Wednesday, July 29, 2015

on

রাবি'তে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ১ লা অক্টোবর থেকে!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)
২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)
প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ও
পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা
হয়েছে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত
উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া
হয়েছে বলে নিশ্চিত করেছেন
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার
উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম
হোসাইন। তিনি জানান, ভর্তিচ্ছুরা ১
অক্টোবর থেকে অনলাইনে আবেদন
করতে পারবেন। এ প্রক্রিয়া চলবে ১৮
অক্টোবর পর্যন্ত। আবেদন শেষে ৯ থেকে
১২ নভেম্বর বিভিন্ন ইউনিটে ভর্তি
পরীক্ষা গ্রহণ করা হবে।
এবার ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের
বিষয়ে বিগত বছর থেকে তেমন কোনো
পরিবর্তন আনা হয়নি। ভর্তিচ্ছুরা
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ
নিতে পারবেন।
আবেদনসহ ভর্তির প্রক্রিয়াসম্পর্কিত
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের
ওয়েবসাইট www.ru.ac.bd এ পাওয়া
যাবে। এ ছাড়া এ সংক্রান্ত তথ্য
গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারেও প্রকাশ
করা হবে বলে জনসংযোগ দফতর সূত্রে
জানা গেছে।
on

বশেমুরবিপ্রবি'তে গবেষণা পত্রিকা "সমাজ ও প্রগতি'র মোড়ক উন্মোচন

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

বশেমুরবিপ্রবি'তে গবেষণা পত্রিকা
"সমাজ ও প্রগতি "র মোড়ক উন্মোচন
বশেমুরবিপ্রবি প্রতিবেদক,
গোপালগঞ্জঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
(বশেমুরবিপ্রবি) আজ সকালে
আনুষ্ঠানিক ভাবে "বঙ্গবন্ধু ইনস্টিটিউট
অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ
স্টাডিজ( বিলওয়াবস)" কর্তৃক প্রকাশিত
বাৎসরিক গবেষণা পত্রিকা ‘সমাজ ও
প্রগতি’র প্রথম সংখ্যার প্রকাশনা উৎসব
অনুষ্ঠিত হয়েছে। মোড়ক উন্মোচন
অনুষ্ঠান বুধবার সকাল ১১:০০ টায়
প্রশাসনিক ভবনের ২য় তলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন
বশেমুরবিপ্রবি'র মাননীয় উপাচার্য
প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন
এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
বিলওয়াবস-এর পরিচালক ও ‘সমাজ ও
প্রগতি’ পত্রিকার সম্পাদক প্রফেসর
শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান
অতিথি প্রফেসর ড. খোন্দকার
নাসিরউদ্দিন ‘সমাজ ও প্রগতি’
পত্রিকার বিভিন্ন লেখা নিয়ে
আলোচনা করেন এবং পত্রিকার
সম্পাদকসহ প্রকাশনার সঙ্গে জড়িত
সকলকে ধন্যবান জানান। অনুষ্ঠানে অত্র
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক,
কর্মকর্তা, কর্মচারীরা ও স্থানীয় ও
জাতীয় মিডিয়ার সাংবাদিকবৃন্দ
উপস্থিত ছিলেন।
"সমাজ ও প্রগতি" বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব
লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ
স্টাডিজ (বিলওয়াবস) -এর প্রথম
বাৎসরিক গবেষণা পত্রিকা এবং
বিশ্ববিদ্যালয়ে ২য় গবেষণা পত্রিকা।
পত্রিকায় ১২টি প্রবন্ধ রয়েছে এবং এ
সংখ্যার প্রবন্ধগুলো বৈচিত্র্যময়।
শিক্ষা- সাহিত্য- ইতিহাস-দর্শন-
রাজনীতিসহ বিবিধ বিষয় যুক্ত করা হয়।
দুটি পৃথক প্ত্রিকা প্রকাশের ঘোষণা
থাকলেও প্রথম সংখ্যাটিতে "সমাজ ও
প্রগতি " এবং Society and Progress " উভয়কে
একই মলাটে বন্দী করা হয়েছে।
পত্রিকাটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী
হাশেম খান যিনি বাংলাদেশের
স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম
সংবিধানের অলংকার করেছিলেন।

Tuesday, July 28, 2015

on

বশেমুরবিপ্রবি'র ভিসি'র সাথে ঢাবি ও খুবি ভিসি'র সৌজন্য সাক্ষাৎ

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

বশেমুরবিপ্রবি'র ভিসি'র সাথে ঢা.বি
ও খু.বি ভিসি'র সৌজন্য সাক্ষাৎ
বশেমুরবিপ্রবি প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাননীয়
উপাচার্য প্রফেসর ড. খোন্দকার
নাসিরউদ্দিন-এর সাথে আজ মঙ্গলবার
দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য
প্র. ড. আ আ ম স আরেফিন সিদ্দীক এবং
খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয়
উপাচার্য প্র. ড. ফায়েকুজ্জামান।
বশেমুরবিপ্রবি'র উপাচার্যের বাসভবনে
সাক্ষাৎ শেষে মধ্যাহ্ন ভোজনে অংশ
নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
মাননীয় উপাচার্য প্র. ড. আ আ ম স
আরেফিন সিদ্দীক এবং খুলনা
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য
প্র. ড. ফায়েকুজ্জামান। এছাড়াও
উপস্থিত ছিলেন ইউজিসি'র সাবেক
চেয়ারম্যান প্র. ড. এ. কে. আজাদ
চৌধুরী, ঢাবি উপ উপাচার্য প্রো প্র. ড.
নাসরীন আহমাদ, ঢাবি ট্রেজারার,
ঢাবি'র বিভিন্ন অনুষদের ডীন এবং
বিভিন্ন হলের প্রভোস্ট মহোদয়, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের প্রায় দুইশত শিক্ষক-
শিক্ষিকা, বশেমুরবিপ্রবি প্রক্টর,
বিভিন্ন অনুষদের ডীন এবং বিভিন্ন
বিবাগের চেয়ারম্যান মহোদয়।
মঙ্গলবার দুপুর ১টায় ঢাবি প্রতিনিধিদল
গোপালগঞ্জ-এর টুঙ্গিপাড়া অবস্থিত
জাতির পিতার কবর জিয়ারত করেন।
দুপুর ২টায় বশেমুরবিপ্রবি ভিসির
বাসভবনে মধ্যাহ্ন ভোজনে অংশ নেন
এবং বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময়
করেন। মত বিনিময় শেষে অতিথিগণ দুপুর
২:৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা
দেন।

Monday, July 27, 2015

on

এইচএসসি'র ফল প্রকাশ আগামি ৯ আগষ্ট!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

নানা জল্পনা কল্পনার শেষে
অবশেষে উচ্চমাধ্যমিক পরীক্ষার
ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
করা হল।আগামী ৯ অগাস্ট
এইচএসসি এবং সমমানের পরীক্ষার
ফলাফল প্রকাশের দিন ধার্য করা
হয়েছে।
গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম
নাহিদ সচিবালয়ে জানান,
ওইদিনই উচ্চ মাধ্যমিকের ফল
ঘোষণা করা হবে। গত ১ এপ্রিল শুরু
হয়ে ১১ জুন পর্যন্ত এইসএসসির
লিখিত পরীক্ষা চলে। আর ১৩
থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক
পরীক্ষা।
এবারের পরীক্ষায় আটটি সাধারণ
বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি
বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩
হাজার ৮৮৪ জন শিক্ষার্থী
অংশগ্রহণ করেছেন।
শিক্ষা বোর্ডের
চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে
শিক্ষামন্ত্রী ওইদিন সকালে
গণভবনে প্রধানমন্ত্রীর হাতে
ফলাফলের অনুলিপি তুলে
দেবেন। পরে সচিবালয়ে সংবাদ
সম্মেলন করে এবারের ফলাফলের
বিভিন্ন দিক তুলে ধরবেন নাহিদ।
on

বশেমুরবিপ্রবি'তে নতুন রেজিস্ট্রার নিয়োগ

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


বশেমুরবিপ্রবি'তে নতুন রেজিস্ট্রার
নিয়োগ
বশেমুরবিপ্রবি প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন
রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়েছে প্র.
ড. নূরউদ্দিন আহমেদ'কে। তিনি জুন
মাসের ২৬ তারিখ রেজিস্ট্রার পদে
যোগদান করেন।
প্র. ড. নূরউদ্দিন আহমেদ পড়াশুনা
করেছেন রসায়ন বিষয়ে। তিনি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩য়
ব্যাচ এবং রসায়ন বিভাগের ২য়
ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি
একজন বিসিএস ক্যাডার। তিনি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রসায়ন
বিভাগের সাবেক চেয়ারম্যান।
এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
২০০৫- ২০১০ ডেপুটেশন ছিলেন। ইডেন
মহিলা কলেজ-এর প্রধান হিসেবে
কর্তরত ছিলেন আড়াই বছর।

Friday, July 24, 2015

on

২৬ জুলাই থেকে খুলছে নোবিপ্রবি

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

২৬ জুলাই থেকে খুলছে নোবিপ্রবি
নোবিপ্রবি প্রতিনিধিঃ তরিকুল
শাওন
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর
উপলক্ষে টানা ১৬ দিনের ছুটির পর
আগামী ২৬ জুলাই রোজ বৃহস্পতিবার
থেকে নোবিপ্রবির সকল কার্যক্রম
পুনরায় চালু হতে যাচ্ছে।। ইতিমধ্যে
বিশ্ববিদ্যালয়ের আব্দুস সালাম হল এবং
বিবি খাদিজা হল শিক্ষার্থীদের জন্য
খুলে দেয়া হয়েছে।।হল দুটি ঘুরে দেখা
যায় অধিকাংশ শিক্ষার্থী চলে
এসেছে এবং বাকিরা
আগামীকালের মধ্যে চলে আসবে বলে
জানা যায়।। আবহাওয়া এবং পরিবেশ-
পরিস্থিতি অনুকূলে থাকলে ২৬তারিখ
থেকেই সকল ডিপার্টমেন্টের ক্লাস ও
পরিক্ষা শুরু হবে বলে জানায়
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।।

