Wednesday, June 24, 2015

on

২৬ জুন থেকে স্টার সিনেপ্লেক্সে আসছে "ইনসাইড আউট"!!


২৬ জুন বসুন্ধরা স্টার
সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে
ডিজনি পিকচার্সের নতুন
এনিমেশন চলচ্চিত্র ‘ইনসাইড
আউট’।
পিটে ডকটার পরিচালিত
‘ইনসাইড আউট’ চলচ্চিত্রটি
যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ১৯
জুন।
১১ বছরের রিলে এন্ডারসনকে
ঘিরে আবর্তিত হয় ‘ইনসাইড আউট’
এর গল্প। সুখ, দুঃখ, রাগ, বিরক্তি ও
ভয়— এই পাঁচটি বিষয় তার
আবেগকে সবসময় নিয়ন্ত্রণ করে।
ঘটনাক্রমে বাবার সঙ্গে
সানফ্রান্সিসকো শহরে চলে
আসে রিলে। এসময় নিজের
চিরচেনা শহরকে হারিয়ে
ফেলে সে।
নতুন শহরের মানুষজন, রাস্তাঘাট,
প্রকৃতি কোনো কিছুকেই আপন
করে নিতে পারে না রিলে।
সৃষ্টি হয় অদ্ভুত মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব।
টানাপোড়েনে শহরের এক
প্রান্ত থেকে আরেক প্রান্তে
পেন্ডুলামের মত দুলতে থাকে
রিলে।
‘ইনসাইড আউট’এর বিভিন্ন
চরিত্রে কণ্ঠ দিয়েছেন এমি
পয়েলার, ফিলিস স্মিথ, লুইস
ব্ল্যাক, মিনডি কেলিনসহ
অনেকে। আর প্রধান চরিত্র
রিলে এন্ডারসনের কণ্ঠ
দিয়েছেন ক্যাথলিন ডায়াস।
সাড়ে ১৭ কোটি ডলার ব্যয়ে
নির্মিত চলচ্চিত্রটি এখন পর্যন্ত
আয় করছে ১৩ কোটি ডলারের
বেশি।

Comments

Popular

Featured Video