ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ
---------------------------------------------
বশেমুরবিপ্রবি' প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম মহিলা
প্রক্টোর নিয়োগ দেয়া হয়ে হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
নারীদের পদচারণা এখন সর্বত্র। এখন
নারীরা চাঁদেও যায়, মঙ্গল গ্রহেও
যায়। ধীরে ধীরে নারীরা প্রতিটা
সেক্টরে নিজেদের মেধার প্রকাশ
ঘটাচ্ছে। নারীদের আরও একধাপ
এগিয়ে নিয়ে যাবার উদ্যোগগুলোর
একটি হচ্ছে প্রোক্টর ও সহকারী প্রোক্টর
পদে নারীদের নিয়োগ।
প্রোক্টর পদে নিয়োগ দেয়া হয়েছে ড.
মোসাঃ হালিমা খাতুন-কে। উল্লেখ্য
যে তিনি এপিইসিই বিভাগের
সহকারী অধ্যাপক।
বশেমুরবিপ্রবি'তে প্রোক্টরিয়াল বডির
মোট সদস্য সংখ্যা ৬জন। এর মধ্যে একজন
প্রোক্টর এবং বাকি ৫ জন সহকারী
প্রোক্টর। ৫জন সহকারী প্রোক্টরের মধ্যে
২ জন নারী এবং তিন জন পুরুষ।
---------------------------------------------
বশেমুরবিপ্রবি' প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম মহিলা
প্রক্টোর নিয়োগ দেয়া হয়ে হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
নারীদের পদচারণা এখন সর্বত্র। এখন
নারীরা চাঁদেও যায়, মঙ্গল গ্রহেও
যায়। ধীরে ধীরে নারীরা প্রতিটা
সেক্টরে নিজেদের মেধার প্রকাশ
ঘটাচ্ছে। নারীদের আরও একধাপ
এগিয়ে নিয়ে যাবার উদ্যোগগুলোর
একটি হচ্ছে প্রোক্টর ও সহকারী প্রোক্টর
পদে নারীদের নিয়োগ।
প্রোক্টর পদে নিয়োগ দেয়া হয়েছে ড.
মোসাঃ হালিমা খাতুন-কে। উল্লেখ্য
যে তিনি এপিইসিই বিভাগের
সহকারী অধ্যাপক।
বশেমুরবিপ্রবি'তে প্রোক্টরিয়াল বডির
মোট সদস্য সংখ্যা ৬জন। এর মধ্যে একজন
প্রোক্টর এবং বাকি ৫ জন সহকারী
প্রোক্টর। ৫জন সহকারী প্রোক্টরের মধ্যে
২ জন নারী এবং তিন জন পুরুষ।