Monday, August 31, 2015

on

শিক্ষকদের তিন ঘন্টার কর্মবিরতি পালন

শিক্ষকদের তিন ঘন্টার
কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক:
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন
কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন
শিক্ষকরা। তবে পরীক্ষা এ কর্মবিরতির
আওতামুক্ত ছিল।
রোববার সকাল ১০টা + দুপুর ১টা
পর্যন্ত চলমান আন্দোলনের
ধারাবাহিকতায় সারাদেশের সকল
পাবলিক বিশ্ববিদ্যালয়ে মত চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও
কর্মবিরতি পালন করেন। চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ
কর্মবিরতির ডাক দেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির
সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল মনছুর
এবং সাধারণ সম্পাদক ড. কাজী এস. এম.
খসরুল আলম কুদ্দুসী এক বিবৃতিতে
স্বতঃস্ফূর্তভাবে উক্ত কর্মসূচি পালন
করায় শিক্ষক সমাজ কে ধন্যবাদ জানান।
বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষকদের
যৌক্তিক দাবি উপেক্ষা করে অষ্টম
জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা
হলে তাৎক্ষণিকভাবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়
সম্মেলন ডেকে লাগাতার
কর্মবিরতিসহ কঠোর আন্দোলন কর্মসূচি
ঘোষণা করা হবে।
শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আরও
জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক
সমিতি ফেডারেশন এর সাথে
উপাচার্যদের সংগঠন বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় পরিষদ এর যৌথ সভা
অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত প্রায় তিনমাস ধরে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন
কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে
আন্দোলন করে আসছে।
বেতন
কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন
শিক্ষকরা। তবে পরীক্ষা এ কর্মবিরতির
আওতামুক্ত ছিল।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা
পর্যন্ত চলমান আন্দোলনের
ধারাবাহিকতায় সারাদেশের সকল
পাবলিক বিশ্ববিদ্যালয়ে মত চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও
কর্মবিরতি পালন করেন। চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ
কর্মবিরতির ডাক দেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির
সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল মনছুর
এবং সাধারণ সম্পাদক ড. কাজী এস. এম.
খসরুল আলম কুদ্দুসী এক বিবৃতিতে
স্বতঃস্ফূর্তভাবে উক্ত কর্মসূচি পালন
করায় শিক্ষক সমাজ কে ধন্যবাদ জানান।
বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষকদের
যৌক্তিক দাবি উপেক্ষা করে অষ্টম
জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা
হলে তাৎক্ষণিকভাবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়
সম্মেলন ডেকে লাগাতার
কর্মবিরতিসহ কঠোর আন্দোলন কর্মসূচি
ঘোষণা করা হবে।
শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আরও
জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক
সমিতি ফেডারেশন এর সাথে
উপাচার্যদের সংগঠন বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় পরিষদ এর যৌথ সভা
অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত প্রায় তিনমাস ধরে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন
কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে
আন্দোলন করে আসছে।
on

দালালের দৌরাত্মে অসহায় রোগীরাঃ শেকৃবি শিক্ষককে হত্যার হুমকি!

দালালের দৌরাত্মে
অসহায় রোগীরাঃ শেকৃবি শিক্ষককে
হত্যার হুমকি


 মোঃ আব্দুল্লাহ আল
জাবের, শেকৃবি।।

সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্মের
কথা কারোর অজানা নয়। তবে অসহায়
মানুষদের থেকে জোঁকের মত রক্ত চুষে
নিতে একটুও হৃদয় কাঁপে না তাদের।
তাদের সিন্ডিকেটের কারণে
সাধারণ জনগণ আজ অসহায় হয়ে পড়েছে।
দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা
দেয়ার জন্য জনপ্রতিনিধির সুপারিশের
কোন মূল্যই এদের কাছে নেই! মুল্য নেই
নীতির, মানবতার এমনকি
বিশ্ববিদ্যালয় শিক্ষকেরও। আর এতে
সহযোগিতা করছে তাদেরই কিছু দোসর,
যারা ক্ষমতার অপব্যাবহার করে অনিয়ম
আর নীতি বহির্ভূত কাজ করে যাচ্ছেন
দিনের পর দিন। তারই একটি নমুনা
দেখা গেছে আজ জাতীয় হৃদরোগ
ইন্সটিটিউট ও হাসপাতালে। দালাল
চক্রের খপ্পর থেকে এক রোগীকে
বাঁচানোর চেষ্টা করায়
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের
(শেকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড
প্যারাসাইটোলজি বিভাগের
চেয়ারম্যান মো. কামরুল হাসানকে
হত্যার হুমকি দিয়েছে দালাল চক্রের
সদস্যরা। এমন ঘটনা ঘটেছে
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.
এস টি এম আবু আজমের সামনেই। ডা.
মো. কামরুল হাসান জানান, কিছুদিন
আগে তার নিজ এলাকা থেকে এক
অসহায় লোক হৃদরোগ হাসপাতালে
ভর্তি হন। টাকার অভাবে চিকিৎসা
করতে না পেরে বিশ্ববিদ্যালয়ে এসে
টাকা তোলার সময় তার সাথে পরিচয়
হয়। এরপর কামরুল হাসানের
তত্ত্বাবধায়নে বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীদের কাছ থেকে টাকা
তুলে দেয় হয়। যে রোগীকে কামরুল
হাসান সাহায্য করেছেন তার পাশের
সিটের সাজেদা আক্তার নামে
পঞ্চগড় থেকে আসা আরেক অসহায়
নারী তার বাচ্চাকে বাঁচাতে
কামরুল হাসানের নিকট কান্নাকাটি
করে সাহায্য চান। ফলে অপরিচিত
হলেও কামরুল হাসান ওই নারীকেও
সাহায্য করতে চেষ্টা করেন।
শিক্ষার্থীদের মাধ্যমে এই নারীকেও
বিশ্ববিদ্যালয়ের থেকে টাকা তুলে
দেয়া হয়। কিন্তু ওই নারী কামরুল
হাসানের কাছে হাসপাতালের
দালাল চক্রের কথা জানিয়ে বলেন,
হাসপাতাল থেকে একই টেস্ট বারবার
দেয়া হচ্ছে এবং ওই নারী নিজ
এলাকা দেবীগঞ্জ আসনের এমপির
সুপারিশ থাকা সত্ত্বেও তারা তাকে
কোনো ছাড় বা সুবিধা দিতে রাজি
হচ্ছে না। ঘটনাটি শুনে তিনি
হাসপাতালে গেলে তাকেও কোনো
পাত্তা দেয় না দালাল চক্রের
লোকজন। এক পর্যায়ে দালাল চক্রের
সদস্যরা কামরুল হাসানের সাথে বাগ-
বিতণ্ডা শুরু করে। এসব ঘটনার বিচার
দিতে হাসপাতালের পরিচালকের
রুমে গেলেই দালালরা সেখানেই
তাকে হত্যার হুমকি দেন। তিনি আরও
জানান, পরিচালকের রুমে অভিযোগ
দিতে গিয়ে দেখি যেসব লোকের
সাথে আমার বাক-বিতন্ডা হয়েছে
তারা সেখানেই বসা। এরপর আমার
অভিযোগ তুলে ধরলে তারা আমাকে
বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিতে শুরু
করে। তাতেও তারা ক্ষ্যান্ত হয়নি
আমি ঐ রুম থেকে বেরিয়ে যেতে
চাইলে কর্মচারী দিয়ে আমাকে
আটকিয়ে রাখা হয়। এরপর একজন আমাকে
বলে আমার মত কয়েকজনকে নাকি
গায়েব করে ফেলার ক্ষমতা তার আছে!
ঘটনাটি কামরুল হাসানের ছাত্ররা
জানতে পেরে হাসপাতাল গেলে
দালালরা পালিয়ে যান। এরপর
উত্তেজিত শিক্ষার্থীরা
হাসপাতালের অভ্যন্তরে গন্ডগোল
করতে চাইলেও অন্যান্য শিক্ষক এবং
পরবর্তিতে শেরেবাংলা থানা
থেকে পুলিশ এসে শিক্ষার্থীদের
থামিয়ে দেয় এবং বিচারের আশ্বাস
দেয়। এ ব্যাপারে শেরেবাংলা
থানার ওসি জি জি বিশ্বাস এবং এস
আই সাব্বির বিষয়টি নিয়ে তাৎক্ষণিক
মীমাংসার জন্য শিক্ষক কামরুল
হাসানকে অনুরোধ করেন। এ সময়
হাসপাতালের পরিচালকের কক্ষে
শিক্ষক কামরুল হাসান,
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.
মোঃ মিজানুর রহমান, এনিম্যাল সাইন্স
এন্ড ভেটেরিনারী মেডিসিন
অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ
মোফাজ্জল হোসাইন, হাসপাতালের
পরিচালক অধ্যাপক ডা.এস টি এম আবু
আজম, অন্যান্য ডাক্তার, শেরেবাংলা
থানা পুলিশের ওসি, এস আই এবং
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের
সাধারণ সস্পাদক দেবাশীষ দাশ ও
স্থানীয় আওয়ামীলীগ নেতারা
বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। পরে
ছাত্রদের দাবি মেনে নিয়ে
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.
এসটিএম আবু আজম দু’দিনের মধ্যে তিন
সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে তদন্ত
করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা
নেয়ার প্রতিশ্রুতি দিলে
শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে
আসেন। রোগী এবং স্থানীয়
কয়েকজনের সঙ্গে কথা বলে জানা
গেছে, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও
হাসপাতালে বেড়েই চলেছে দালাল
চক্রের দৌরাত্ম। এই দালাল চক্রের
খপ্পরে পরে অসহায় হয়ে পড়ছেন দেশের
বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন
শ্রেণী-পেশার রোগীরা। মন্ত্রী-
এমপিদের সুপারিশেরও তোয়াক্কা
করছে না এসব দালাল চক্রের সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মিজানুর
রহমান বলেন, ‘হৃদরোগের পরিচালক এই
অনাকাঙ্খিত ঘটনার জন্যে দুঃখ প্রকাশ
করে অভিযুক্তদের বিরূদ্ধে উপযুক্ত শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