Thursday, July 23, 2015

on

জাবি শিক্ষকের শেষ আশ্রয় বৃদ্ধাশ্রম!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ
মাঝে মাঝে মনে হয় জীবনটা
আসলে কি? আচ্ছা জীবন কি
স্বপ্নের মতো নাকি স্বপ্ন
জীবনের মতো? আসলে জীবন এর
কোনোটিই না। ভাগ্যের
নির্মমতার কাছে কারো করো
জীবন হয়ে যায় দুঃস্বপ্নের মতো।
তেমনই এক দুঃস্বপ্নের যাত্রী
জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের সাবেক
অধ্যাপক ড. এম আব্দুল আউয়াল। যে
মানুষটি সারাজীবন প্রিয়
শিক্ষার্থীদের শিখিয়েছেন
আইনস্টাইন, কখনো পিথাগোরাস
কিংবা নিউটনের মতো
বিশ্ববিখ্যাত মনিষীদের জটিল
জটিল সূত্র। জাতির মেরুদণ্ড
তৈরির এই কারিগরের জীবনের
শেষ আশ্রয়স্থল এখন বৃদ্ধাশ্রমে।
ভাবা যায়!
ভাবতে গেলে বারবার গা
শিউরে ওঠে। আমরা তবে
লেখাপড়া শিখে কি শিক্ষিত
হতে পারছি না? নাকি আমরা
মূল্যবোধহীন অশিক্ষাটাই মগজে
ঢুকিয়ে নিচ্ছি? ড. এম আব্দুল
আউয়াল ছিলেন জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের পদার্থ
বিজ্ঞান বিভাগের অধ্যাপক।
যার সংসারে কোন দিন আর্থিক
দৈন্যতা ছিল না। এই মানুষটি
তার শিক্ষকতার জীবনে হাজার
হাজার শিক্ষার্থীকে মানুষের
মতো মানুষ করেছেন। অন্যের
সন্তানদের মতো নিজের
সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন
নিজের মতো করেই। সেই
ব্যক্তিই এখন থাকেন প্রবীণ আশ্রয়
কেন্দ্রে। দীর্ঘ ১৭ বছর শিক্ষকতা
করার পর তিনি ২০০৬ সালে অবসর
গ্রহণ করেন। এরপর কিছুদিন
ভালোভাবে চলতে পারলেও
তার জীবনে বর্তমানে শুধুই
অন্ধকার।
তাই তো চোখের জলে নিজের
অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে
তিনি বলেন, ‘ওরা আমার সঙ্গে
এতো ছলচাতুরি করে কেনো,
ওরা আমার এতো কষ্ট দেয়
কেনো? এ সময় কোরআন-
হাদিসের কথা উল্লেখ করে
তিনি বলেন, বলা আছে,
সন্তানদের আচরণে বাবা-মা
উহ..আহ শব্দ করলেই আল্লাহ
সন্তানদের প্রতি নারাজ হন।
তারপরও আমাকে কেন এভাবে
রাখে আল্লাহ।
অধ্যাপক আব্দুল আউয়ালের দুই
ছেলে, এক মেয়ে। তিন
সন্তানের মধ্যে সবার বড়
রেজিনা ইয়াসিন থাকেন
আমেরিকায়। এরপর বড় ছেলে
উইং কমান্ডার (অব.) ইফতেখার
হাসান। সবার ছোট ছেলে
রাকিব ইফতেখার হাসান।
রাকিব থাকেন অস্ট্রেলিয়ায়।
জীবনে এতো কিছু থাকার পরও
আজ তার দু’চোখে অন্ধকার।
তিনি এখন থাকেন আগারগাঁও
প্রবীণ নিবাসের ৫ম তলার ৫০২
নম্বর কক্ষে। এবারের ঈদ
কিভাবে কাটিয়েছেন তিনি?
জানতে চাইলে অধ্যাপক
আওয়াল বলেন, ঈদের দিন
সকালে প্রবীণ নিবাস থেকে
পরটা, সেমাই, পায়েস দিয়েই
সেরেছেন সকালের নাস্তা।
এরপর তিনি তার জীবনের করুণ
গল্পটি বলতে শুরু করেন।
আব্দুল আউয়াল জানান,
শিক্ষকতার আগে ১৯৬৫-১৯৮৮ সাল
পর্যন্ত বাংলাদেশ এটমিক
এনার্জিতে চাকরি করেছি।
এরপর শিক্ষকতা। জীবনে অনেক
টাকা-পয়সা উপার্জন করেছি।
২০০৬ সালে বিশ্ববিদ্যালয়
থেকে অবসর নেয়ার সময়ও আমার
২ কোটির বেশি টাকা ছিল।
সেসব টাকার মধ্যে কিছু একটি
এমএলএম কোম্পানিতে
বিনিয়োগ করে ধরা খাই। এরপর
আবার অপরিচিত একজনের
আশ্বাসে আফ্রিকা যাওয়ার জন্য
৫০ লাখ টাকা দিয়ে ধরা খাই।
তারপর জীবনে নেমে আসে
অন্ধকার। ছেলেমেয়েরা আমার
খোঁজখবর নেয়া বন্ধ করে দেয়।
কল্যাণপুর হাউজিং এস্টেটে
নিজের ফ্ল্যাট ছিল আব্দুল
আউয়ালের। এছাড়া পল্লবীতেও
বেশ কিছু জমি ছিল। কিন্তু এসব
বড় ছেলে কৌশলে বিক্রি করে
টাকা পয়সা নিজের
অ্যাকাউন্টে জমা করেছেন,
আক্ষেপ করেই বলেন অধ্যাপক
আউয়াল। আমি কি এই জন্য ওদের
এতো কষ্ট করে ওদের মানুষ
করেছিলাম? অধ্যাপক আউয়াল
বলেন, চাকরি থেকে অবসর
নেওয়ার পর কিছু দিন বড় ছেলের
সঙ্গেই থাকতাম। ছেলের
সংসারে থাকার সময় জানতে
পারি ছেলে ও বউয়ের মধ্যে
সম্পর্ক ভালো যাচ্ছে না।
একদিন বাসায় থাকা অবস্থায়
বউয়ের মুখে গালি শুনে বাসা
থেকে নেমে আসি। আর ফিরে
যাই না। ওরা কেউ খোঁজও নেয়
না।
তিনি জানান, ২০১৪ সালে
ছোট ছেলে দেশে এসে আমার
সঙ্গে দেখা করার কথা বলে
মিরপুর-১ নম্বরে একটি
দোকানের সামনে যেতে বলে।
সেখানে গেলে আমাকে
জানায় তার বিয়ে ঠিক
হয়েছে। আমি ওর বাবা অথচ
বিয়ের কথা আমাকে
জানালোও না সে! এতকিছুর
পরও যখন বিয়ে করে আবার চলে
যাবে অস্ট্রেলিয়া তখন আমি
বউ মাকে দোয়া করতে চাইলে
দেখা করা যাবে না বলে
জানিয়েদেয় আমার মানিক।
অথচ এই ছেলের পড়ালেখার জন্যই
ফুরিয়েছি আমার পেনশনের ২৬
লাখ টাকা।
আমরা যদি সঠিক মূল্যবোধ নিয়ে
শিক্ষাগ্রহণ করতে না পারি
কিংবা সঠিকভাবে
পারিবারিক ও রাষ্ট্রিয়
শিক্ষা ব্যবস্থা ঢেলে
সাজাতে না পারি তাহলে
ভবিষ্যতে হয়তো হাজারো
অধ্যাপক আওয়ালকে বৃদ্ধাশ্রমে
যেতে হবে। যেটা জাতি
হিসাবে মুসলমান হিসেবে
আমাদের বড়ই লজ্জার।



Thursday, July 16, 2015

on

এবার ফেসবুক পেজের নাম চেঞ্জ করুন, তা যত লাইকের পেজই হোক না কেন!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


আমাদের সবার জানা আছে যে ফেসবুক ফ্যান পেজের লাইক সং্খ্যা ২০০+ হলে পেজের নাম আর চেঞ্জ করা যায়না।
দিন বদলে গেছে! এখন মাত্র ২০০ কেন? ২০০০০০ লাইক হলেও আপনি আপনার পেজের নাম পরিবর্তন করতে পারবেন।
প্রথমে আপনার page এ যান
>> go to "Edit page"
>> then click "Edit Name"
এখানে আপনার বর্তমান পেজের নামের স্থানে নতুন নাম দিন।
>>finally নিচের দিকের "Save" এ ক্লিক করে সেভ করুন।
কাজ শেষ!!
উপকার হলে অবশ্যই নিচের ফেসবুক শেয়ার অপশন থেকে পোস্ট টি শেয়ার করুন।

Thursday, July 9, 2015

on

জিপি সিমে নিয়ে নিন ৯ টাকায় ২ জিবি ইন্টারনেট!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


গ্রামীণফোন দিচ্ছে ৯ টাকায় পুরো ২ জিবি ফ্রি ইন্টারনেট।
প্যাকটি নিতে ডায়াল করুন ★৫০০★৯১#
বিঃদ্রঃ ২ জিবি ইন্টারনেট এর ১ জিবি শুধু ফেসবুকের জন্য আর বাকি ১ জিবি যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।
on

কিভাবে চিনবেন আসলে লাইলাতুল কদর কবে???

