম্যান ড. মো:
জাহাঙ্গীর সরকারের নেতৃত্ব্যে
বিশ্ববিদ্যালয়ের ‘একাডেমিক ভবন-১’
এর সামনে থেকে একটি র্যা লি বের
করা হয়,র্যা লিটি বিশ্ববিদ্যালয়ের
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক
ভবনের সামনে এসে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয়
উপাচার্য ড. এম অহিদুজ্জামান,বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-
উপাচার্য ড. মো: আবুল হোসেন এবং
রেজিষ্টার প্রফেসর মো: মমিনুল হক।
এতে আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
র্যা লি শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন
পুকুরে উপাচার্য মহোদয় বিভিন্ন
প্রজাতির দেশি ও বিদেশি মাছের
পোনা অবমুক্ত করেন।।