Saturday, August 29, 2015

on

জাতির জনকের স্বরণে নোবিপ্রবির অর্থনীতি বিভাগে দেয়ালিকা উন্মোচন

জাতির জনকের স্বরণে নোবিপ্রবির অর্থনীতি বিভাগে দেয়ালিকা উন্মোচন।

নোবিপ্রবি প্রতিনিধিঃ তরিকুল শাওন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) অর্থনীতি বিভাগে জাতির জনকের স্বরণে দেয়ালিকা উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৯ আগষ্ট) সকাল ১১টায় নোবিপ্রবি´র উপাচার্য ড.এম অহিদুজ্জামান অর্থনীতি বিভাগ কর্তৃক জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বরণে নির্মিত দেয়ালিকা “মিয়া ভাই” এর উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সেক্রেটারী মুশফিকুর রহমান,ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের চেয়ারম্যান ড.জাহাঙ্গীর সরকার,অর্থনীতি বিভাগের চেয়ারম্যান খশরুল আলম সহ উপস্থিত ছিলেন লেকচারার বিনাতা রানী সেন,মোঃ ফরিদ দেওয়ান,তানিয়া ইসলাম ও অর্ধশত শিক্ষার্থী।
দেয়ালিকা উন্মোচন শেষে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য ড.এম অহিদুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের চেয়ারম্যান ড.জাহাঙ্গীর সরকার।
এ সময় অর্থনীতি বিভাগের লেকচারার তানিয়া ইসলাম,বিনাতা রানী সেন এবং ছাত্রদের পক্ষ থেকে ৮ম ব্যাচের তাহ্রিম ফারিয়ান ভিকিও বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড.এম অহিদুজ্জামান বলেন বঙ্গবন্ধু ছোট বেলা থেকেই ছিলেন কোমল স্বভাবের অধিকারী । যখন তিনি রাজনীতি বুঝতেন না,স্বাধীনতার মানে জানতেন না তখন থেকেই তিনি দেশকে ভালবাসতেন,দেশের মানুষকে ভালবাসতেন । তিনি ছিলেন এক বিশ্বমানের নেতা,সারাজীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন নির্যাতিত মানুষের অধীকার প্রতিষ্ঠার জন্য। তার বাস ভবনে ছিল সর্বসাধারণের অবাধ-বিচরণ। মৃত্যুর আগ পর্যন্তও তার ধ্যান ধারনায় ছিল দেশ এবং দেশের মানুষ।
৯ম ব্যাচের ছাত্রী জয়শ্রী কুড়ী এবং ১০ম ব্যাচের ছাত্র সজীবের সঞ্চালনায়
পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান খশরুল আলম।

Thursday, August 27, 2015

on

শেকৃবিতে শকুন সংরক্ষণ বিষয়ক সেমিনার আজ!

 শেকৃবিতে শকুন সংরক্ষণ
বিষয়ক সেমিনার আজ.......

 মোঃ আব্দুল্লাহ
আল জাবের, শেকৃবি।

 শেরেবাংলা
কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ বিকাল ৩টায়
‘এনিম্যাল সায়েন্স এন্ড
ভেটেরিনারি মেডিসিন অনুষদ’ ও
‘মেডিসিন এন্ড পাবলিক হেলথ
বিভাগ’ এর উদ্যোগে বিলুপ্তপ্রায় শকুন
সংরক্ষণে ‘সেফ ড্রাগ এন্ড ভালচার
কনজারভেশন ইন বাংলাদেশ’ শীর্ষক
একটি সেমিনার ও উন্মুক্ত আলোচনার
আয়োজন করা হয়েছে। ইন্টারন্যাশনাল
ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার
(আইইউসিএন) এর সহায়তায় উক্ত
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন
আইইউসিএন-বাংলাদেশ এর প্রোগ্রাম
অফিসার (প্রিন্সিপাল ইনভেস্টিগেটর)
জনাব এ বি এম সরোয়ার আলম এবং
বিশ্ববিদ্যালয়ের মেডিসিন এন্ড
পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান
ডঃ কে বি এম সাইফুল ইসলাম।
সেমিনারে শকুনের বর্তমান অবস্থা ও
সংরক্ষণের উপর একটি প্রামাণ্যচিত্র
দেখানো হবে। শকুন একটি মৃতজীবী
পাখি, যা পরিবেশের ভারসাম্য
রক্ষায় যথেষ্ঠ ভূমিকা রাখে। এরা
সাধারণত মৃত প্রাণী ভক্ষণ করে
পরিবেশকে পরিস্কার রাখে। কিন্তু
ইদানীং বিভিন্ন দেশে, গবাদি পশু
চিকিৎসায় ব্যবহৃত 'ডাইক্লোফেন'
নামের ব্যথানাশক ঔষধের প্রভাবে শকুন
মারা যাচ্ছে। একারণে ডাইক্লোফেন
ভারত <https://bn.wikipedia.org/wiki/
%E0%A6%AD%E0%A6%BE
%E0%A6%B0%E0%A6%A4>, পাকিস্তান
<https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AA
%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF
%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE
%E0%A6%A8> ও নেপালে <https://
bn.wikipedia.org/wiki/
%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AA%E0%A6%BE
%E0%A6%B2> নিষিদ্ধ ঘোষিত হয়েছে।
বাংলাদেশে <https://bn.wikipedia.org/
wiki/%E0%A6%AC%E0%A6%BE
%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE
%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6>
ডাইক্লোফেনের যথেচ্ছ ব্যবহারের
কারণে শকুন বিলুপ্তির মুখে।
বিশেষজ্ঞদের মতে, মৃত পশুর মাংস
শকুনের কোনো ক্ষতি করে না; কিন্তু
ডাইক্লোফেন দেওয়া হয়েছে, এমন মৃত
পশুর মাংস খেলে কিডনি <https://
bn.wikipedia.org/wiki/%E0%A6%95%E0%A6%BF
%E0%A6%A1%E0%A6%A8%E0%A6%BF> নষ্ট হয়ে
২-৩ দিনের মধ্যে শকুনের মৃত্যু ঘটে। এ
কারণে গত তিন দশকে (২০১০ <https://
bn.wikipedia.org/wiki/
%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%A6>)
উপমহাদেশে ৭৫% শকুন মারা গেছে।
১৯৮০ <https://bn.wikipedia.org/wiki/
%E0%A7%A7%E0%A7%AF%E0%A7%AE
%E0%A7%A6>'র দশকে সার্ক <https://
bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A6%BE
%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95>ভুক্ত
দেশে প্রায় ৪,০০,০০,০০০ শকুনের অস্তিত্ব
ছিলো, অথচ এই সংখ্যা এখন কমে মাত্র
৪০,০০০-এ এসে দাঁড়িয়েছে। উল্লেখ্য,
সারা বিশ্বে শকুনকে বিলুপ্তির হাত
থেকে বাঁচাতে প্রতি বছর সেপ্টেম্বর
<https://bn.wikipedia.org/wiki/
%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D
%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D
%E0%A6%AC%E0%A6%B0> মাসের ৫ <https://
bn.wikipedia.org/wiki/
%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D
%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D
%E0%A6%AC%E0%A6%B0_%E0%A7%AB>
তারিখ আন্তর্জাতিক শকুন সচেতনতা
দিবস <https://bn.wikipedia.org/w/index.php?
title=%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D
%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF
%E0%A6%95_
%E0%A6%B6%E0%A6%95%E0%A7%81%E0%A6%A8_
%E0%A6%B8%E0%A6%9A
%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE_
%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC
%E0%A6%B8&action=edit&redlink=1> পালিত হয়ে থাকে।

Sunday, August 23, 2015

on

পবিপ্রবিতে ছাত্রমৈত্রীর কমিটি গঠন!


পবিপ্রবিতে বাংলাদেশ ছাত্রমৈত্রীর আহবায়ক কমিটি ঘোষণা।

"মেহনতি জনতার সাথে একাত্ম হও" এই স্লোগান কে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহিঃস্ত ক্যাম্পাস 'এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন' অনুষদে আবার নতুন করে যাত্রা শুরু হচ্ছে "বাংলাদেশ ছাত্রমৈত্রীর"।
গত ১৮-ই আগষ্ট আবার নব উদ্যোমে যাত্রা শুরু হল বাংলাদেশ ছাত্রমৈত্রীর।
ঐদিন বিকাল ৫:৩০ ঘটিকায় শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় বিকল্প সদস্য কমরেড বজলুর রহমান স্যার,বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল মহানগরীর সভাপতি শামিল শাহরোখ তমাল,বি এম কলেজ,কৃষি ইনস্টিটিউট ও বাবুগঞ্জ উপজেলা ছাত্রমৈত্রীর বিপ্লবী নেতৃবৃন্দ সহ বাংলাদেশ ওয়ার্কাস পার্টি,যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সূত্রে জানা যায়-
বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্র নাহিদ হাসান কে আহবায়ক ও আব্দুল্লাহ আল মামুন এবং আহসান আকিব নামের অপর ছাত্রনেতা কে যুগ্ন আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সহ সভাপতি শামিল শাহরোখ তমাল।
উল্লেখ্য, অনুষ্ঠানের বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ ছাত্রমৈত্রীর নীতি আদর্শ ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
এবং নব গঠিত কমিটির স্বার্থে কেন্দ্রীয় ভাবে যেকোনো সাহায্য ও সহযোগীতা করার দৃঢ় মনোভাব ব্যক্ত করেন।