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


শবে কদর বা লায়লাতুল কদর আসলে কবে?
কিভাবে এই রাত চেনা যাবে? এটা
নিয়ে বিভিন্ন মত আছে। সবার এই
বিষয়ে ক্লিয়ার হওয়ার জন্য হাদিসের
আলোকে এ রাত সম্পর্কে কিছু কথা
তুলে ধরা হল-
=> কোন রাতটি লায়লাতুল কদর?
১. এ রাতটি রমযানের শেষ দশকে। রাসুল
(সঃ) বলেন-
“রমযানের শেষ দশদিন তোমরা কদরের
রাত তালাশ কর”। (সহিহ বুখারি)
২. এটি শেষ দশদিনের মধ্যে বেজোড়
রাত হওয়ার সম্ভাবনা বেশি। রাসুল
(সঃ) বলেন-
“তোমরা রমযানের শেষ ১০ দিনের
বেজোড় রাতগুলোতে কদরের রাত
খোঁজ কর”। (সহিহ বুখারি)
৩. ২৭ সে রজনী লাইলাতুল কদর হওয়ার
সম্ভাবনা সবচেয়ে বেশি।
উবাই ইবনে কাব (রাঃ) বলেন, আল্লাহর
নামে শপথ করে বলছি আমি যতদূর জানি
রাসুল (সঃ) আমাদেরকে যে রজনীকে
কদরের রাত হিসেবে কিয়ামুল্লাইল
(রাত জেগে ইবাদত) করতে নির্দেশ
দিয়েছেন তা হল রমযানের ২৭তম রাত।
(সহিহ মুসলিম)
আব্দুল্লাহ বিন উমার (রাঃ) থেকে
বর্ণিত যে, রাসুল (সঃ) বলেন- “যে
ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক সে
যেন রমযানের ২৭শে রজনীতে অনুসরন
করে”। (আহমাদ)
=> কিভাবে কদরের রাত চিনবো?
এই রাত্রিটি চেনার আলামতগুলো হল-
১. রাতটি গভীর অন্ধকারে ছেয়ে
যাবেনা।
২. নাতিশীতোষ্ণ হবে; অর্থাৎ গরম বা
শীতের তীব্রতা থাকবেনা।
৩. মৃদু বাতাস প্রবাহিত হতে থাকবে।
৪. সে রাতে ইবাদত করে মানুষ
অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
৫. ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
৬. সকালে হাল্কা আলোকরস্মিসহ
সূর্যোদয় হবে; যা হবে পূর্ণিমার চাঁদের
মত।
৭. কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ
স্বপ্নে হয়তো তা জানিয়ে দিতে
পারেন।
(সহিহ বুখারি-২০২১, সহিহ মুসলিম-৭৬২,
সহিহ ইবনু খুযাইমাহ- ২১৯০ নং হাদিস)

Wednesday, July 8, 2015

on

বশেমুরবিপ্রবি'তে ঈদের ছুটি ঘোষণা

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


বশেমুরবিপ্রবি'তে ঈদের ছুটি
ঘোষণা
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ঘোষণা
করা হয়েছে। অফিস সূত্রে জানা
গেছে, বিশ্ববিদ্যালয় অফিস আগামী
আগামী ১০ জুলাই থেকে ২৩ জুলাই
পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে ৭ জুলাই
থেকে ২৩ জুলাই পর্যন্ত ক্লাস
বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
২৪ ও ২৫ জুলাই সাপ্তাহিক ছুটির
কারণে আগামী ২৬ জুলাই রোজ রবিবার
থেকে যথারীতি অফিস ও ক্লাস চালু
হবে।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে,
ক্যাম্পাস প্রায় ফাঁকা।
হোস্টেলগুলোতে খোঁজ নিয়ে
জানা গেছে গত ৬ জুলাই সেহরির পর
থেকে মিল বন্ধ হয়ে গেছে। অনেক
শিক্ষার্থী টিউশন-এর কারণে
ক্যাম্পাসে অবস্থান করবেন

Tuesday, July 7, 2015

on

বশেমুরবিপ্রবি'তে যুক্ত হল নতুন ছয়'টি বিভাগ।

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


বশেমুরবিপ্রবি'তে যুক্ত হলো নতুন ছয়'টি
বিভাগ
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬
শিক্ষাবর্ষে নতুন ৬টি বিভাগ যুক্ত হতে
যাচ্ছে। অফিস সূত্রে ৬টি বিভাগ যুক্ত
হবার সংবাদ নিশ্চিত হওয়া গেছে।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৫টি বিভাগ
খোলার সিদ্ধান্ত নেয়া
হয়েছিল,কিন্তু অনিবার্য কারণে তা
বাতিল হয়ে যায়। বর্তমানে
বিশ্ববিদ্যালয়ে ১৪টি বিভাগ
রয়েছে।
নতুন ৬টি বিভাগঃ
১। বায়োটেকনোলজি,
২। বায়োকেমিস্ট্রি,
৩। মার্কেটিং
৪। এগ্রিকালচার,
৪। আইন ও
৬। আন্তর্জাতিক সম্পর্ক
on

বঙ্গবিদ্যা : বশেমুরবিপ্রবি'র প্রথম গবেষণা পত্রিকা

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


বঙ্গবিদ্যা : বশেমুরবিপ্রবি'র প্রথম
গবেষণা পত্রিকা

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গবেষণায় দ্রুত সাফল্যের পরিচয় থেকে
বাদ পড়েনি আমাদের বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় । ড.মো. আতাউর
রহমানের সম্পাদনায় ১৯ জন লেখকের
গবেষণাধর্মী লেখা নিয়ে বাংলা
বিভাগ ২০১৪ সালের জুলাইয়ে এই
পত্রিকার ১ম খন্ড বের করেন। সেই
সংগে বশেমুরবিপ্রবি'তে গড়ে উঠে
বাংলা গবেষণা সংসদ। এই পত্রিকা
বের হওয়ার পূর্বে বাংলাদেশ ও
ভারতের ১৬ টি পাবলিক
বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি প্রবন্ধ
সম্পাদকীয় দপ্তরে জমা পড়েছিল।
সেখান থেকে বশেমুরবিপ্রবি সহ ১২ টি
বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্বকারী
১৯ টি প্রবন্ধ চূড়ান্ত মনোনয়নে ছাপা
হয়। সম্পাদনা পরিষদে অন্যান্য সদস্য
হসেবে ভূমিকা রাখেন, প্রফেসর শহিদুল
ইসলাম, প্রফেসর দিলীপ কুমার নাথ,
জাকিয়া সুলতানা মুক্তা ও মো. আব্দুর
রহমান।
Bangavidya
ISSN-2312-7635
on

ফেসবুকে কে আপনাকে আনফ্রেন্ড করল,তা সাথে সাথেই জানিয়ে দিবে যে Apps টি

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

আপনার ফ্রেন্ড লিস্টের অনেক বন্ধু থাকতে
পারে, যারা আপনার অজান্তে ই আপনাকে
আনফ্রেন্ড করল। তাই আর অজান্তে নয়,
জেনেউ
ফেসবুকে অনেক সময়ই বন্ধু তালিকায়
থাকা কোন বন্ধুকে খুঁজতে গিয়ে আর
পাওয়া যায় না। এর অন্যতম কারণ সেই
বন্ধুটি হয়তো আপনার অজান্তেই তার
ফ্রেন্ডলিস্ট থেকে আপনাকে অপসারণ
করে দিয়েছে। আর আপনি হয়তো টেরই
পাননি। তবে এখন চাইলেই আপনি
জেনে নিতে পারবেন কেউ
আপনাকে আনফ্রেন্ড করলো কিনা,
তাও আবার সাথে সাথেই।
Who Delete me on Facebook নামের
app টি ডাউনলোড করে নিন গুগল প্লে স্টোর থেকে
Download here
on

"চায়ের দেশ সিলেট সংঘের ইফতার ও দোয়া মাহফিল"

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


"চায়ের দেশ সিলেট সংঘের ইফতার ও
দোয়া মাহফিল"।।

নোবিপ্রবি থেকে তরিকুল শাওনঃ

মাত্র চারটি জেলার সমন্বয়ে গঠিত
সিলেট আয়তনে বাংলাদেশের
সবচেয়ে ছোট বিভাগ হলেও মান-
সম্মান,খ্যাতি-জশ,জ্ঞান-বিজ্ঞান ও
অর্থ-সম্পদ কোন কিছুরই কমতি নেই তার।।
সমগ্র বিশ্বে "বাংলাদেশের লন্ডন"
হিসেবে বিশেষ পরিচিতিও রয়েছে
তার আপন ঝুলায়।।
বাংলাদেশের প্রায় প্রতিটি
বিশ্ববিদ্যালয়ে উল্লেখ সংখক হারে
সিলেটী শিক্ষার্থী রয়েছে,,যারা
জ্ঞান বিজ্ঞান ও গবেষণায়
সিলেটের মুখ উজ্জ্বল করে চলেছে
বছরের পর বছর।।বিশ্বের যে প্রান্তেই
থাকুকনা কেন সিলেটীরা এক ও
অভিন্ন,,,এই লক্ষ্যে বাংলাদেশের
প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে রয়েছে
সিলেটী ছাত্র ফোরাম,,,নোবিপ্রবিও
তার ব্যতিক্রম নয়।। এখানকার
সিলেটীদের ভালবাসার নাম
"চায়ের দেশ সিলেট সংঘ"।চায়ের দেশ
সিলেট নামের পিছনে অবশ্য একটা
যুতসই কারনও আছে বটে, বাংলাদেশের
৯০%শতাংশ চা যে এই সিলেটেই উৎপন্ন
হয়।।

