গ্রীষ্মের ছুটি শেষে প্রাণ চাঞ্চল্যে
ভরে উঠেছে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস
বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
গ্রীষ্মের ছুটি শেষে প্রাণ চাঞ্চল্যে
ভরে উঠেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)
ক্যাম্পাস।
গত রোববার থেকে কোন কোন
বিভাগের প্রথম সেমিস্টারের বাকি
থাকা পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। তবে
সবাই এখনও ক্যাম্পাসে ফেরেননি।
লাগাতার বৃষ্টি'র কারণে অনেকের
ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে
পারেননি।
ধীরে ধীরে জমে উঠছে আড্ডার
জায়গাগুলো। সেই সাথে একাডেমীক
ভবনের কোলাহল, শেখ হাসিনা চত্বর,
ছেলেদের হল গেট, গ্যাং চত্তর ৩১ সহ
বিভিন্ন স্থান এখন তরুণ-তরুণীদের
কোলাহলে মুখরিত। তবে রমজানের
কারণে কেউ কেউ এখনও ক্যাম্পাসে
ফিরে আসেননি। বিশেষ করে যাদের
পরীক্ষার চাপ নেই তারা অনেকে
বাড়ি থেকে ফিরতে দেরি করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম
পুরোদমে চালু হলেও একাডেমীক
কার্যক্রম এখনও পুরোপুরি চালু হয়নি।
আশা করা যাচ্ছে, বৈরি আবহাওয়া
উপেক্ষা করে শিক্ষার্থীরা
ক্যাম্পাসে ফিরলেই দুই-একদিনের
মধ্যে পুরোপুরি চালু হবে একাডেমীক
কার্যক্রম।