সভা শেষে ছাত্রমৈত্রীর নেতা কর্মীরা সন্ধ্যায় নানা বিপ্লবী স্লোগানে মিছিল বের করেন এবং মিছিল টি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে অনুষদীয় প্রধান ফটকে এসে সমাপ্ত হয়।

Wednesday, August 12, 2015

on

বশেমুরবিপ্রবি'তে "কালো ব্যাচ ধারণ ও শোক র‍্যালি অনুষ্ঠিত


বশেমুরবিপ্রবিতে "কালো ব্যাচ ধারণ ও
শোক র্যালী" অনুষ্ঠিত
বশেমুরবিপ্রবি প্রতিবেদক,
গোপালগঞ্জঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
(বশেমুরবিপ্রবি) আজ সকালে জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪০
তম আসন্ন শোক দিবস উপলক্ষে "কালো
ব্যাচ ধারণ ও শোক র্যালী" অনুষ্ঠিত
হয়েছে। শোক র্যালী বুধবার সকাল
১১:০০ টায় প্রশাসনিক ভবনের সামনে
থেকে আরম্ভ হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ
সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে প্রশাসনিক
ভবনের সামনে এসে শেষ হয়। র্যালীতে
উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি'র
মাননীয় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার
নাসির উদ্দিন, বিলওয়াবস-এর পরিচালক
প্রফেসর শহিদুল ইসলাম। উপাচার্য
প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন
সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য
রাখেন এবং জাতির পিতার আদর্শ ও
বাংলাদেশ গঠনে বিশেষ অবদানের
কথা তুলে ধরেন। র্যালীতে অত্র
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক,
ডীন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট,
কর্মকর্তা, কর্মচারীরা ও স্থানীয় ও
জাতীয় মিডিয়ার সাংবাদিকবৃন্দ
উপস্থিত ছিলেন।

Tuesday, August 11, 2015

on

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরিক্ষায় পাস নম্বর কমছে!


মেডিকেল এবং ডেন্টাল ভর্তি
পরীক্ষায় পাস নম্বর কমছে;

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি
পরীক্ষায় পাস নম্বর কমছে। ১০০ নম্বরের
ভর্তি পরীক্ষায় ৪০ নম্বর পাওয়ার
বাধ্যবাধকতা শিথিলের নীতিগত
সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার
ফলাফল বিপর্যয় বিবেচনা ও
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল
কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)
এর পাস নম্বর কমানোর আবেদনের
পরিপ্রেক্ষিতে পাস নম্বর
পুনঃনির্ধারণ করার জোর
চিন্তাভাবনা চলছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে
অনুষ্ঠিতব্য এক জরুরী সভায় এ সম্পর্কে
চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়,স্বাস্থ্য অধিদফতর,
বিপিএমসিএ ও বাংলাদেশ
মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল
(বিপিএমসিএ) এর একাধিক
দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত
করেছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক
(চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন)
অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নানের
কাছে জানতে চাইলে তিনি
জানান, বিপিএমসিএ সভাপতি
মোয়াজ্জেম হোসেন আসন্ন ভর্তি
পরীক্ষায় মেডিকেলে ১২০ ও ডেন্টাল
কলেজে ১১০ পাস নম্বর করার অনুরোধ
জানিয়ে স্বাস্থ্য মহাপরিচালকের
কাছে চিঠি দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে মেডিকেল ও
ডেন্টাল কলেজে ভর্তি সংক্রান্ত এক
বৈঠক ডেকেছেন। প্রাথমিকভাবে
আগামি ১৮ সেপ্টেম্বর সরকারি
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল
কলেজে ভর্তি পরীক্ষার প্রাথমিক
দিনক্ষণ নির্ধারণ করা হয়।
বৃহস্পতিবারের বৈঠকে দিনক্ষণ
চুড়ান্তভাবে ঘোষণা করা হবে।
ভর্তি পরীক্ষায় পাস নম্বর কমছে নাকি
আগের মতো থাকছে এ ব্যাপারে ডা.
হান্নানের কাছে জানতে চাইলে
তিনি কিছু জানাতে অপারগতা
প্রকাশ করেন এবং বলেন, বৃহস্পতিবারের
বৈঠক পর্যন্ত অপেক্ষা করুন, জানতে
পারবেন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে
গত বছরের ভর্তি পরীক্ষায় ৬৮
হাজারেরও বেশি শিক্ষার্থী ভর্তির
আবেদন করেছিল। তাদের মধ্যে ৬৬
হাজার ৯শ ৮৭ জন অংশগ্রহণ করে। মোট
২২ হাজার ৫শ ৫৯ জন পরীক্ষার্থী পাস
নম্বর ৪০ পায়।
বিপিএমসিএ’র সভাপতি
ডা.মোয়াজ্জেম হোসেন মঙ্গলবার
সকালে জানান,প্রাইভেট মেডিকেল
বা ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে
পরীক্ষার ফলাফলের পাশাপাশি
ভর্তিচ্ছুক শিক্ষার্থী বা তার
পরিবারের আর্থিক ক্ষমতা একটি অন্যতম
গুরত্বপূর্ণ বিবেচ্য বিষয়। স্বাস্থ্য
মন্ত্রণালয় গত বছর থেকে ১০০ নম্বরের
ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০ নির্ধারণ
করে দেয়ায় বেসরকারি বহু মেডিকেল
ও ডেন্টাল কলেজের আসন শূন্য ছিল।
বৃহস্পতিবারের সভায় তারা এ
সংক্রান্ত তথ্যউপাত্ত উত্থাপন করবেন।
তিনি বলেন, চলতি বছর এইচএসসির
ফলাফলে বিপর্যয় ঘটেছে। গত বছরের
তুলনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর
সংখ্যা প্রায় ২৫ হাজার কমে গেছে। এ
অবস্থায় মেডিকেল ও ডেন্টাল
কলেজে ভর্তি পরীক্ষায় পাস নম্বর
কমানো না হলে ভর্তির জন্য
শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবেনা।
তিনি জানান, গত বছর বেসরকারি ১৮
ডেন্টাল কলেজে দেড় সহস্রাধিক
আসনে মাত্র ১৩৮ জন শিক্ষার্থী ভর্তি
হয়েছিল। এক পর্যায়ে শুধুমাত্র প্রাইভেট
ডেন্টাল কলেজে ভর্তির জন্য পাস নম্বর
৪০ থেকে কমিয়ে ৩০ নম্বর করলেও
ডেন্টাল কলেজে শতকরা ৫০ ভাগ আসনও
পূরণ হয়নি। প্রাইভেট সেক্টরকে ধ্বংসের
হাত থেকে রক্ষা করতে হলে ভর্তি
পরীক্ষায় পাস নম্বর ৪০ এর বাধ্যবাধকতা
আবশ্যিকভাবে কমাতে হবে। তারা
মেডিকেল কলেজের জন্য ১২০ ও
ডেন্টাল কলেজের জন্য ১১০ নম্বর
প্রস্তাব করেছেন।
উল্লেখ্য মেডিকেল কলেজে ভর্তির
ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায়
প্রাপ্ত মোট নম্বর মিলিয়ে (এসএসসির
শতকরা ৪০ ও এইচএসসির ৬০) ধরে মোট ১০০
নম্বর ও ভর্তি পরীক্ষার ১০০ নম্বরসহ মোট
২০০ নম্বরের ওপর ফলাফল ঘোষণা করা হয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে চলতি
বছর এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়
ও গত বছর আসন শূন্য থাকার বিষয়টি
সম্পর্কে অবহিত হয়ে স্বাস্থ্যমন্ত্রী
ইতোমধ্যেই স্বাস্থ্যবিভাগের
কর্মকর্তাদের ভর্তি পরীক্ষার পাস নম্বর
কমানোর বিষয়টি বিবেচনা করা যায়
কিনা তা নিয়ে চিন্তাভাবনা
করতে বলেছেন।
সূত্র জানায়, সুনির্দিষ্টভাবে বলা সম্ভব
না হলেও সরকারি বেসরকারি উভয়
মেডিকেল ও ডেন্টাল কলেজের জন্য
১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর
শেষ পর্যন্ত ৩০ করা হতে পারে।

Sunday, August 9, 2015

on

বশেমুরবিপ্রবি'তে "জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক সম্পর্ক "শীর্ষক সেমিনার

বশেমুরবিপ্রবিতে “জলবায়ু পরিবর্তন ও
আন্তর্জাতিক সম্পর্ক” শীর্ষক সেমিনার
বশেমুরবিপ্রবি প্রতিনিধি : শনিবার
সকাল ১০ টায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)
“জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক সম্পর্ক”
শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত
হয়েছে। সেমিনারে মূল বক্তব্য
উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার জেউ
ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের
এনভায়রনমেন্টাল সমাজবিজ্ঞানের
এমিরিটাস প্রফেসর দাই-ইয়েন জেং।
বশেমুরবিপ্রবি সমাজবিজ্ঞান বিভাগ
কতৃক আয়োজিত এই সেমিনারে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ
খোন্দকার নাসিরউদ্দিন। এছাড়াও
সেমিনারে উপস্থিত ছিলেন প্রোক্টর
মোছা হালিমা খাতুন, সমাজবিজ্ঞান
বিভাগের শিক্ষক-শিক্ষার্থী,
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জাতীয়
গণমাধ্যমের গোপালগঞ্জ জেলা
প্রতিনিধি ও বশেমুরবিপ্রবি
প্রতিনিধিরা।

Friday, August 7, 2015

on

বশেমুরবিপ্রবি শিক্ষার্থী আসিফের হাত ধরে দেশের প্রথম অ্যানিমেশন মুভির যাত্রা শুরু!