 মাত্র এক বছর আগে যাত্রা শুরু
করলেও ৬০ সদস্যের এই সংগঠনটি এখন
ক্যাম্পাসের সকলের দ্বারা
সমানভাবে সমাদৃত ও প্রশংসিত ।।
হবেইনা কেন?? প্রতিষ্ঠার সূচনা লগ্ন
থেকে অধ্যবধি এর সদস্যরা বিভিন্ন
সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে
প্রতিভা ও নিষ্ঠার মাধ্যমে অনেক
সুনাম কুড়িয়েছেন।।
বলাচলে বিশ্ববিদ্যালয়ে অঞ্চল
ভিত্তিক এটিই প্রথম ছাত্র সংগঠন।  গতকাল
সন্ধ্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে
নবাগত সদস্যদের নিয়ে
বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে
তারা এক ইফতার ও দোয়া মাহফিলের
আয়োজন করেন।উক্ত ইফতার ও দোয়া
মাহফিলে প্রধান অতিথি হিসেবে
বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ
সভাপতি আব্দুল হামিদ (বাপ্পি)
উপস্থিত থাকার কথা থাকলেও
অনিবার্য কারনে তিনি উপস্থিত হতে
পারেননি।
ইফতার শুরুর আগ মুহূর্তে এক সংক্ষিপ্ত
মতবিনিময় পর্বে সংক্ষিপ্ত বক্তব্য
রাখেন সংগঠনটির সিনিয়র সদস্য
বৃন্দ,ইফতার শেষে ঘন্টাখানেক
কেন্দ্রীয় শহীদ মিনারে আড্ডার
মাধ্যমে শেষ হয় "চায়ের দেশ সিলেট
সংঘের" আজকের অনুষ্ঠান।

Monday, July 6, 2015

on

বশেমুরবিপ্রবি'তে " ফার্মেসী এবং ইইই " বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

বশেমুরবিপ্রবি'তে " ফার্মেসী এবং ইইই " বিভাগের
ইফতার মাহফিল অনুষ্ঠিত
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর
"ফার্মেসী এবং ইলেক্ট্রিক্যাল অ্যাণ্ড ইলেকট্রনিক
ইঞ্জিনিয়ারিং " বিভাগের ইফতার ও দোয়া মাহফিল আজ
বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ বিভাগে পৃথকভাবে অনুষ্ঠিত
হয়।

ফার্মেসী বিভাগে "ফার্মেসী স্টুডেন্টস এসোসিয়েশন"
এবং ইইই বিভাগে "ইইই স্টুডেন্টস এসোসিয়েশন" কর্তৃক
আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত
ছিলেন নিজ নিজ বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী,
অফিস স্টাফ ও উক্ত বিভাগের শিক্ষার্থীগণ। ইফতার
মাহফিলে বিশ্ববিদ্যালয় এবং সকলের সার্বিক
উন্নয়নের অগ্রযাত্রার উপর বিশেষ মোনাজাত করা
হয়।
on

ঢাবিতে দ্বিতীয় বার ভর্তি পরিক্ষার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি;শুনানি আগামিকাল

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরিক্ষা দেয়া যাবে কি যাবে না - এই সমস্যার ইতি টানতে আজ (৬ জুলাই) হাইকোর্টে রায় শুনানিহয়েছে।

যেখানে আন্দোলনরত ছাত্রছাত্রীদের পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরেন।
কিন্ত বিশ্ববিদ্যালয় পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরেন নি।
তারা বরাবরের মত একদিনের সময় চেয়েছেন।
তাই আগামিকাল(৭ জুলাই) আবার শুনানি হবে বলে জানা গেছে।
এই বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায় যে
তাদের ধারনা বিজয়ের শেষ হাসি টুকু তারাই হাসবেন। আর বেশি আপেক্ষা নয়,মাত্র একদিন পরেই তারা সফলকাম হবেন বলে লিখলেন অনেকেই।
আগামিকাল শুনানি শেষেই জানা যাবে -
২০১৪ সালের এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা দ্বিতীয় বারের মত তাদের স্বপ্নের ক্যাম্পাসে প্রবেশ করার সুযোগ টুকু পাচ্ছে কি না!


on

বশেমুরবিপ্রবি'তে "একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস" বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


বশেমুরবিপ্রবি'তে "একাউন্টিং এন্ড

ইনফরমেশন সিস্টেমস" বিভাগের ইফতার
মাহফিল অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়-এর "একাউন্টিং এন্ড
ইনফরমেশন সিস্টেমস" বিভাগের ইফতার
ও দোয়া মাহফিল আজ
বিশ্ববিদ্যালয়ের বিজনেস
ফ্যাকাল্টিতে অনুষ্ঠিত হয়।
এ আই এস বিজনেস ক্লাব কর্তৃক
আয়োজিত এই ইফতার ও দোয়া
মাহফিলে উপস্থিত ছিলেন
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ও
ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের
সম্মানিত শিক্ষকমন্ডলী, অফিস স্টাফ ও
উক্ত বিভাগের শিক্ষার্থীগণ। ইফতার
মাহফিলের আগে বিশ্ববিদ্যালয় এবং
সকলের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রার
উপর বিশেষ মোনাজাত কর
on

ঢাবিতে দ্বিতীয় বার ভর্তি পরিক্ষার সিদ্ধান্ত আজ!!!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


ঢাবি তে দ্বিতীয় বার পরিক্ষা দেয়া যাবে না- এমন সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য়বার ভর্তি
পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে
দীর্ঘদিন যাবত ই আন্দোলন চলছিল।
 হাজারো শিক্ষর্থীই অংশগ্রহণ করেছিল
আন্দোলনে।

ওদের মধ্যে রিয়াজ,ফারিহা
তাবাস্সুম,নাহিয়ানসহ আরো
কয়েকজনের ভুমিকা অনেক বেশিই!
দীর্ঘদিন ঝুলে থাকা মামলাটি
শুনানি আজ হচ্ছে।বহু ত্যাগ তীতিক্ষা ও
প্রতীক্ষার পর,আজকে তারিখ ধার্য
করেছে হাইকোর্ট।দুপুর সাড়ে ১২টা
থেকে ১টার মধ্যে হয়তো চূড়ান্ত
ফলাফল পাওয়া যাবে ।মানে
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগটা
থাকছে কিনা!

যারা ঢাবিতে ভর্তির সুযোগ
পায়নি,তাদের জন্য আমাদের পক্ষ
থেকে অনেক শুভকামনা রইল।
তবে যদি দ্বিতীয় বার সুযোগ থাকে তবে
রইল অনেক অনেক দোয়া।এবার হয়তো মিস হবে না।

Sunday, July 5, 2015

on

কিরণমালা শুধু স্টার জলসায় সীমাবদ্ধ নয়,ছড়িয়ে পড়েছে বাংলার মার্কেটে-পছন্দের শীর্ষে রয়েছে "কিরণমালা ড্রেস"!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ



 এবারের ঈদ মার্কেটে তরুণীদের আকর্ষণ
কিরণমালা পোশাক। ভিন্ন ডিজাইনের হরেক রকম
থ্রিপিস কিরণমালা এবারের ঈদে তরুণীদের
পছন্দের শীর্ষে। বরিশাল নগরীর বিপনী
বিতানগুলো ঘুরে দেখা গেছে এমন চিত্র।
ব্যবসায়ীরা জানিয়েছেন তরুণীদের পছন্দের কথা
চিন্তা করেই এই ঈদে কিরণমালার নিত্য নতুন
ডিজাইনের পোশাক সরবরাহ করা হয়েছে।
বরিশাল নগরীর চন্দ্রবিন্দু, ভেনাস, ইপসিতা
ড্রিমস, সেয়দ ক্লথ, শাড়ি মিউজিয়াম, ইসলামীয়া
মার্কেটর মতো নামী দামী বিপনী
বিতানগুলোতেও কিরণমালার’র সরবরাহ চোখে
পড়ার মত। কিরণমালায় যেন সয়লাব এবারের ঈদ
বাজার।
ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় একটি চরিত্র
কিরণমালা। বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের
সিরিয়ালের মতই নারীদের কাছে জনপ্রিয়
সিরিয়ালের এই চরিত্রগুলো। প্রতিটি ঈদে ভারতীয়
সিরিয়ালে আসক্ত তরুণীদের কাছে এসব পোশাকই
হয়ে ওঠে জনপ্রিয়।
বরিশাল নগরীর প্রায় প্রতিটি বিপনী বিতানেই
চলছে ভারতীয় পোশাক কিরণমালার জয়
জয়কার। ছোট ছোট বিপনী বিতান থেকে শুরু করে
এমন কোন মার্কেট নেই যেখানে এই পোশাকটি খুঁজে
পাওয়া যাবে না। কিরনমালা পোশাকটি
সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। সহজেই চোখে পড়ে
ভারতীয় এই পোশাকটি।
চকবাজারের শাড়ি মিউজিয়ামের মালিক এমরাজ
হোসেন জানান, বড় মেয়েদের পাশাপাশি শিশুদেরও
প্রথম পছন্দ কিরণমালা। দেড় হাজার থেকে শুরু
করে প্রায় ছয় হাজার টাকা মূল্যে বিক্রি হচ্ছে
বিশেষ এই পোশাক। ফলে এবারে কিরণমালা’র
সরবরাহ সবচেয়ে বেশি।
একই মার্কেটের সেলসম্যান সুমন জানান,
মধ্যবিত্ত পরিবারের তরুণীরাও বিশেষ এই
পোশাকের প্রতি ঝুঁকে পড়েছেন। বেচাকেনাও বেশ
ভালো হচ্ছে।
চন্দুবিন্দুতে কিরণমালা পোশাক কিনতে এসেছেন
নগরীর ব্রাউন কম্পাউন্ডের তরুণী আনিকা
আক্তার। তিনি বলেন, নতুন মডেলের এই পোশাকটি
এবারের ঈদে সবাই কিনছে তাই তিনিও কিনতে
এসেছেন।
তবে গত কয়েক বছর ধরে ভারতীয় পোশাকের
আধিপত্যে উদ্বিগ্ন ব্যবসায়ী মহল।
কাটপট্টি রোডের ব্যবসায়ী সিরাজ উদ্দিন
জানান, ভারতীয় পোশাক যেভাবে বাজার দখল
করছে এটি আমাদের জন্য অশনী সংকেত। দেশীয়
পোশাক কিনতে মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। এতে
ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা। অভিভাবক মহলও
চিন্তিত হয়ে পড়ছেন।
সূত্রঃবরিসালটাইমস
on

