Sunday, June 28, 2015

on

জেনে নিন শীর্ষ দশ ধনী বাংলাদেশি সম্পর্কে।

ক্যাম্পাসভয়েস২৪ডটকম অর্থনীতি ডেস্কঃ

বাংলাদেশেও রয়েছে অনেক
ক্ষমতাধর এবং বিপুল ধনী
ব্যক্তিবর্গ। যারা নিজ নিজ কর্ম
ক্ষেত্রের দ্বারা এই দেশকে
অনেক বড় স্থানে নিয়ে যেতে
পেরেছেন। চলুন শীর্ষ ১০
বাংলাদেশী ধনী ব্যক্তির সাথে
পরিচিত হওয়া যাক।

১. মূসা বিন শমসেরঃ
তিনি প্রিন্স মূসা নামে
পরিচিত। তাকে বাংলাদেশের
জনশক্তি রপ্তানি বাণিজ্যের
অগ্রদূত বলা হয়। তিনি ড্যাটকো
গ্রুপের এর মালিক। তিনি প্রায়
৯৫০ মিলিয়ন ডলারের মালিক।

২. সালমান এফ রহমানঃ
বেক্সিমকো গ্রুপের
প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায়
৬০০ মিলিয়ন ডলারের মালিক।

৩. আহমেদ আকবর সোবহানঃ
তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের
প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায়
৬০০ মিলিয়ন ডলারের মালিক

৪. এম এ হাশেমঃ
তিনি পারটেক্স গ্রুপ ও ইউসিবিএল
ব্যাংকের চেয়ারম্যান। তিনি
প্রায় ৫০০ মিলিয়ন ডলারের মালিক।

৫. আজম জে চৌধুরীঃ
তিনি ইস্ট-কোস্ট গ্রুপের মালিক,
প্রাইম ব্যাংকের চেয়ারম্যান
এবং মবিল যমুনা লুব্রিক্যান্টের
সোল এজেন্ট। তিনি প্রায় ৪১০
মিলিয়ন ডলারের মালিক।


৬. গিয়াস উদ্দিন আল মামুনঃ
তিনি তারেক জিয়ার বন্ধু। তিনি
রিয়েল স্টেট, হোটেল ও মিডিয়া
ব্যবসায়ী।
রাগিব আলী

৭. রাগিব আলীঃ
তিনি চা উৎপাদন ব্যাবসায় সফল একজন
ব্যাবসায়ী। তিনি সাউথ ইস্ট
ব্যাংকের চেয়ারম্যান। তিনি
প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক।


৮. শামসুদ্দিন খানঃ
তিনি একে খান এন্ড কোম্পানি
লিঃ-এর চেয়ারম্যান এবং
ডিরেক্টর। তিনিও প্রায় ৩০০
মিলিয়ন ডলারের মালিক।

৯. ইকবাল আহমেদঃ
তিনি সিলেটের একজন ব্যাবসায়ী।
সামুদ্রিক খাবার ব্যবসায় তিনি
সফল। তিনি সীমার্ক গ্রুপ লিবকো
ব্রাদার লিঃ-এর চেয়ারম্যান এবং
ডিরেক্টর। তিনি প্রায় ২৫০-২৯০
মিলিয়ন ডলারের মালিক।

১০. সাইফুল ইসলাম কামালঃ
তিনি নাভানা লিঃ ও নাভানা
সিএনজি লিঃ-এর চেয়ারম্যান এবং
ডিরেক্টর। তিনিও প্রায় ২৯০
মিলিয়ন ডলারের মালিক।

Comments

Popular

Featured Video