বশেমুরবিপ্রবি শিক্ষার্থী আসিফের
হাত ধরে দেশে প্রথম অ্যানিমেশন
মুভির যাত্রা শুরু
বশেমুরবিপ্রবি প্রতিবেদকঃ সারা
বিশ্বে অ্যানিমেশন মুভির জনপ্রিয়তা
গগণ চুম্বি। উন্নত বিশ্বের সাথে তাল
মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ
এগিয়ে যাচ্ছে তরুণ প্রজন্মের হাত ধরে।
আর এই অগ্রগামীতায় নিরলসভাবে
কাজ করে যাচ্ছে আমাদের নতুন
প্রজন্মের কিছু উদ্যমী তরুণ-তরুণী।
এমনই একজন তরুণ উদ্যমী শিক্ষার্থী মোঃ
আসিফুর রহমান আসিফ। আসিফ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)কম্পি­
উটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের
তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সম্পূর্ণ
বাংলা ভাষায় একটি স্বল্পদৈর্ঘ্য
এনিমেশন মুভি বানাচ্ছেন।
অ্যানিমেশন মুভিটির নাম “স্বার্থপর”।
গল্প লেখা থেকে শুরু করে পরিচালনা
ও নায়কের ভুমিকায় অভিনয় করা
ইত্ত্যাদি সমস্ত অবদানই আসিফের
একার।
“সিএসই” বিভাগে ভর্তি হবার পর
থেকেই তার স্বপ্ন ছিল অ্যানিমিশনের
উপর কাজ করার। তবে অ্যানিমিশনের
উপর কাজ করার জন্য নেই তার উন্নত
প্রযুক্তির কোন কম্পিউটার বা অন্যান্য
সহায়ক যন্ত্রাংশ । তবু থেমে থাকেনি
আসিফের স্বপ্ন যাত্রা। নিজের যা
ছিল তা দিয়েই শেষ করেছে
“স্বার্থপর”-এর কাজ।ইতোমধ্যে তিনি
তার ছবির ট্রেইলারও বের করেছেন।
সবকিছু ঠিক থাকলে ফেরারি বালক
আসিফ পরিচালিত ও অভিনীত দেশের
প্রথম এনিমেশন মুভি “স্বার্থপর” মুক্তি
পাবে চলতি বছরের শেষের দিকে। এই
সিনেমাটির পাশাপাশি তিনি বেশ
কয়েকটি বিজ্ঞাপণ ও কার্টুন তৈরির
কাজ করছেন।
আসিফ তার কাজের মাধ্যমে
ক্যাম্পাসে জনপ্রিয় হয়ে উঠেছে।
সবাই তাকে “ফেরারি” নামে ডাকে।
আসিফের তার কাজের মাধ্যমে তার
বিশ্ববিদ্যালয় ও তার মাতৃভূমিকে
বিশ্বের মাঝে তুলে ধরতে চায়।
আসিফের ফেসবুক আইডি -
www.facebook.com/feeraribalokasif
স্বার্থপর মুভির একটি গান - https://­
www.youtube.com/watch?v=rZH9X1ncZ_I
on

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে নোবিপ্রবি'তে স্বরণ সভা।


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম
মহাপ্রয়াণ দিবস উপলক্ষে
নোবিপ্রবিতে স্বরণ সভা ।।
নোবিপ্রবি প্রতিনিধিঃ তরিকুল
শাওন
২২শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ
ঠাকুরের ৭৪তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে
আজ ২৩শে শ্রাবণ বিকাল ৪ ঘটিকার সময়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ
মিনারে “প্রতিধ্বনি” কর্তৃক এক স্বরণ-
সভার আয়োজন করা হয়। উক্ত স্বরণ স্বভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সংগঠনটির সভাপতি আরিফ
ইশতিয়াক সাইম,বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি
ব্লাড ডোনেটিং সোসাইটির
প্রতিষ্টাতা আহসান হাসিব।এছাড়াও
সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ সহ উপস্থিত
ছিলেন সংস্কৃতিমনা সাধারণ
শিক্ষারর্থীরা। অনুষ্ঠানের শুরুতে
রবীন্দ্রনাথ স্বরনে অলোচনা পর্বে
বক্তব্য রাখেন সংগঠনটির
সভাপতি,সাধারণ সম্পাদক সহ আমন্ত্রিত
অতিথিবৃন্দ।এসময় বক্তারা
সাহিত্যাঙ্গনে রবীন্দ্রনাথের অমর
কীর্তির কথা তুলে ধরেন এবং সকলকে
রবীন্দ্র চর্চায় মনোনিবেশ করতে
গুরুত্বারুপ করেন।শেষ বিকেলে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
অনবদ্য রবীন্দ্র সংঙ্গীত পরিবেশনের
মাধ্যমে শেষ হয় আজকের স্বরন-সভা।।
on

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন চবি'র ভিসি,জানুয়ারিতে হতে পারে সুবর্ণ জয়ন্তী!


প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষা্ৎ করলেন চবি উপাচার্য
জানুয়ারীতে হতে পারে চবির সুবর্ণ জয়ন্তী



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু তনয়া গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত বুধবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।
উপাচার্য প্রথমে প্রধানমন্ত্রীর সাথে একান্ত সৌজন্য সাক্ষাতে আন্তরিকতাপূর্ণ পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা,উচ্চ শিক্ষা,গবেষণা,শিক্ষা ও শিক্ষার্থীদের সমস্যা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি,ক্যাম্পাসে তথ্য-প্রযুক্তির সুবিধা স¤প্রসারণ,সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ,খেলাধুলা-শরীরচর্চা,শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিবেশ সৃষ্টি,প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে ইতোমধ্যে তাঁর গৃহিত পদক্ষেপসমূহ মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
পরে উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে মহান মুক্তিযুদ্ধের নির্ভীক চেতনায় উজ্জীবিত একটি বিশ্বমানের ক্যাম্পাসে রূপান্তর করার দৃঢ় প্রত্যয়ের কথা মাননীয় প্রধানমন্ত্রীকে জানান এবং তা বাস্তবায়নের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় উপাচার্যের বিশ্ববিদ্যালয় পরিচালনায় বিভিন্ন কার্যক্রমের ভবিষ্যত পরিকল্পনার কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনে সন্তোষ প্রকাশ করেন এবং পরিকল্পনাসমূহ বাস্তবায়নে সদয় দিকনির্দেশনা প্রদান করেন। উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আগামী জানুয়ারীতে উদ্যাপনের বিষয়ে মাননীয় প্রধনমন্ত্রীর দিকনির্দেশনা ও উৎসবে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় উপস্থিতি কামনা করলে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত উৎসাহ ও আগ্রহ চিত্তে বিষয়টি নিশ্চিত করেন

Thursday, August 6, 2015

on

দেখে নিন সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধের তারিখ!!


General Universities:


  • Dhaka University: 9, 10, 16, 17, 30 October and

6 November

  • Jagannath University: The day later on Dhaka

University

  • Jahangirnagar University, Savar, Dhaka: From

October 25 to November 5

  • Rajshahi University: November 9 to 12
  • Chittagong University: From 1 to 9 November
  • Islamic University, Kustiya: From 15 to 19

November

  • Jatiya Kabi Kazi Nazrul Islam University: From

9 to 12 November

  • Barisal University: November 27 and 28
  • Begum Rokeya University, Rangpur: 4, 5 and 6

December

  • Khulna University: 11 and 12 December
  • Bangladesh University of Professionals: 23, 24,

30 and 31 October


  • Comilla University: 4 and 5 December

National University: October 1

Engineering Universities:

Bangladesh University of Engineering and
Technology: 10 or 17 October

Chittagong University of Engineering and
Technology: October 31

Rajshahi University of Engineering and
Technology: November 14

Khulna University of Engineering and
Technology: November 6

Bangladesh Textile University, Tejgaon, Dhaka:
20 or 27 November

Agriculture Universities:

Bangabandhu Sheikh Mujibur Rahman
Agricultural University: 14 November

Bangladesh Agricultural University: 5 December

Sher-E-Bangla Agricultural University: 18
December

Sylhet Agricultural University: November 28

Chittagong Veterinary and Animal Sciences
University: November 7

Science and Technology Universities:

Pabna University of Science and Technology:
November 13

Hajee Mohammad Danesh Science and
Technology University: 30 November and from
1 to 3 December

Shahjalal University of Science and
Technology: 14 November

Jessore Science and Technology University: 20
and 21 November

Mawlana Bhashani Science and Technology
University: 27 and 28 November

Patuakhali Science and Technology University:
13 and 14 December

Noakhali Science and Technology University:

  • 20 and 21 November.

Wednesday, August 5, 2015

on

চবি'র শাটল ট্রেনে আগুন!!!