নোবিপ্রবিতে দরিদ্র ও পথ শিশুদের মাঝে ইফতার ও নতুন পোষাক বিতরণ।।

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


নোবিপ্রবিতে দরিদ্র ও পথ শিশুদের
মাঝে ইফতার ও নতুন পোষাক বিতরণ।।





নোবিপ্রবি থেকে তরিকুল শাওনঃ
একটু ভাল থাকার জন্য আমরা কত কিছুইনা
করি।।জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের
আপ্রাণ চেষ্টা শুধু ভালথাকা ,,,,কিন্তু
আমাদের এই ভালথাকা কি শুধুই
ব্যক্তিগত?? আশেপাশের মানুষ গুলা
ভাল না থাকলে কি আমরা ভাল
থাকব??
ইফতারিতে আমি ভাল ভাল খাবার
খাচ্ছি,অথচ রাস্তার পাশে শুয়ে
থাকা কিংবা চায়ের দোকানে
কাজ করা ছোট্ট শিশুটি ইফতারিত
দূরের কথা ঠিক মত দুবেলা দুমুঠো খেতে
পাচ্ছেনা,,,এমনটাই কি হওয়া উচিৎ??
ঈদের আনন্দ কি তাদের স্পর্শ
করবেনা,,নতুন জামার শুখ কি তারা
খুঁজে পাবেনা?
আমার কি তাদের জন্য কিছুই করার
নেই??

এমনি করা হাজারো বিবেকের প্রশ্নে
হারমেনে একদল তরুণ-তরুণী নিয়ে
মাঠে নেমে পরে নোবিপ্রবি নাট্য ও
চলচ্চিত্র গোষ্ঠীর সভাপতি রঞ্জু
শুধুমাত্র মনুষ্যত্বের দায়ে ,, উদ্দেশ্য
একটাই "নিজেরা ভালথাকা অন্যকে
ভালরাখা,এবারের ঈদ আনন্দ সবার
মাঝে ভাগ করা"।এই লক্ষ্যে, তারা এক
সপ্তাহের অক্লান্ত পরিশ্রমের পর,
গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমীক
ভবন ২ এর নিচতলায় শিশুদের নিয়ে
ইফতার মাহফিল ও নতুন পোষাক বিতরন
কর্মসূচি পালন করেন নোবিপ্রবি নাট্য ও
চলচ্চিত্র গোষ্ঠী,উক্ত অনুষ্ঠানে প্রধান
অথিতি হিসেবে উপস্থিত ছিলেন
বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য
ড.এম ওয়াহিদুজ্জামান,উপস্থিত ছিলেন
মান্যবর শিক্ষকগন এবং বিশ্ববিদ্যালয়
শাখার ছাত্রলীগ সভাপতি আব্দুল
হামিদ (বাপ্পি)। এসময় উপাচার্য মহোদয়
দরিদ্র ও পথ শিশুদের মাঝে পোষাক
বিতরণ ও তাদের নিয়ে মেজেতে বসে
ইফতার করেন। অনুষ্ঠান শেষে তিনি
নোবিপ্রবি নাট্য ও চলচ্চিত্র
গোষ্ঠীকে এমন একটি সামাজিক
অনুষ্ঠানের আয়োজন করায় সাধুবাদ
জানান।।

Saturday, July 4, 2015

on

যেভাবে ফিরে পাবেন আপনার Hack হওয়া সখের ফেসবুক আইডি-জেনে রাখুন!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


সামাজিক যোগাযোগের সাইটের
মধ্যে ফেসবুকের অবস্থান বেশি
লক্ষ্য করা যাই। আর এখানে তিলে
তিলে অনেকে গড়ে তোলেন
তাদের আইডি। কিন্তু আজ পর্যন্ত
যাঁদের ফেসবুক অাইডি hack হয়েছে
তাঁরা নিশ্চয়ই ভাল নেই। অাপনি
কি অাপনার অাইডি ফিরে পেতে
চান। তবে নিচের কয়েকটি ধাপ
অনুসরণ করুন।
প্রথমে এই লিংকে প্রবেশ করুন।
তারপর
my account compromised এ click করতে
হবে।
তারপর ফোন নাম্বার, ইমেইল
কিংবা ইউজার নাম দিয়েদিয়ে
একাউন্টটি শনাক্ত করতে হবে।
ইমেইল কিংবা ইউজার নেম দিয়ে
একাউন্ট সার্চ এ ক্লিক করলে security
check optionএ captcha entry করতে হবে।
এরপর account নিবার্চন করে পুরনো
passward দিতে হবে।
এরপর নিরাপত্তা মুলক কিছু প্রশ্ন
জানতে চাওয়া হবে।কয়েকধাপে
সেগুলোর সঠিক তথ্য দিলে অাশা
করা যায় যে,অাপনার hack হওয়া
অাইডিটি ফিরে পাওয়া যাবে।
তবে ধাপগুলো সঠিকভাবে অনুসরন
করে তথ্যগুলো সঠিকভাবে দিতে
হবে। এরপর আপনার আইডি আপনার
হাতে।
ভাল থাকবেন। উপকৃত হলে আমাদের
ফেসবুক পেজে লাইক দিন ফেসবুকে ক্যাম্পাসভয়েস২৪ডটকম এখানে ক্লিক

on

বশেমুরবিপ্রবি'র "ফার্মেসী স্টুডেন্টস এসোসিয়েশন" এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আগামী সোমবার

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


বশেমুরবিপ্রবি'র "ফার্মেসী স্টুডেন্টস
এসোসিয়েশন" এর উদ্যোগে ইফতার ও
দোয়া মাহফিল আগামী সোমবার
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের "ফার্মেসী
স্টুডেন্টস এসোসিয়েশন" এর উদ্যোগে
আগামী ৬জুলাই সোমবার পবিত্র মাহে
রমজান উপলক্ষে ইফতার ও দোয়া
মাহফিল এর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
এসোসিয়েশন-এর জেনারেল
সেক্রেটারি,সহ সেক্রেটারি, সদস্যগণ
এবং ফার্মেসী বিভাগের
চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকাগণ।
"ফার্মেসী স্টুডেন্টস এসোসিয়েশন"
সূত্রে জানা যায় যে, উক্ত অনুষ্ঠান ১৮
রমজান সন্ধ্যায় ফার্মেসী বিভাগের
ক্লাসরুমে অনুষ্ঠিত হবে।
on

"One laptop,One dream" জুনায়েদ আহমেদ পলক কে চিঠিতে যা লিখল 'যুথি'

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

অনলাইন প্রতিবেদকঃ
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কে ল্যাপটপ চেয়ে চিঠতে যা লিখল
ছাত্রী যুথি,তা হুবহু জুনায়েদ আহমেদ পলকের ফেসবুক স্ট্যাটাস থেকে তুলে ধরা
হল-

"One Laptop One Dream"
যুথির চিঠি ...
" আসসালামুআলাইকুম Uncle, ভালো আছেন?
Uncle,প্রথমেই আমার ছোট তিন ভাইয়া সহ
আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল ফেতরের
আগাম ঈদের শুভেচ্ছা" ঈদ মোবারক"।ঈদ হোক সবার
জীবনে সুন্দর ও আনন্দময়।Uncle, আপনিতো সিংড়া
আসছেন।আমার কপাল খুব ভালো আপনার সাথে
আগামিকাল আবার দেখা হবে,আপনার
মনত্রনালয় থেকে বৃত্তি দেওয়ার সময়। Uncle শুধু
বৃত্তিই দিবেন, একটা laptop দিবেন না, কারন
আমার Computer class হয়।আমার সহপাঠী
প্রায় ই সবার আছে,শুধু আমার নেই।আমি দরিদ্র তো,
কিন্তু আমার uncle তো আর দরিদ্র নয়। আপনি একটু
স্বচ্ছল হলেই আমাকে অবশ্য ই অবশ্য ই একটা
laptop দিবেন, আপনার মেয়ে হিসাবে এটা আমার
আবদার। আমি সহ আমার পরিবার আল্লাহর
কাছে দোয়া করি,তিনি যেন আপনি সহ আপনার পুরো
পরিবারকে সুস্হ ও নিরাপদে রাখেন ইনশা
আল্লাহ্।" -যুথি

