Monday, June 29, 2015

on

বশেমুরবিপ্রবি'তে ধীরেধীরে গড়ে উঠছে বিভিন্ন সংগঠন।

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
সংগঠন ছাড়া একটি বিশ্ববিদ্যালয়
প্রায় শূণ্য থাকে। বিশ্ববিদ্যালয়ের
সংগঠনের প্রতিটি কাজের দ্বারাই
বিশ্ববিদ্যালয় অন্যান্য মহলে পরিচয়
লাভ করে। সেই সাথে শিক্ষার্থীরা
তাদের কারিকুলার এক্টিভিটিসকে
ঝালিয়ে নেওয়ার সুযোগ পায়। আমরা
খুবই গর্বিত যে, অতি অল্প সময়ে আমরা
আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক
সংগঠনের ছাপ পেয়েছি।
আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা
কার্যক্রম শুরু হয় ২০১২ সাল থেকে। সে
হিসেবে বিশ্ববিদ্যালয়ের বয়স মাত্র ৪
বছর। এই ৪ বছরে এতগুলো সংগঠনের
যাত্রা সত্যিই কল্পনাতীত। নতুন
বিশ্ববিদ্যালয় হিসেবে পিছিয়ে
নেয় আমরা। আমরা এগিয়ে চলছি দুরন্ত
গতিতে।
এক পলকে বশেমুরবিপ্রবির সংগঠনসমূহ:
এবিসি,
সাদাকালো মিউজিক ক্লাব,
বিজনেস ফ্যাকাল্টি ডিবেটিং
সোসাইটি,
বাঁধন,
বঙ্গবন্ধু আইটি সোসাইটি,
এ আই এস বিজনেস ক্লাব,
i+1 কো অপারেটিভ লাইব্রেরি,
BSMRSTU Photographic Society,
BSMRSTU সিনেমাটিক সোসাইটি,
অনুরণন অধ্যয়ন কেন্দ্র,
জাগো এবং
রংধনু সাংস্কৃতিক ক্লাব।
এছাড়াও প্রত্যেক ডিপার্টমেন্টের
আলাদা ক্লাব ও জেলা
ভিত্তিকভাবে এসোসিয়েশন রয়েছে।

Comments

Popular

Featured Video