চবির শাটল ট্রেনে আগুন
চবির শাটল ট্রেনের ইন্জিনে ষোল শহর
স্টেশনে ২টা ১৫ মিনিটে পৌঁছানের
সাথে সাখে আগুন লেগে যায়।
আগুন নিভাতে ফায়ার সার্ভিসের
ইউনিট কাজ করেছে। এখন পর্যন্ত কোন
হতাহতের খবর পাওয়া যায় নি।
on

২ ডিসেম্বর হতে পারে চবি'র ৫ম সমাবর্তন

য়
২ ডিসেম্বর হতে পারে চবির পঞ্চম
সমাবর্তন
শিবা চৌধুরী,চবি প্রতিনিধি
আগামী ডিসেম্বরে চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন
করার চিন্তা করছে বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ। ২ ডিসেম্বর সম্ভাব্য তরিখও
নির্ধারণ করেছে কতৃপক্ষ। মঙ্গলবার
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার
উদ্দিন চৌধুরী বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে এ কথা
জানান।
উপাচার্য জানান, গত রোববার
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি
মো. আবদুল হামিদের সাথে
সাক্ষাতকালে তিনি সমাবর্তনে
উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।
“রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এবং
দেশের রাজনৈতিক অবস্থাসহ সবকিছু
ঠিক থাকলে ২ ডিসেম্বর
বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন
অনুষ্ঠিত হবে।”
১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার
পর গত পাঁচ দশকে একটি বিশেষ
সমাবর্তনসহ চারবার সমাবর্তন অনুষ্ঠিত
হয়েছে। সর্বশেষ ২০০৮ সালের ৫ নভেম্বর
চবিতে চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়। সে
সময় তখনকার রাষ্ট্রপতি অধ্যাপক ড.
ইয়াজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
চবির ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ
ইউসুফ  জানান, ১৯৮১ সালে
বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত
হয়। সেটি ‘বিশেষ’ সমাবর্তন ছিল
উল্লেখ করে তিনি জানান, ওই
সমাবর্তনে ড. আবদুস সালামকে ডক্টরেট
ডিগ্রি ও বিশেষ সম্মাননা দেওয়া হয়।
এরপর ১৯৯৪, ১৯৯৯ ও ২০০৮ সালে তিনটি
সমাবর্তন অনুষ্ঠিত হয় বলে জানান
তিনি।
বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য
অনুযায়ী, ১৯৯৪ সালের সমাবর্তনে
বিশ্ববিদ্যালয় থেকে স্মাতক ও
স্মাতকোত্তর ডিগ্রী অর্জনকারী এক
হাজার ২০০ শিক্ষার্থীর হাতে সনদ
তুলে দেন তৎকালীন প্রধানমন্ত্রী
খালেদা জিয়া। এরপর, ১৯৯৯ সালে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২০০৮
সালে তখনকার রাষ্ট্রপতি অধ্যাপক
ইয়াজউদ্দিন আহমেদ যথাক্রমে এক
হাজার ৫০০ ও ৮০০ জন করে শিক্ষার্থীর
হাতে সনদ তুলে দেন। এদিকে ২০১২
সালে মালয়েশিয়ার সাবেক
রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের
সম্মানে ‘বিশেষ’ সমাবর্তন করার জন্য
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রস্তুতি গ্রহণ
করলেও পরবর্তীতে তা আর অনুষ্ঠিত
হয়নি।
on

বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান শুরু


বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ
অভিযান শুরু
বশেমুরবিপ্রবি প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
(বশেমুরবিপ্রবি) প্রতিষ্ঠিত হয়েছে ৫৫
একর জলাভূমির উপর বালু ভরাট করে। তাই
এখানে বনায়ন সৃষ্টি অত্যান্ত কষ্টসাধ্য
ব্যাপার ছিল, যার ফলে বিশ্ববিদ্যালয়
চালুর সাত বছরেও ক্যাম্পাসে বনায়ন
সৃষ্টি সম্ভব হয়নি। বর্তমান উপাচার্য
প্রফেসর ডঃ খোন্দকার নাসিরউদ্দিন
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বনায়ন সৃষ্টির
লক্ষে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছেন।
তিনি এটিকে একটি চ্যালেঞ্জ
হিসাবে গ্রহণ করেছেন। বাংলাদেশ
কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য
হিসাবে যোগদানের পর শিক্ষক ও
শিক্ষার্থীদের আশ্বস্ত করেছিলেন
বিশ্ববিদ্যালয়ে বনায়ন সৃষ্টির ব্যাপারে।
বৃক্ষরোপণ ও ল্যান্ডস্কেপিং দপ্তরের
সভাপতি প্রফেসর ডঃ মোঃ শাহজাহান
বলেন, “ক্যাম্পাসে বনায়ন সৃষ্টি একটি
চলমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে”।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের
অভ্যন্তরীণ সড়কগুলোর দুই পাশে ফলদ বৃক্ষ,
ঔষধি গাছ ও বিভিন্ন প্রজাতির ফুল গাছ
লাগানো হয়েছে এবং বিপুল পরিমাণ
গাছ ক্রয় করে সংরক্ষণ করা হয়েছে যা
অতি অল্প সময়ের মধ্যে স্থান নির্বাচন
করে লাগানো হবে।

Tuesday, August 4, 2015

on

নোবিপ্রবি'তে "জাতীয় মৎস সপ্তাহ-২০১৫" পালিত।


নোবিপ্রবি’তে “জাতীয় মৎস সাপ্তাহ-
২০১৫”পালিত।।
নোবিপ্রবি প্রতিনিধি : তরিকুল শাওন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে “ফিশারিজ এন্ড
মেরিন সাইন্স” বিভাগের উদ্দ্যোগে
জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৫ পালন করা
হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ... “সাগর
নদী সকল জলে
মাছ চাষে সোনা ফলে”
জাতীয় মৎস সাপ্তাহ-২০১৫ ” উপলক্ষে
আজ বেলা ১১:৪৫মিনিটের সময়
“ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স”
বিভাগের চেয়ারম্যান ড. মো:
জাহাঙ্গীর সরকারের নেতৃত্ব্যে
বিশ্ববিদ্যালয়ের ‘একাডেমিক ভবন-১’
এর সামনে থেকে একটি র্যা লি বের
করা হয়,র্যা লিটি বিশ্ববিদ্যালয়ের
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক
ভবনের সামনে এসে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয়
উপাচার্য ড. এম অহিদুজ্জামান,বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-
উপাচার্য ড. মো: আবুল হোসেন এবং
রেজিষ্টার প্রফেসর মো: মমিনুল হক।
এতে আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
র্যা লি শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন
পুকুরে উপাচার্য মহোদয় বিভিন্ন
প্রজাতির দেশি ও বিদেশি মাছের
পোনা অবমুক্ত করেন।।
on

"প্রতিধ্বনি'র নতুন কমিটি গঠন!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ
*প্রতিধ্বনির** নতুন কমিটি গঠন*
নোবিপ্রবি প্রতিনিধিঃ তরিকুল
শাওন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন ও
জনপ্রিয়
সাংস্কৃতিক সংগঠন *“**প্রতিধ্বনি*”
প্রতিষ্ঠা লগ্নে আর্থাৎ
২০১০খ্রিষ্টাব্দে
বিভিন্ন সাংস্কৃতিক কর্ম-কান্ডের
মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করলেও
অজানা কোন
এক কারনে কিছুদিনের মধ্যেই থেমে
যায় এর পথচলা। দীর্ঘ পাঁচ বছর অযত্নে-
অবহেলায়
থেমে থাকার পর একদল সংস্কৃতিমনা
তরুন যুবার হাতধরে আবারো পথচলতে শুরু
করল “
*প্রতিধ্বনি*”। এবার আর থেমে থাকার
জন্য নয় নোবিপ্রবির সাংস্কৃতিক
অঙ্গনকে বহু
থেকে বহুদূর নিয়ে যাবার প্রয়াসে এর
নতুন পথচলা। ভবিষ্যৎ পথচলার প্রথম
পদক্ষেপ
হিসেবে সকল সদস্যের উপস্থিতিতে
মাইক্রোবায়োলজি বিভাগের “আরিফ
ইশতিয়াক সাইম”কে
সভাপতি করে আজ বিকাল ৩ঘটিকার
সময় ১৫ সদস্যের এক চূড়ান্ত কমিটি
ঘোষনা করা হয়...
কমিটির কার্যনির্বাহী পরিষদঃ
সভাপতিঃ আরিফ ইশতিয়াক সাইম
সহসভাপতিঃ সাদ্দাম হোসেন,জয়
মিত্র,নিরুপম ভৌমিক
সাধারণ সম্পাদকঃ মোবারক হোসেন
রঞ্জু
যুগ্ম-সম্পাদকঃ শোভন মাহমুদ
তথ্যবিষয়ক সম্পাদকঃ আহমাদ শিমুল
সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ জাকিয়া
জাকি,রাইয়ান রিমু
উন্নয়ন বিষয়ক সম্পাদকঃ ধ্রুব লাল
সাউ,আব্দুল্লাহ শাহরিয়ার প্রিন্স
প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ মাহফুজা
আক্তার বীনা
on

চবি'র ৪ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে রাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন!


চবির ৪ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার
করেছে রাপিড এ্যাকশান বেটেলিয়ান
শিবা চৌধুরী,চবি প্রতিনিধি
চট্টগ্রামে ‘আন্ডার ওয়ার্ল্ডের’ লোক
পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে
মোবাইল ফোনে চাঁদা দাবি করার
অভিযোগে গ্রেফতার হওয়া ৪ জনই
“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা
ছাত্রলীগের ‘বগিভিত্তিক’ সংগঠন
‘এপিটাফ’র সক্রিয় সদস্য”।
চবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার
নগরীর মুরাদপুর থেকে র্যাবের হাতে
গ্রেফতার হওয়া চারজন চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি এন্ড
এনভায়ারমেন্টাল সায়েন্স বিভাগের
ছাত্র।
তারা মাস্টার দ্যা সূর্যসেন হলের ২০২, ২১১,
২১২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। এরা
চসিক মেয়র আ জ ম নাছিরের অনুসারী
হিসেবে পরিচিত চবি ছাত্রলীগের
‘বগিভিত্তিক’ সংগঠন ‘এপিটাফ’ এর সক্রিয়
সদস্য।
তাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে
ইতিপূর্বে দেখা গেছে। গত ২৮ এপ্রিল
অনুষ্ঠিত বিতর্কিত সিটি করপোরেশন
নির্বাচনে আ
জ ম নাছিরের পক্ষে নির্বাচনী প্রচারণায়
অংশ নিতে দেখা গেছে এই চারজনকে।
এ প্রসঙ্গে জানতে চাইলে চবি
ছাত্রলীগের
সভাপতি মোঃ আলমগীর টিপু বলেন,
গ্রেফতারকৃতরা
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত
কিনা তা তার জানা নেই। বিষয়টি তিনি
খতিয়ে দেখছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধের কোন ব্যবস্থা
নেয়া হবে কিনা এ ব্যাপারে জানতে
চাইলে চবির প্রক্টর আজগর আলী চৌধুরী
শীর্ষ বলেন, এ বিষয়ে এখনও আমরা
কোন অভিযোগ পাইনি। প্রশাসনের পক্ষ
হতে আমাদেরকে কোন কিছু জানানো
হয়নি। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে
ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর
মুরাদপুর হোটেল জামানের সামনে
থেকে চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছ
থেকে
‘আন্ডার ওয়ার্ল্ডের’ সদস্য পরিচয়ে
চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি এন্ড
এনভায়ারমেন্টাল সায়েন্স বিভাগের
ছাত্র পলাশ সরকার (২১), দেবাশীষ সরকার
(২১), আলিউজ্জামান খান পিয়াস (২১) ও
সাজ্জাদ আনাম (২০) কে গ্রেফতার করা
হয়।

Monday, August 3, 2015

on

পরিবর্তন আসছে রুয়েট ভর্তি পরিক্ষায়!