Friday, July 3, 2015

on

পরিবহণ সংকটে নোবিপ্রবি!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ 
নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোবিপ্রবিতে পরিবহন সংকট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট দেখা দিয়েছে।নোবিপ্রবির নবাগত
দশম ব্যাচের কোন ছাত্রছাত্রীর ক্যাম্পাসে আবাসন ব্যবস্থা নেই।তাই
তাদের সবাইকেই ক্যাম্পাস থেকে বেশ দূরে সোনাপুর বা মাইজদি
থাকতে হয়।তাছাড়া ক্যাম্পাসে বর্তমানে মাত্র দুইটি হল থাকায়
অধিকাংশ ছাত্রছাত্রীদের বাইরে থাকতে হয়। হলগুলো হল-
ভাষাশহীদ আব্দুস সালাম হল ও বিবি খাদিজা হল।এতে দেখা
যায়,ক্যাম্পাসে পাঁচটি বিআরটিসি'র দোতলা বাস ও নিজস্ব ৪টি
বাস থাকলেও শিক্ষার্থীদের বাসে গাদাগাদি করে যেতে হয় ।
অনেকসময় দেখা যায়, অনেক শিক্ষার্থী বাসে উঠতেই পারে না।
সেক্ষেত্রে তাকে বিশ থেকে ত্রিশ টাকা খরচ করে বাসায়
ফিরতে হয়।তাছাড়া এক এক বারে ২-৩টি বাস একসাথে ছাড়ে,
কিন্তু শিক্ষার্থী সেই তুলনায় বেশী থাকে।
এব্যাপারে উপাচার্য মোঃ ওয়াহিদুজ্জামান মহোদয়ের সাথে কথা
বলে জানা যায়,ক্যাম্পাসে বর্তমানে তিনটি হল নির্মাণাধীন
অবস্থায় রয়েছে। হলগুলো হল-বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল,উকিল আব্দুল
মালেক হল,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল।এবং আশা করা হচ্ছে, খুব
দ্রুত হলগুলো হয়ে গেলে পরিবহন সমস্যা অনেকটা কমে যাবে।সেই
সাথে রোজার পরে বাসের সিডিউল আরো বাড়ানো হবে।
সেক্ষেত্রে পরিবহন সমস্যা মোটামুটি সমাধান হয়ে যাবে।
on

সর্বসাধারনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে নোবিপ্রবির "লন্ডন রোড"!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

নোবিপ্রবি থেকে তরিকুল শাওনঃ
সর্বসাধারণের জন্য বন্ধ হয়ে যাচ্ছে
নোবিপ্রবির লন্ডন রোড।।
দুপাশে সারি সারি ঝাউগাছে মোড়ানো
বিশ্ববিদ্যায়ের নৈসর্গিক সৌন্দর্যের
ধারক লন্ডন রোডটি
বন্ধ করে দেয়া হচ্ছে সর্বসাধারণের জন্য।
ভিসির বাসভবনের দেয়াল ঘেঁষে একটা
গেস্টহাউজ ও দুইটা শিক্ষক ডরমিটরিকে
হাতের বামে রেখে আঁকাবাঁকা পথে
রাস্তাটি গিয়ে মিলেছে
শিক্ষার্থীদের মিলন মেলা পুকুরপাড়ে।।
যেখানে বোনা হয় প্রতিদিন হাজারো
সোনালি সপ্ন,,,ভেঙ্গে যায় অনেক মধুর
সম্পর্ক।। ভাঙ্গা গড়ার এই মিলনমেলা মুখর
হয়ে উঠে বিকেল বেলা। প্রেমিকযুগল ও
বন্ধুবান্ধবের বিনম্র ভালবাসায়,আড্ডা আর
গানে বাতাসে ছড়িয়ে পরে একটাই কথা
"আমরা সবাই রাজা,আমাদের এই রাজার
রাজত্বে"। কিন্তু এই রাজারাই আজ
হারাতে বসেছে তাদের রাজত্ব, কারন
পুকুরপাড়ে যাওয়ার এটাই ছিল সর্ব- স্বীকৃত
একমাত্র রাস্তা।। সরজমিনে গিয়ে দেখা
যায়,লন্ডন রোডের প্রবেশপথে
বিশালাকার গেইট নির্মাণ ও চেকপোষ্ট
বসানো হচ্ছে। এমতাবস্থায়
শিক্ষার্থীদের একাডেমীক ভবন ১,২ এর
পিছনের কাচা রাস্তা ধরে কাদা
মাড়িয়ে যেতে হবে সেখানটায়।।
বিশ্ববিদ্যায়ের সবচেয়ে সুন্দর
জায়গাগুলোর মধ্যে লন্ডন রোড় এবং
পুকুরপাড় উল্ল্যেখযোগ্য,,নোবিপ্রবিতে
বেড়াতে আসা শত শত দর্শনার্থীরা এই
দুইটা স্থান ঘুরতে এবং স্মৃতি স্বরূপ ছবি
তোলে নিতে ভুল করেননা।তাছাড়া
বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাট্য ও চলচ্চিত্র
গোষ্ঠীগুলোর সুটিংস্পট হিসেবে এই
লন্ডন রোড বেশ জনপ্রিয়। এ ব্যাপারে
নোবিপ্রবি নাট্য ও চলচ্চিত্র গোষ্ঠীর এক
উদীয়মান তরুণ পরিচালকের কাছে উনার
প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন
"নোবিপ্রবিতে দেখার মত কোন সুন্দর
জায়গা থাকলে এই লন্ডন রোডই আছে,,যদি
এটিও সর্বসাধারণের জন্য বন্ধ করে দেয়া
হয় তবে নোবিপ্রবি কেউ দেখতে আসবে
বলে আমার মনে হয়না এবং এর প্রভাব
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ফিল্ম ইন্ডাস্ট্রির
উপর ও পড়বে, তাই আমার মতে লন্ডন
রোডে চেকপোস্ট বসানো হলে
দর্শনার্থীদের নাম,পরিচয় লিপিবদ্ধ করে
প্রবেশের অনুমতি দেয়া উচিৎ ।
on

অনলাইনে আপনার জন্মনিবন্ধন ভেরিফাই ও নতুন নিবন্ধনের জন্য আবেদন করবেন যেভাবে!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


জন্ম নিবন্ধন
করতে এখন আর আপনাকে ঝুক্কি-
ঝামেলায় পড়তে হবে না। ঘরে বসে
অনলাইনেই করতে পারবেন এই
কাজটি। এখন অনলাইনে আপনার জন্ম
নিবন্ধন ভেরিফাই করার সহজ পদ্ধতি
জেনে নিন।
জন্ম নিবন্ধন করতে আপনাকে নানা
হজিমতে পড়তে হতো। কখনও টাকার
খরচা বাড়তো আবার কখনও টাকা
দিয়েও ভুয়া জন্ম নিবন্ধন হওয়ার
কারণে বেকায়দায় পড়তে হতো।
কিন্তু এখন আর সেই ঝামেয়ায় পড়তে
হবে না। এখন আর আপনাকে টাকার
বিনিময়ে নাকি ভুয়া জন্ম নিবন্ধন
বা Birth Certificate নিতে হবে না।
সরকারি কিংবা বেসরকারি
প্রতিষ্ঠানে ভুয়া জন্ম নিবন্ধন
ব্যবহারে আপনাকে আর অযাচিত
বিড়ম্বনার স্বীকার হতে হবে না।
কোন প্রতিষ্ঠানে আপনার জন্ম
নিববন্ধন সার্টিফিকেট ব্যবহার করার
আগে, আপনি নিজেই যাচাই করে
নিন আপনার জন্ম নিবন্ধন
সার্টিফিকেট আসল, নাকি ভুয়া।
অনলাইনে খুব সহজেই আপনি
ভেরিফাই করে নিতে পারেন
আপনার জন্মনিবন্ধন
সার্টিফিকেটটি। আবার নতুন জন্ম
নিবন্ধন ফর্ম সংগ্রহ করে, নতুন জন্ম
নিবন্ধনের কাজটিও আপনি সারতে
পারেন এই অনলাইনের মাধ্যমেই।
কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন
সার্টিফিকেটটি ভেরিফাই করবেন:
প্রথমে http://bris.lgd.gov.bd/pub/?
pg=verify_br (এলজিডি.গভ.বিডি)তে এ
ক্লিক করতে হবে। এরপর নিচের মতো
পেইজটি খুলবে। সেই ফর্মের
যথাস্থানে আপনার জন্ম নিবন্ধন
সার্টিফিকেট নম্বর এবং জন্ম তারিখ
বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক
করুন-

আপনার জন্ম নিবন্ধন
সার্টিফিকেটটি যদি আসল হয়,
তাহলে ভেরিফাই বাটনে ক্লিক
করার সঙ্গে সঙ্গে আপনি আপনার নাম
ঠিকানাসহ সকল তথ্য দেখতে
পারবেন।
আর যদি লাল রং এর হরফে লেখা
Matching birth records not found দেখতে
পান, তাহলে বুঝবেন আপনার জন্ম
নিবন্ধন সার্টিফিকেটটি আসলে
ভুয়া।
কিভাবে অনলাইনে জন্মনিবন্ধনের
জন্য আবেদন করবেন ও আবেদনপত্র ফরম
সংগ্রহ করবেন:
জন্ম নিবন্ধন আইন অনুযায়ী: জাতি-
গোষ্ঠি, ধর্ম-কিংবা জাতীয়তা
নির্বিশেষে বাংলাদেশে
জন্মগ্রহণকারী প্রত্যেকটি মানুষের
জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম
নিবন্ধন প্রক্রিয়া শেষে জন্ম নিবন্ধন
কর্তৃপক্ষ নিবন্ধনকারীকে একটি
সার্টিফিকেট প্রদান করবেন। জন্ম
নিবন্ধন আইনের বিধান অনুযায়ী এই
বিধি লঙ্ঘনকারী নিবন্ধক বা ব্যক্তি
অনধিক ৫০০ (পাঁচ শত টাকা) অথবা
অনধিক ২মাস বিনাশ্রম কারাদন্ডে
বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।
অতএব সময় নষ্ট না করে নবজাত জন্মের
সঙ্গে সঙ্গে জন্ম নিবন্ধিত করুন।
অনলাইনে জন্ম নিবন্ধন এর আবেদন
করতে হলে প্রথমে আবেদনপত্র ফরম
সংগ্রহ করতে হবে। বিস্তারিত
জানতে এখানে ক্লিক করুন
on

