Thursday, September 10, 2015

on

ছড়িয়ে পড়ছে শিক্ষায় ভ্যাটবিরোধী বিক্ষোভ

ভার্সিটি ভয়েস:পুরো ঢাকা অচল করে দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৭.৫% প্রত্যাহারের দাবিতে আজ সকাল ৯ টা থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
গতকাল শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ এ কর্মসূচি পালন করছে তাঁরা। আজ বাড্ডা, বসুন্ধরা. ধানমন্ডি, বনানী ও উত্তরায় বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।জানা গেছে, রাজধানীর উত্তরা, বনানী, ধানমন্ডি, মিরপুর রোড অচল হয়ে পড়েছে।নো ভ্যাট অন এডুকেশনের মুখপাত্র আরিফ জানান, সরকার ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আমরা এ কর্মসূচি চালিয়ে যাবো। ৬টি জোনে আন্দোলন চলছে বলে জানান আরিফ। তিনি বলেন, আমাদের দাবি এখন তিনটি- প্রথমত, চলতি সংসদ অধিবেশনে ভ্যাট প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, গতকাল শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। তৃতীয়ত, আহত শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসার ভার রাষ্ট্রকে বহন করতে হবে।আরিফ বলেন, ১৯৬৯ সালে ছাত্রদের জীবন বাঁচাতে পুলিশেরগুলি ও বেয়নটের আঘাতে নিজের জীবন দিয়েছিলেন রাবি প্রক্টর ও জনপ্রিয় শিক্ষক শহীদ শামসুজোহা। আজও হাজারও শামসুজোহার উত্তরসূরী আমাদের সম্মানিত শিক্ষকরা প্রস্তুত আছেন ছাত্রদের জীবন বাঁচাতে। জাতির মেরুদণ্ড রক্ষায় নিজের মেরুদণ্ড কেন? প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে ছাত্রসমাজ।

on

অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে পবিপ্রবিতে কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল

পবিপ্রবি ভয়েস:বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে অর্থমন্ত্রীর অশোভন বক্তব্যের প্রতিবাদে পবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে আজ বেলা ১১:০০ টায় পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর নেতৃত্বে সকল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উপস্থিতিতে র‍্যালিটি বিশ্ববিদ্যালয় চত্বরসহ পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনে এসে শেষ হয় । এসময় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ কালো ব্যাজ ধারণ করে র‍্যালীতে অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর জেহাদ পারভেজের সঞ্চালণায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  এ সময় বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ রবিউল হক, প্রফেসর ড. সুলতান মাহমুদ,  প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত,  প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, প্রফেসর ড. এস.এম. তাওহিদুল ইসলাম,জনাব মোঃ রেশাদ মল্লিক প্রমুখ।

সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষার খাতিরে উক্ত বক্তব্য প্রত্যাহারের জন্য বলেন।

সমাপণী বক্তব্যে পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী বলেন,”আমরা অর্থমন্ত্রীর অশোভন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহারের জন্য তাকে আহ্বান করছি। তা না হলে আমরা আরো কঠোর আন্দোলন ও কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবো”। এছাড়া তিনি আগামী ১৩ই সেপ্টেম্বর অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক সমিতি ফেডারেশনের প্রতিবাদ সভায় সকল শিক্ষক-শিক্ষিকাকে সর্বাত্মকভাবে অংশগ্রহণের জন্য বলেন।

on

বশেমুরবিপ্রবিতে চালু হচ্ছে নতুন ৬টি বিভাগ

বশেমুরবিপ্রবি ভয়েস :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় চলতি বছর থেকেই যুক্ত হতে যাচ্ছে নতুন ছয়টি বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ১৪টি বিভাগের সঙ্গে যুক্ত হচ্ছে আইন, আন্তর্জাতিক সম্পর্ক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মার্কেটিং এবং অ্যাগ্রিকালচার নামে নতুন ৬টি বিভাগ।

ফলে চলতি বছর ২০টি বিভাগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের আওতায় ১৪টি বিভাগ চালু রয়েছে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে নতুন চালু হতে যাওয়া বিভাগগুলোর মধ্যে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান অনুষদের আওতায়, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান অনুষদের আওতায়, মার্কেটিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজনেস স্টাডিজ অনুষদের আওতায়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায়।

তবে অ্যাগ্রিকালচার এবং আইন বিভাগের ভর্তি পরীক্ষা কোন অনুষদের আওতায় অনুষ্ঠিত হবে এ ব্যাপারে এখনও কোনো তথ্য জানা যায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তিসহ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd-এ পাওয়া যাবে।

on

ঢাবির ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে প্রার্থীদের আবেদন গ্রহণের প্রক্রিয়া আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। আজ সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়ার সমাপ্তি টানবেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ অক্টোবর, ‘খ’ ইউনিটের ৯ অক্টোবর, ‘গ’ ইউনিটের ১৬ অক্টোবর, ‘ঘ’ ইউনিটের ৬ নভেম্বর এবং ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশ ১০ অক্টোবর ও অঙ্কন অংশ ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

on

পবিপ্রবির দুই কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

পবিপ্রবি ভয়েস: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চাকুরির মেয়াদ সম্পন্ন হওয়ায় অবসরোত্তর বিদায় সংবর্ধনা দিয়েছে অফিসার্স অ্যাসোসিয়েশন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই বিদায়ী সংবর্ধনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি ভিসি প্রফেসর ড মো. রবিউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড মো. সুলতান মাহমুদ।  সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল মোতালেব খান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভপতি ডা. এ টি এম নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম কাওছার, মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক মো. ওয়াজকুরনী, দপ্তর সম্পাদক মো. ফিরোজ আহমেদসহ আরো অনেকে।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের প্রধান খামার তত্ত্বাবধায়ক মি অনিল কুমার দাস ও অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মো. আব্দুল হাকিম খানের চাকুরির মেয়াদ পূর্ণ করায় এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয় বলে জানিয়েছে সংগঠনটির মুখপাত্র।

Comments

Popular

Featured Video