রাজশাহী
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
(রুয়েট) প্রথম বর্ষ স্নাতক শ্রেণির
ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন
আনা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রুয়েটের
জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়।
এতে জানানো হয়, রুয়েটের
একাডেমিক কাউন্সিলের সভায়
ভর্তি পরীক্ষা পদ্ধতি পরিবর্তন
সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন
২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক
শ্রেণিতে ভর্তি পরীক্ষা ১০০%
(শতভাগ) লিখিত পদ্ধতিতে হবে।
ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকবে মোট
৩৫টি, যার সবগুলোর উত্তর লিখে
দিতে হবে। আর দুই ঘণ্টার এ পরীক্ষা
হবে মোট ৩৫০ নম্বরের।
এছাড়া আর্কিটেকচার বিভাগে
ভর্তিচ্ছুদের উপরোক্ত পরীক্ষা
ছাড়াও মুক্তহস্তে অংকন পরীক্ষা
দিতে হবে। এক ঘণ্টার এ পরীক্ষা
হবে ১০০ নম্বরের।
রুয়েটে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে
স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার
সময়সূচি শিগগিরই রুয়েটের
ওয়েবসাইটে (http://www.ruet.ac.bd/)
প্রকাশ করা হবে বলেও এ
বিজ্ঞপ্তিতে জানানো হয়।
on

চবি'র বাজেটে ভিসি-প্রোভিসি'র আপ্যায়ন সাড়ে ১১ লাখ হলেও গবেষণার জন্য ১০ লাখ টাকা মাত্র!


চবির বাজেটে ভিসি-প্রোভিসির
আপ্যায়ন সাড়ে ১১ লাখ টাকা হলেও
গবেষণায় ১০ লাখ
শিবা চৌধুরী,চবি প্রতিনিধি
২৫ হাজার শিক্ষক-শিক্ষার্থীর
গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে
১০ লাখ টাকা। সেই হিসাবে
গবেষণার জন্য মাথাপিছু বরাদ্দ ৪০
টাকা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়
ভিসি ও প্রোভিসির বার্ষিক
আপ্যায়ন ব্যয় হিসাবে বরাদ্দ রাখা
হয়েছে সাড়ে ১১ লাখ টাকা। শুক্রবার
বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)
সিনেটের ২৭তম বার্ষিক অধিবেশনে
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এ বরাদ্দ
দেয়া হয়। এদিকে ২০১৫-১৬ অর্থবছরে
বিশ্ববিদ্যালয়ের ২১৬ কোটি ৬৬ লাখ
টাকার চাহিদার বিপরীতে ১৭৫
কোটি ৬০ লাখ টাকার বরাদ্দ দেয়
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
(ইউজিসি)।
চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি
ও বন ও পরিবেশবিদ্যা বিভাগের
অধ্যাপক ড. কামাল হোসাইন আলোকিত
বাংলাদেশকে বলেন, ২৫ হাজার
শিক্ষক-শিক্ষার্থীর জন্য যদি ১০ লাখ
টাকা গবেষণা বরাদ্দ রাখা হয় তাহলে
মাথাপিছু বরাদ্দ দাঁড়ায় মাত্র ৪০
টাকা। বিশ্ববিদ্যালয় একটি গবেষণার
জায়গা। কর্তা ব্যক্তিদের আপ্যায়ন ব্যয়
যদি গবেষণা বরাদ্দের চেয়ে বেশি হয়
তাহলে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেই
অনুৎসাহিত করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,
২০১৫-১৬ অর্থবছরের জন্য ইউজিসির
কাছে ২১৬ কোটি ৬৬ লাখ টাকার
চাহিদা বাজেট প্রদান করা হয়। এর
বিপরীতে ইউজিসি ১৭৫ কোটি ৬০
লাখ টাকার বাজেট বরাদ্দ দেয়।
যেখানে চাহিদা ও বরাদ্দের মধ্যে
পার্থক্য হলো ৪০ কোটি ১০ লাখ টাকা।
সিন্ডিকেট ও ফিন্যান্স সভায়
ইউজিসি থেকে প্রাপ্ত মোট টাকাকে
বিভিন্ন খাতে বরাদ্দ দেয়া হয়। কিন্তু
২৪ হাজার শিক্ষক-শিক্ষার্থীর
গবেষণা খাতে বিশ্ববিদ্যালয় ৩৫ লাখ
টাকা চাহিদার বিপরীতে ইউজিসি
বরাদ্দ দিয়েছে মাত্র ১০ লাখ টাকা।
অথচ ভিসি ও প্রোভিসির আপ্যায়ন
ব্যয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে সাড়ে
১১ লাখ টাকা। অন্যান্য উল্লেখযোগ্য
খাতের বরাদ্দ হচ্ছে শিক্ষক-কর্মকর্তা ও
কর্মচারীদের বেতন খাতে ১১৫ কোটি
৬০ লাখ টাকা, পেনশন খাতে ২৮
কোটি, সাধারণ আনুষঙ্গিক খাতে ১৪
কোটি ৮৭ লাখ, শিক্ষা খাতে ১১
কোটি ৬৯ লাখ, মেরামত, সংরক্ষণ ও
পুনর্বাসন খাতে ২ কোটি ১৭ লাখ
টাকা।
on

ঢাকাগামী ফারহান-৬ লঞ্চের তলা ফাটল আতংকে নামতে গিয়ে অর্ধশতাধিক যাত্রী আহত!


ভোলা প্রতিনিধিঃ
ঢাকাগামী ফারহান-৬ লঞ্চের তলা ফাটল
আতংক
নামতে গিয়ে প্রায় অর্ধশত যাত্রী আহত
শরীফ আল-আমীন ॥
ঢাকাগামী ফারহান-৬ লঞ্চ তজুমদ্দিন
ঘাটে তলা ফেটে যাওয়ার আতংক।
তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রায়
অর্ধশত যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে
আনেন।
জানা গেছে, বিকালে ১ হাজার থেকে
১২শ যাত্রী নিয়ে ফারহান-৬ লঞ্চ চরফ্যশন
বেতুয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্য
ছেড়ে আসে। রাত ৯ টার দিকে তজুমদ্দিন
ঘাটের কাছে আসলে অতিরিক্ত যাত্রীর
চাপে লঞ্চটির তলা ফেটে যায় বলে
যাত্রীরা অভিযোগ করে। এসময়
যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
তাড়াহুড়া করে নামতে গিয়ে প্রায় ৫০
জনের বেশি যাত্রী আহত হয় । খবর পেয়ে
থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। চরফ্যাশন
বেতুয়া ঘাটের যাত্রী সোহাগ ও কাউছার
জানান, তজুমদ্দিন ঘাটের কাছাকাছি
আসলে লঞ্চটির তল ফেটে যাওয়ার
সাথে সাথে লঞ্চটি নদীর তীরে
ভেঙ্গে যাওয়া একটি পুকুরের মধ্যে
ঠেকায়। এসময় যাত্রীদের মধ্যে আতংক
ছড়িয়ে পড়ে। রাতেই লঞ্চটি ছেড়ে
যাওয়ার জন্য তাড়াহুড়া করে লঞ্চটির
ফেটে যাওয়া অংশ মেরামত করছে।
লঞ্চের সুপার ভাইজার সোহেল মোবাইল
ফোনে জানান, লঞ্চের তলা ফেটে
যাওয়ার সংবাদ সত্য নয়। নদীতে পানি কম
থাকায় আটকা পড়েছি জোয়ার আসলে
ছেড়ে যাবো। তজুমদ্দিন থানা অফিসার
ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, কতৃপক্ষ
বলছেন লঞ্চটির চেইনে সমস্যা হয়েছে।
মেরামত করে জোয়ার আসলে রাতেই
ছেড়ে যাবে

Sunday, August 2, 2015

on

সিট বানিজ্যের জের ধরে রাবি'তে ছাত্রলীগের মারামারি!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