লক্ষ্য যখন ঢাবি'র ঘ ইউনিট

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


বিভাগ পরিবর্তনের জন্য ভর্তি
পরীক্ষা দিতে হয় ‘ঘ’ ইউনিটে।
বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক—সব
শিক্ষার্থীর জন্য এটি উন্মুক্ত। তবে
সবার জন্য পরীক্ষাপদ্ধতি একই।
‘ঘ’ ইউনিটে ১০০টি প্রশ্নে ১২০
নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রতি প্রশ্নের মান ১.২। বাংলা ও
ইংরেজি থেকে ২৫টি এবং
সাধারণ জ্ঞান থেকে ৫০টি প্রশ্ন
থাকে। সাধারণ জ্ঞান অংশটিতে
আলাদা ২৫টি করে বাংলাদেশ
বিষয়ক ও আন্তর্জাতিক ঘটনার উপর
প্রশ্ন থাকে।
সিলেবাস মোটামুটি যাদের কম্পলিট  তারা। এখন ঘরে বসে মডেল
টেস্ট দিতে পারলে সবচেয়ে
বেশি কাজে লাগবে। এমসিকিউ
প্রশ্ন চর্চা বেশি করলে পরীক্ষার
হলে টেনশন থাকবে না।
নিয়মিত খবর দেখো। পত্রিকা
পড়ো। বিভিন্ন সাল-তারিখ মনে
রাখতে চেষ্টা কেরা। সাধারণ
জ্ঞানে ভালো করতে
মানচিত্রটা মনে গেঁথে নিতে
পারো, বিশেষ করে বাংলাদেশ ও
বিশ্ব মানচিত্র। খেলাধুলা,
আবিষ্কার, রাজনীতি, স্থাপনা,
পুরস্কার, সাম্প্রতিক আলোচিত
ঘটনা ইত্যাদি সম্বন্ধে ভালো
ধারণা রাখতে হবে।
পরীক্ষার দিনের জন্য বলব,
কোনোভাবেই ভুল উত্তর করা যাবে
না। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০
করে নম্বর কাটা যাবে। উত্তরপত্রে
বৃত্ত ভরাট করার সময় অবশ্যই প্রশ্নের
নম্বর ও উত্তরের নম্বর দেখে নিতে
হবে। অনেক সময় একটি ঘর ভুলের
কারণে পরবর্তী সব উত্তর এক ঘর
পিছিয়ে যায়। তাই এ বিষয়ে সতর্ক
থাকতে হবে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে
আমি এক কথায় বলব, নিজের প্রতি
আস্থা রাখো। আত্মবিশ্বাসই
তোমাকে অনেক এগিয়ে দেবে।

Thursday, July 2, 2015

on

আমাদের প্রীতি"-ক্যাম্পাস স্টার

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ 
 আমাদের প্রীতি ......................

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
পাবলিক বিশ্ববিদ্যালয় হল সকল শ্রেণী
ও অঞ্চলের মানুষের জায়গা। এখানে
ধনী-গরীব, হিন্দু-মুসলমান সকলেই এক।
নিজ নিজ জাত ভুলে গিয়ে সকলে
এখানে একসাথেই স্বপ্ন দেখে।
বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়
গুলোর মত বশেমুরবিপ্রবির উপজাতি
কোটা পূরণ করে প্রথম উপজাতি ছাত্র
হিসেবে অধয়্যন করছে প্রীতি।
পুরো নাম প্রীতি কুসুম চাকমা। জন্ম
খাগড়াছড়িতে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে
এডমিশন টেষ্টে অংশ নেওয়ার মাধ্যমে
প্রীতি উপজাতি কোটায় বিজনেস
ফ্যাকাল্টির হিসাববিজ্ঞান ও তথ্য
পদ্ধতি বিভাগে অধ্যয়নের সুযোগ পায়।
প্রথম ও একমাত্র শিক্ষার্থী হওয়ার
কারণে সকলের প্রিয় মুখ হিসেবে
ক্যাম্পাসে পরিচিত আমাদের প্রীতি!
প্রীতি সকলের মাঝে উপজাতি কৃষ্টির
জ্ঞান ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখে।
সদূর ও প্রত্যন্ত জেলা খাগড়াছড়ি
থেকে এসে জ্ঞান অর্জনের দ্বারা
বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করার স্বপ্ন
দেখে প্রীতি। প্রথম এই উপজাতি
বন্ধুকে পেয়ে বশেমুরবিপ্রবি পরিবার
সত্যিই গর্বিত।
নিশ্চয়ই একসময় আমাদের ক্যাম্পাসও ভরে
উঠবে সকল উপজাতিদের আড্ডায়!
on

বন্ধ হয়ে আছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলের কাজ

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

নোবিপ্রবি থেকে তরিকুল শাওনঃ
নানা সমস্যায় জর্জরিত নোবিপ্রবি
শিক্ষার্থীরা।।তার মধ্যে অন্যতম
আবাসন
সমস্যা।।বিশ্ববিদ্যায়ের
৮৫%শিক্ষার্থী ক্যাম্পাসের বাহিরে
অর্থাৎ বিভিন্ন
মেসে থাকায় মেয়েদের পোহাতে
হচ্ছে নিরাপত্তা জনিত নানাবিদ
সমস্যা।।এদিকে
হলে আবাসনের ব্যবস্থা না হওয়ায়
ছাত্রীদের পরিবারবর্গ তাদের
নিরাপত্তা
নিয়ে রয়েছেন নানা দুশ্চিন্তা ও
উৎকন্ঠায়।।এমতাবস্থায় আশার আলো
নিয়ে
এসেছিল নির্মাণাধীন তিনটি হল,
তার মধ্যে একটি বঙমাতা
ফজিলাতুন্নেসা মুজিব
হল। আয়তনে বিশ্ববিদ্যায়ের সবচেয়ে
বড় হল, যার কাজ বন্ধ রয়েছে গত ১মাস
যাবত।সেখানে কর্মরত পাহারাদারের
সাথে কথা বলে জানা
গেছে,বঙমাতা
ফজিলাতুন্নেসা মুজিব হলের সাব-
কন্টাক্টর মোঃরিদয় ও তার শ্রমিকরা
প্রায়
১মাস আগে হুট করে কাউকে কিছু না
বলে রাতের অন্ধকারে হলের কাজ
ফেলে চলে
যায়।।সেই থেকে অধ্যবধি হলের কাজ
একেবারেই বন্ধ হয়ে আছে বলা চলে।।
পুরাতন
কন্টাক্টরের পলায়ন এবং নতুন
কন্টাক্টরের নিয়োগের ব্যাপারে এখন
পর্যন্ত
কিছু জানা যায়নি।এমতাবস্থায়
ছাত্রীদের আবাসন সমস্যা সমধানের
প্রতিক্ষার
প্রহর দির্ঘায়ীত হতে পারে এমনটাই
মনে করছেন শিক্ষার্থীরা।।
on

পবিপ্রবি ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আগামি রবিবার

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ



পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের "ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন"-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামি ৫ জুলাই রোজ রবিবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন এর সকল সদস্য সহ উপস্থিত থাকবেন ভিএসএ,পবিপ্রবি শাখার সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভিএসএ সূত্রে জানা যায়,উক্ত ইফতার মাহফিল বিশ্ববিদ্যালয় অনুষদীয় অডিটোরিয়াম এ ১৭ ই রমজান বিকাল ৬:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

on

নোবিপ্রবি'তে অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স
এসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার
ইফতার
মাহফিলের আয়োজন করা হয়েছে।
অফিসার্স
এসোসিয়েশনের সভাপতি তারেক
মো: রাশেদ
উদ্দিনের সভাপতিত্বে বিকেল সাড়ে
৫ টায়
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে
দোয়া ও
ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ভিসি প্রফেসর ড. এম
অহিদুজ্জামান,
প্রো-ভিসি প্রফেসর ড. মো: আবুল
হোসেন,
শিক্ষক সমিতির সভাপতি ড. মো:
জাহাঙ্গীর সরকার, প্রচার সম্পাদক
জনাব
মাহাবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সকল
কর্মকর্তা, কর্মচারী ও প্রতিনিধিবৃন্দ
উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন
ভিসি
প্রফেসর ড. এম অহিদুজ্জামান। তিনি
রমজান মাসের শিক্ষা থেকে
আত্মশুদ্ধি
অর্জন করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা
সহকারে বিশ্ববিদ্যালয়সহ দেশের
কল্যাণে
স্ব স্ব অবস্থান থেকে কাজ করে
যাওয়ার
জন্য সকলের প্রতি উদাত্ত আহবান
জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-
ভিসি
প্রফেসর ড. মো: আবুল হোসেন, শিক্ষক
সমিতির সভাপতি ড. মো: জাহাঙ্গীর
সরকার, অফিসার্স এসোসিয়েশনের সহ-
সভাপতি মো: সফিকুল ইসলাম,
এসোসিয়েশনের সদস্য জনাব মোহাম্মদ
সাইফুদ্দীন প্রমুখ।
বক্তারা দোয়া ও ইফতার অনুষ্ঠানে
উপস্থিত
হওয়ায় জন্য ভিসিকে ধন্যবাদ জানান।
তারা রমজান মাসের প্রকৃত শিক্ষা
ধারণ
করে ভিসির নেতৃত্বে কাজ করে
যাওয়ার
অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিশেষে অফিসার্স এসোসিয়েশনের
সভাপতি দোয়া ও ইফতার অনুষ্ঠানে
উপস্থিত
হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ
জানিয়ে
সংক্ষিপ্ত আলোচনা পর্বের সমাপ্ত
করেন।
এরপর দোয়াপর্ব অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয়
মসজিদের ইমাম হাফেজ মাওলানা
মো:
গিয়াস উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা
করেন অফিসার্স এসোসিয়েশনের
সাধারণ
সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন।
on