রাবিতে সিট বাণিজ্যের জেরে
গভীর রাতে ছাত্রলীগের
মারামারি, আহত ৪
সিট বাণিজ্যকে কেন্দ্র করে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ
আমীর আলী হলে ছাত্রলীগের দুই
গ্রুপের নেতাকর্মীদের মধ্যে
মারামারির ঘটনা ঘটেছে। শনিবার
রাত ১টার দিকে সৈয়দ আমীর আলী হল
শাখা ছাত্রলীগের সভাপতি ও
সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে এ
মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় হলের
সামনে রোববার সকাল থেকেই
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা
হয়েছে।
এ ঘটনায় অহতরা হলেন, হল ছাত্রলীগের
সাধারণ সম্পাদক সৈকত হোসাইন
(অর্থনীতি-মাস্টার্স), হাসিবুর রহমান
হাসিব (সমাজকর্ম-চতুর্থ বর্ষ), মাসুদ
(অর্থনীতি- তৃতীয় বষ), আশরাফুল
(বাংলা-প্রথম বর্ষ)। এদিকে মাসুদ
নামের ওই শিক্ষার্থীর মাথায় পিছনে
গুরুতর জখম থাকায় তাকে রাজশহী
মেডিকেল কলেজে পাঠানো হয়েছে
বলে জানান বিশ^বিদ্যালয় চিকিৎসা
কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক।
হলের একাধিক শিক্ষার্থী জানান,
হাসিব নামের শিক্ষার্থীর ইচ্ছাতেই
২০৫ নম্বর কক্ষ থেকে ২১৩ নম্বর কক্ষে
স্থানন্তর করেন হলের সাধারণ সম্পাদক
সৈকত হোসাইন। কিন্তু এ ঘটনায় ক্ষিপ্ত
হয়ে হল ছাত্রলীগের সভাপতি নাজমুল
হাসান সজল ও সাবেক বহিস্কৃত সভাপতি
অস্ত্রধারী শামসুজ্জামান ইমন জোরপূর্বক
ওই শিক্ষার্থীকে ধরে ২০৫ নম্বর কক্ষে
আটকে রেখে নির্যাতন করে।
পরে সাধারণ সম্পাদকসহ অন্যারা
হাসিবকে উদ্ধারের চেষ্টা করলে
সভাপতি সজল ও বহিস্কৃত অস্ত্রধারী
ইমনের নেতৃত্বে লোহার রডসহ দেশীয়
অস্ত্রনিয়ে তাদের উপর হামলা করে।
এসময় বিভিন্ন কক্ষে গিয়ে সাধারণ
সম্পাদকের গ্রুপেরে নেতাকর্মীদের
মারধর করে। এতে সাধারণ সম্পাদক
সৈকত, মাসুদ ও আশরাফুল গুরুতর আহত হয়।
হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত
হোসাইন বলেন, ‘হাসিব নামের
শিক্ষার্থীকে উদ্ধার করতে গেলে
সজল, ইমন, কাহার, বাধনসহ আরো অনেকে
আমাকে ও আমার কর্মীদের মারধর
করে।’
তবে হল ছাত্রলীগ সভাপতি নাজমুল
হাসান সজল বলেন, ‘সৈকত হাসিবকে
জোরপূর্বক মারধরকে ২১৩ নম্বর কক্ষে
নিয়ে যায়। পরে আমরা উদ্ধার করতে
গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।’
সৈয়দ আমীর আলী হলের প্রধ্যক্ষ অধ্যাপক
মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাত
সাড়ে ১২টার পরে পুলিশের ফোন
পেয়ে হলে এসে দুই পক্ষকে শান্ত করি।
আহতদের উদ্ধার করে চিকিৎসার
ব্যবস্থা করা হয়েছে। এখন হলের
পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে
জানান তিনি।
on

একশ আটাইশ বছরের পুরাণো নান্দনিক "জিনের মসজিদ"!!!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

লক্ষ্মীপুরের রায়পুরের ‘জিনের’ মসজিদ!
‘অসংখ্য জিন রাতের আঁধারে
মসজিদটি নির্মাণ করেছে’,
‘নির্মাণের পর কয়েকবছর জিনেরা ওই
মসজিদে ইবাদতও করেছে’, ‘গভীর
রাতে তাদের জিকিরের আওয়াজ
ভেসে আসত’, কিংবা ‘মসজিদটি
তৈরি করা হয়েছে জিনের টাকায়’-
এসব কথিত জনশ্রুতির কারণে একশ’ ২৮
বছরের নান্দনিক স্থাপনার ‘মসজিদ-ই-
জামে আবদুল্লাহ’ বর্তমানে ‘জিনের
মসজিদ’ নামে পরিচিত।
লক্ষ্মীপুরের রায়পুর শহরের দেনায়েতপুর
এলাকায় মসজিদটি ১৮৮৮ সালে ৫৭
শতাংশ জমির ওপর নির্মিত হয়। ১১০ ফুট
দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থের এ মসজিদে
রয়েছে ৩টি গম্বুজ ৪টি মিনার।
মসজিদের তলদেশে ২০ থেকে ২৫ ফুট
নিচে রয়েছে একটি ‘গোপন
ইবাদতখানা’। মসজিদের ভিটার উচ্চতা
প্রায় ১৫ ফুট। ১৩ ধাপ সিঁড়ি ডিঙ্গিয়ে
মসজিদে প্রবেশ করতে হয়। দেয়ালের
প্রস্থ ৮ ফুট। সম্মুখের মিনারের উচ্চতা ২৫
ফুট। মসজিদের সামনে রয়েছে বিশাল
পুকুর। পুকুরের সঙ্গে রয়েছেন আজান
দেওয়ার ২০ ফুট উচ্চতার একটি মিম্বর।
মসজিদের ২০ থেকে ২৫ ফুট তলদেশে
থাকা পাকা গোপন ইবাদতখানার
প্রতিষ্ঠাতা মৌলভী আবদুল্লাহ
সাহেব আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন।
তার মৃত্যুর কয়েকবছর পর ওই কক্ষে পানি
জমে । এ কূপে প্রবেশে মসজিদের দক্ষিণ
পাশে রয়েছে পাকা সিঁড়ি। কূপে
পানি থাকায় দর্শনার্থীদের কৌতুহল
থাকে বেশি। কেউ কেউ রোগশোক
থেকে মুক্তি পেতে ওই পানি পান
করেন।১৮২৮ সালে লক্ষ্মীপুরের রায়পুরে
এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন
করেন মাওলানা আবদুল্লাহ। তিনি
ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়
দীর্ঘ ১৭ বছর পড়াশুনা করেন। বিশ্বের
শীর্ষস্থানীয় ওই ধর্মীয়
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনি উচ্চতর
ইসলামী শিক্ষালাভ করে দেশে
ফিরে নিজ এলাকায় মসজিদ ও শিক্ষা
প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এর
ধারাবাহিকতায় তিনি ভারতের
দিল্লির শাহী জামে মসজিদের হুবহু
নমুনায় ১৮৮৮ সালে এ মসজিদ প্রতিষ্ঠা
করেন। মসজিদের পাশে প্রতিষ্ঠা
করেন একটি কওমি মাদ্রাসা ও
মুসাফিরখানা। মসজিদের স্থাপনার এক
তৃতীয়াংশ নির্মাণ কাজ সম্পন্নের পর
তার মৃত্যু হলে পরবর্তীতে ছেলে
মাওলানা মাহমুদ উল্যা অসমাপ্ত কাজ
সম্পন্ন করেন। বর্তমানে মাদ্রাসাটি
চালু থাকলেও মুসাফিরখানা বন্ধ
রয়েছে। মসজিদটি জ্বীনের মসজিদ
হিসেবে পরিচিত থাকলেও এটি মূলত:
মাওলানা আবদুল্লাহ নির্মাণ করেন
এবং জনশ্রুতিগুলোর কোনও বাস্তব
ভিত্তি নেই বলে জানিয়েছেন
আবদুল্লাহ সাহেবের নাতি শফিক
উল্যা মাহমুদী।
মসজিদ দেখতে আসা ঢাকা
খিলক্ষেতের বাসিন্দা ফরহাদ ও
ইকবাল হোসেন জানান, তিনি
ছোটবেলা থেকে তার বাবামায়ের
কাছে এ জিনের মসজিদের কথা শুনে
আসছেন। কারুকার্যমণ্ডিত এ সুন্দর
স্থাপনা দেখে তিনি মুগ্ধ ও বিস্মিত।
মসজিদের ইমাম লুৎফর রহমান আবু বকর
জানান, মসজিদে ৬টি লাইনে ৮০
থেকে ৮৫ জন করে ৫ শতাধিক মুসলমান
শুক্রবার জুমার নামাজ আদায় করেন।
এতে এলাকার ও দূর-দূরান্তের
নামাজিরা অংশ নেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ
সম্পাদক হাজী আবদুল খালেক জানান,
প্রাচীন ও নান্দনিক এ স্থাপনাটি
জেলার উল্লেখযোগ্য প্রধান স্থাপনার
একটি। সরকারি অনুদান না পাওয়ায়
জেলার ঐতিহ্যবাহী এ মসজিদ
সংস্কার করা যাচ্ছে না। সংস্কারের
অভাবে ১ শ’ ২৮ বছর আগের এ স্থাপনা
নষ্ট হয়ে যাচ্ছে। ইতোমধ্যে একটি
মিনারও নষ্ট হয়ে গেছে।
যোগাযোগ করা হলে উপজেলা
নির্বাহী কর্মকর্তা শারমিন আলম বলেন,
মসজিদটি সংস্কারের জন্য উপজেলা
প্রশাসনের পক্ষে থেকে অনেক সময়
অনেক অনুদান দেওয়া হয়। অনেক বছরের
পুরাতন মসজিদ হওয়ায় ওই অর্থ দিয়ে বড়
সংস্কার সম্ভব হচ্ছে না।
on

শিক্ষা বৃত্তি দিবে সোনালী ব্যাংক!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

দরিদ্র মেধাবী, দরিদ্র
মুক্তিযোদ্ধার মেধাবী পুত্র/
কন্যা এবং প্রতিবন্ধী
শিক্ষার্থীদের বৃত্তি দেবে
সোনালী ব্যাংক লিমিটেড।
শনিবার দৈনিক বাংলাদেশ
প্রতিদিন পত্রিকায় প্রকাশিত
এক বিজ্ঞাপনে এ ঘোষণা
দিয়েছে ব্যাংকটি।
আগ্রহীদের আগামী ৩০ আগস্টের
মধ্যে ব্যাংকের ওয়েবসাইটে
গিয়ে ফরম পুরণ করতে হবে।
বিস্তারিত জানতে এখানে

Saturday, August 1, 2015

on

ক্যাম্পাসে জামাত-শিবির নির্মূলের ঘোষণা দিয়ে চবি ছাত্রলীগের নতুন কমিটির অভিষেক আজ