ভর্তি পরিক্ষার সাধারণ দিকনির্দেশনা ও মানবন্টণ।

ক্যাম্পাসভয়েস২৪ডটকম এডমিশন ডেস্কঃ


ভর্তি পরীক্ষার দিক-নির্দেশনামূলক আলোচনায়
সবাইকে স্বাগতম । এই লেখায় বিজ্ঞান শাখার
ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করা হবে। একই
সাথে অনেক ধরণের প্রতিষ্ঠান ও পরীক্ষা পদ্ধতি
নিয়ে আলোচনা করা হবে; তাই আলোচনাটি যতটা
সম্ভব সংক্ষিপ্ত রাখা হবে।
০১। মেডিক্যাল কলেজঃ
বাংলাদেশে বর্তমানে পাবলিক মেডিক্যাল কলেজ
সংখ্যা ২৫। একই দিনে, একই সময়ে ও একই
প্রশ্নপত্রে সকল মেডিক্যালের ভর্তি পরীক্ষা
অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে
অনুষ্ঠিত হয়। পরীক্ষার মান বণ্টন নিম্নরূপ।
পদার্থবিজ্ঞান= ২০
রসায়ন= ২৫
জীববিজ্ঞান= ৩০
ইংরেজি= ১৫
সাধারণ জ্ঞান= ১০
__________________________________
সর্বমোট= ১০০
এসএসসি=৪০
এইচএসসি=৬০
______________
০২। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ঃ
বাংলাদেশে চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়
রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
(BUET), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (KUET), চট্টগ্রাম প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET) এবং রাজশাহী
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET)।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পৃথক পৃথক সময়ে, পৃথক
পৃথক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
BUET-এ সর্বমোট ৬০০ মার্কের পরীক্ষা (৩০০
MCQ ও ৩০০ লিখিত) অনুষ্ঠিত হয়। KUET-এ
৫০০ মার্কের MCQ পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত
হয়। CUET-এ সর্বমোট ৭০০ মার্কের পরীক্ষা
(৩৫০ MCQ ও ৩৫০ লিখিত) অনুষ্ঠিত হয়।
RUET-এ ৫০০ মার্কের MCQ পদ্ধতির পরীক্ষা
অনুষ্ঠিত হয়। শুধুমাত্র BUET এর ভর্তি পরীক্ষার
মান বণ্টন নীচে উল্লেখ করা হল।
MCQ
পদার্থবিজ্ঞান (৪০x২.৫)= ১০০
রসায়ন (৪০x২.৫)= ১০০
গণিত (৪০x২.৫)= ১০০
__________________________________
সর্বমোট= ৩০০
[প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫%
(০.৬২৫ নম্বর) করে কাটা যাবে।]


______________
০৩। বিশ্ববিদ্যালয়ঃ
এখানে বিশ্ববিদ্যালয় বলতে সাধারণ পাবলিক
বিশ্ববিদ্যালয়গুলোকে বোঝানো হচ্ছে। যেমনঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়,
ইসলামী বিশ্ববিদ্যালয়… ইত্যাদি। শুধু ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ক-ইউনিটের ভর্তি পরীক্ষার মান
বণ্টন এখানে দেওয়া হল।
পদার্থবিজ্ঞান= ৩০
রসায়ন= ৩০
জীববিজ্ঞান= ৩০
গণিত= ৩০
ইংরেজি= ৩০
বাংলা= ৩০
_______________________________________
(যেকোন ৪টি বিষয় উত্তর করতে হবে)
সর্বমোট= ১২০
_________
০৪। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
বাংলাদেশে ৭টি বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), পটুয়াখালী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা
ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
(টাঙ্গাইল), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর)। শুধু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
ভর্তি পরীক্ষার মান বণ্টন নীচে দেওয়া হল।
পদার্থবিজ্ঞান
রসায়ন
জীববিজ্ঞান
ইংরেজি
__________________________________
সর্বমোট= ৭০
এস
এইচ
______________
০৫। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ঃ
বাংলাদেশে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় একটি।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTEX)। এর
ভর্তি পরীক্ষার মান বণ্টন নিম্নরূপ।
উল্লেখ্য, BUTEX ছাড়াও খুলনা প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET)-এ টেক্সটাইল
ইঞ্জিনিয়ারিং রয়েছে, যার আসন সংখ্যা ৬০।
পদার্থবিজ্ঞান= ২৫
রসায়ন= ২৫
গণিত= ২৫
ইংরেজি= ২৫
__________________________________
সর্বমোট= ১০০
এস
এইচএ
______________
০৬। কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় ৪টি। বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শেরে বাংলা কৃষি
বিশ্ববিদ্যালয় (ঢাকা), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
প্রভৃতি। এছাড়াও রয়েছে চট্টগ্রাম ভেটেনারি এন্ড
অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মান বণ্টন
নিম্নরূপ।
পদার্থবিজ্ঞান= ২৫
রসায়ন= ২৫
জীববিজ্ঞান= ২৫
ইংরেজি= ২৫
__________________________________
সর্বমোট= ১০০
এস
এইচএ
______________
এছাড়াও রয়েছে…
০৭। মেরিন ইঞ্জিনিয়ারিং
মেরিন একাডেমী, চট্টগ্রাম।
০৮। ঘ ইউনিট এর মাধ্যমে বিজ্ঞান থেকে মানবিক
ও ব্যবসায় শিক্ষা অনুষদের বিষয়সমূহে চলে যাওয়ার
সুযোগ। (শীঘ্রই বিস্তারিত আকারে জানানো হবে)
০৯। জাতীয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ।


Disclaimer: উপরের তথ্যগুলো সাবধানতার সাথে
সংগ্রহ করা হয়েছে। তবু সকল তথ্য শতভাগ সঠিক
নাও হতে পারে। কারণ বিশ্ববিদ্যালয়গুলো প্রায়ই
ভর্তির নিয়মাবলী পরিবর্তন করে থাকে। তাই
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে
তথ্যগুলো নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ রইল।

Wednesday, July 1, 2015

on

প্রতিদিন ১০০ এমবি ফ্রি-পুরো রমজান মাস জুড়ে।

ক্যাম্পাসভয়েস২৪ডটকম আইটি ডেস্কঃ


বাংলালিংক গ্রাহকরা পুরো রমজান
মাস জুড়ে প্রতিদিন রাত ১টা থেকে
সকাল ১১টা পর্যন্ত ১০০ এমবি ফ্রি
ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই
অফারে একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ
১০০ মেগাবাইট পর্যন্ত ইন্টারনেট
বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
অফারটি উপভোগ করতে গ্রাহকের
বাংলালিংক সংযোগে যেকোনো
একটি ইন্টারনেট প্যাক চালু থাকতে
হবে।
অফারটি চালু করতে ডায়াল করতে
হবে *৫০০০*৬৬৬# নম্বরে। অবশিষ্ট
ইন্টারনেট ব্যালেন্স *১২৪*৬৬#
নাম্বারে ডায়াল করে জানা যাবে।
on

জেনে নিন এখন পর্যন্ত প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের সময়সীমা ও পরিক্ষার তারিখ

ক্যাম্পাসভয়েস২৪ডটকম এডমিশন ডেস্কঃ

এ পর্যন্ত যে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি
পরীক্ষার তারিখ ঘোষিত :
① ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ
০৯ অক্টোবর-- খ ইউনিট ।
১৬ অক্টোবর--গ ইউনিট ।
১৭ অক্টোবর--চ ইউনিট ।
৩০ অক্টোবর--ক ইউনিট ।
০৬ নভেম্বর----ঘ ইউনিট ।
# আবেদন : ২০ আগষ্ট থেকে ৬ সেপ্টেম্বর।
② জগন্নাথ বিশ্ববিদ্যালয়ঃ
১০ অক্টোবর -ক ইউনিট ।
১৭ অক্টোবর -খ ইউনিট(প্রাক্তন খ+ঘ
ইউনিট)।
২৪ অক্টোবর -গ ইউনিট ।
৩১ অক্টোবর -চ ইউনিট ।
-সংরক্ষিত তারিখ: ৭ নভেম্বর।
③ রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ
০৯, ১০, ১১ ও ১২ নভেম্বর।
#আবেদন : ১ অক্টোবর থেকে ১৮
অক্টোবর।
৪. চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় :
০১,০২,০৩,০৪,০৫ নভেম্বর ।
#১ নভেম্বর শুরু হওয়া ভর্তি পরীক্ষা শেষ
হবে ৯ নভেম্বর।
৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয় :
০৫, ০৬, ০৭ ও ০৮ নভেম্বর ।
৬. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া :
১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ নভেম্বর ।

Comments

Popular

Featured Video