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

ক্যাম্পাসে জামাত শিবির নির্মূলের
ঘোষনা দিয়ে চবি ছাত্রলীগের নতুন
কমিটির অভিষেক হলো আজ।
শিবা চৌধুরী,চবি প্রতিনিধি।
বাংলাদেশ ছাত্রলীগ,চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির
সংগ্রামী সভাপতি আলমগীর টিপু ভাই
এবং বিপ্লবী সাধারন সম্পাদক ফজলে
রাব্বী সুজন ভাইয়ের দায়িত্ব গ্রহণ এবং
নতুন কমিটি উপলক্ষে বিজয় মিছিল
করেছে চবি ছাত্রলীগ।প্রায়
হাজারখানেক নেতাকর্মী এই আনন্দ
মিছিল নিয়ে প্রথমে বঙ্গবন্ধুর
প্রতিকৃতি, শহীদ মিনার -স্বাধীনতা
স্মৃতি ম্যূরাল,বুদ্ধিজীবী চত্তরে
পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন তাঁরা।
এবং প্রশাসনিক ভবনের সামনে
সমাবেশ করা হয়েছে। সমাবেশ শেষে
মাননীয় উপাচার্য স্যারের সাথে
সৌজন্য সাক্ষাৎ করেছেন নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ চবিকে প্রগতির
প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার
প্রত্যয় ব্যক্ত করেন।এবং একইসাথে
ক্যাম্পাসে জামাত শিবির নির্মূলের
ঘোষনা দিলেন চবি ছাত্রলীগের নতুন
কমিটি।
on

ব্যাকলগের মারপ্যাঁচে আবারো নোবিপ্রবি শিক্ষার্থীরা

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

ব্যাকলগের মারপ্যাঁচে আবারো
নোবিপ্রবি শিক্ষার্থী
নোবিপ্রবি প্রতিনিধি : তরিকুল শাওন
বাংলাদেশের প্রায় প্রতিটি
বিশ্ববিদ্যালয়ে পরিক্ষার
"ইম্প্রুভ সিস্টেম" নামক একটা পদ্ধতি চালু
রয়েছে যাতে করে কোন শিক্ষার্থী
কোন কারনে যদি কোন সেমিস্টারে
কয়েকটি বিষয়ে আশানুরূপ ভাল ফলাফল
করতে না পারে কিংবা ফেল করে তবে
সে তার চার বছরের স্নাতক শিক্ষাবর্ষের
ঐ সেমিস্টারের পরের যে কোন
সেমিস্টারে ঐ বিষয়ের পুনঃপরিক্ষার
মাধ্যমে CGPA বৃদ্ধি করাতে পারে।।
নোবিপ্রবিতেও অনেকটা এইরকম একটা
পদ্ধতি চালু থাকলেও এর হিসেবটা "ইম্প্রুভ
সিস্টেমের" থেকে বেশ জটিল ও কঠিন
বলা যেতে পারে যার নাম "ব্যাকলগ
সিস্টেম"। এই সিস্টেমের নিয়ামাবলী
অনেকটা এই রকম, যদি কোন শিক্ষার্থী
আশানুরূপ ভাল পরিক্ষা দিতে না পারে
কিংবা ফেল করার সম্ভাবনা থাকে তবে
সে তার উত্তরপত্র সম্পূর্ণ কেটে দিয়ে
সেই পরিক্ষা তার স্নাতক কোর্সের যে
কোন সেমিস্টারে দিতে পারবে।। আর
ফেল করার সম্ভাবনা কিংবা ভাল পরিক্ষা
না দেয়া স্বত্ব্যেও যদি কেউ উত্তরপত্র
কেটে না আসে এবং উক্ত পরিক্ষাতে
যদি পাশ করে ফেলে তবে তার CGPA যতই
কম আশুক না কেন সে ঐ পরিক্ষা পুনরায়
দেয়ার মাধ্যমে তার CGPA বাড়াতে
পারবেনা।। এমতাবস্থায় অনেক
শিক্ষার্থীই পাশ করার মত পরিক্ষা দিয়েও
CGPA কম আসার ভয়ে ব্যাকলগ নিতে অর্থাৎ
উত্তরপত্র কেটে আসতে বাধ্য হয়
ফলশ্রুতিতে তা পরবর্তী সেমিস্টার
গুলোতে বাড়তি চাপ সৃষ্টি করে।।।
ব্যাকলগের এই গোলকধাঁধায় যখন
শিক্ষার্থীরা বন্ধি ঠিক তখনই আবারো
কঠিন হতে যাচ্ছে এর নিয়মাবলী,আগামী
সেমিস্টার থেকে কোন শিক্ষার্থী
ব্যাকলগ দিলে পরবর্তীতে পুনঃপরিক্ষায়
যতই ভাল করুক না কেন C গ্রেডের (২.২৫)
বেশি পাবেনা।। এ ব্যাপারে
"ইকোনমিক্স এন্ড পোভার্টি স্টাডিজ"
বিভাগের লেকচারার মোঃ ফরিদ
দেওয়ানের সাথে কথা বলে জানা যায়,
আগষ্টের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের
সিন্ডিকেট অনুষ্টিত হওয়ার কথা এবং
সেখানে সিনিয়র ডিপার্টমেন্ট থেকে
ব্যাকলগের নতুন নিয়ম প্রস্তাব করা
হবে,,,যদি অধিকাংশ সদস্যের সমর্থন থাকে
তবেই নিয়মটি কার্যকর হবে।।
আলাপচারীতার এক পর্যায়ে উনার মতামত
জানতে চাইলে তিনি বলেন, "এ
ব্যাপারে আমার মতামত
পজিটিভ,শিক্ষার্থীদের পড়াশোনা মুখী
করার এ এক যুগান্তকারী পদক্ষেপ বলে
মনে করছি"।।
on

চবি'র বাজেট ১৭৫ কোটি ৬০ লাখ টাকা!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

চবির বাজেট
১৭৫ কোটি ৬০
লাখ টাকা।
শিবা চৌধুরী,চবি প্রতিনিধি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)
সিনেট অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরে
১৭৫
কোটি ৬০ লাখ টাকার বাজেট পেশ করা
হয়েছে। একই সঙ্গে১৭৩ কোটি
২ লাখ টাকার ২০১৪-১৫ অর্থবছরের
সংশোধিত
বাজেটও পাস করা হয়েছে।৩১ শে জুলাই
২০১৫ শুক্রবার বিকেলে
প্রশাসনিক ভবনের সভা কক্ষে চবি
সিনেটের
২৭তম বার্ষিক অধিবেশনে এ বাজেট
ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে
জানা
গেছে, ২০১৫-১৬ অর্থ বছরের জন্য
বিশ্ববিদ্যালয়
মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে
২১৬ কোটি ৬৬ লাখ টাকার চাহিদা
বাজেট
দেয়া হয়।
এর বিপরীতে ইউজিসি (বিশ্ববিদ্যালয়ের
নিজস্ব আয়সহ) ১৭৫ কোটি ৬০ লাখ
টাকার বাজেট বরাদ্দ দেয়। যেখানে
চাহিদা

বরাদ্দের মধ্যে পার্থক্য (বাজেট ঘাটতি)
৪১কোটি
৬ লাখ টাকা।
বাজেটের উল্লেখযোগ্য খাতগুলো
হলো-
শিক্ষক- কর্মকর্তা ও কর্মচারীদের বেতন
খাতে ৬১ কোটি টাকা, পেনশন খাতে ২৮
কোটি টাকা, সাধারণ আনুসঙ্গিক খাতে
১৪
কোটি ৮৭ লাখ টাকা, শিক্ষা খাতে ১২
কোটি ৪৬ লাখ টাকা, মেরামত, সংরক্ষণ ও
পুনর্বাসন খাতে ২ কোটি ১৭ লাখ টাকা
এবং
মূলধন মঞ্জুরি (সম্পদ সংগ্রহ ও ক্রয়) খাতে ২
কোটি ৫০ লাখ
টাকা।
এর আগে ২০১৪-১৫ অর্থ বছরের জন্য চবি
কর্তৃপক্ষ
ইউজিসির কাছে ২১৬ কোটি ৬৬ লাখ
টাকার সংশোধিত চাহিদা
দেয়। যার বিপরীতে
ইউজিসি সংশোধিত বরাদ্দ দিয়েছে
১৭৫কোটি
৬০ লাখ টাকা। যার মধ্যে বেতন
খাতে ৬১ কোটি
টাকা, পেনশন খাতে ২৮
কোটি টাকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক
ড.ইফতেখার উদ্দিন চৌধুরী সিনেট
অধিবেশনে
বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনেক
সত্বেও ইউজিসির এতোটুকু সহায়তা অনেক
বেশি। এ জন্য ইউজিসির কতৃপক্ষকে ধন্যবাদ
জানায়
on

সাকা চৌধুরীর ফাঁসির রায়ে বশেমুরবিপ্রবি'তে আনন্দ মিছিল

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

সাকা চৌধুরী'র ফাঁসি'র রায়ে
বশেমুরবিপ্রবি'তে আনন্দ মিছিল
বশেমুরবিপ্রবি
প্রতিবেদক,গোপালগঞ্জঃ
মানবতাবিরোধী অপরাধের দায়ে
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের
সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে
মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে ( বশেমুরবিপ্রবি) আনন্দ
মিছিল ও সমাবেশ করেছে
বশেমুরবিপ্রবি শাখা ছাত্রলীগ। আজ
বৃহস্পতিবার বেলা ১ টায় ক্যাম্পাসে
আনন্দ মিছিল শেষে প্রশাসনিক ভবনের
সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে
বশেমুরবিপ্রবি শাখার ছাত্রলীগ
নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন," এ দেশের
মাটিতে যুদ্ধাপরাধীদের ক্ষমা নেই।
তাদের বিচার হবেই। সাকা চৌধুরী'র
ফাসির রায়ে দেশের মাটি কলঙ্কমুক্ত
হলো।" বক্তারা ফাঁসির রায় অবিলম্বে
কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান
জানান।

Comments

Popular

Featured Video