Tuesday, June 30, 2015

on

গ্রীষ্মের ছুটি শেষে প্রাণ চাঞ্চল্যে ভরে উঠেছে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস।


গ্রীষ্মের ছুটি শেষে প্রাণ চাঞ্চল্যে
ভরে উঠেছে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস
বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

গ্রীষ্মের ছুটি শেষে প্রাণ চাঞ্চল্যে
ভরে উঠেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)
ক্যাম্পাস।
গত রোববার থেকে কোন কোন
বিভাগের প্রথম সেমিস্টারের বাকি
থাকা পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। তবে
সবাই এখনও ক্যাম্পাসে ফেরেননি।
লাগাতার বৃষ্টি'র কারণে অনেকের
ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে
পারেননি।
ধীরে ধীরে জমে উঠছে আড্ডার
জায়গাগুলো। সেই সাথে একাডেমীক
ভবনের কোলাহল, শেখ হাসিনা চত্বর,
ছেলেদের হল গেট, গ্যাং চত্তর ৩১ সহ
বিভিন্ন স্থান এখন তরুণ-তরুণীদের
কোলাহলে মুখরিত। তবে রমজানের
কারণে কেউ কেউ এখনও ক্যাম্পাসে
ফিরে আসেননি। বিশেষ করে যাদের
পরীক্ষার চাপ নেই তারা অনেকে
বাড়ি থেকে ফিরতে দেরি করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম
পুরোদমে চালু হলেও একাডেমীক
কার্যক্রম এখনও পুরোপুরি চালু হয়নি।
আশা করা যাচ্ছে, বৈরি আবহাওয়া
উপেক্ষা করে শিক্ষার্থীরা
ক্যাম্পাসে ফিরলেই দুই-একদিনের
মধ্যে পুরোপুরি চালু হবে একাডেমীক
কার্যক্রম।

Monday, June 29, 2015

on

বশেমুরবিপ্রবি'তে ধীরেধীরে গড়ে উঠছে বিভিন্ন সংগঠন।

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
সংগঠন ছাড়া একটি বিশ্ববিদ্যালয়
প্রায় শূণ্য থাকে। বিশ্ববিদ্যালয়ের
সংগঠনের প্রতিটি কাজের দ্বারাই
বিশ্ববিদ্যালয় অন্যান্য মহলে পরিচয়
লাভ করে। সেই সাথে শিক্ষার্থীরা
তাদের কারিকুলার এক্টিভিটিসকে
ঝালিয়ে নেওয়ার সুযোগ পায়। আমরা
খুবই গর্বিত যে, অতি অল্প সময়ে আমরা
আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক
সংগঠনের ছাপ পেয়েছি।
আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা
কার্যক্রম শুরু হয় ২০১২ সাল থেকে। সে
হিসেবে বিশ্ববিদ্যালয়ের বয়স মাত্র ৪
বছর। এই ৪ বছরে এতগুলো সংগঠনের
যাত্রা সত্যিই কল্পনাতীত। নতুন
বিশ্ববিদ্যালয় হিসেবে পিছিয়ে
নেয় আমরা। আমরা এগিয়ে চলছি দুরন্ত
গতিতে।
এক পলকে বশেমুরবিপ্রবির সংগঠনসমূহ:
এবিসি,
সাদাকালো মিউজিক ক্লাব,
বিজনেস ফ্যাকাল্টি ডিবেটিং
সোসাইটি,
বাঁধন,
বঙ্গবন্ধু আইটি সোসাইটি,
এ আই এস বিজনেস ক্লাব,
i+1 কো অপারেটিভ লাইব্রেরি,
BSMRSTU Photographic Society,
BSMRSTU সিনেমাটিক সোসাইটি,
অনুরণন অধ্যয়ন কেন্দ্র,
জাগো এবং
রংধনু সাংস্কৃতিক ক্লাব।
এছাড়াও প্রত্যেক ডিপার্টমেন্টের
আলাদা ক্লাব ও জেলা
ভিত্তিকভাবে এসোসিয়েশন রয়েছে।
on

শিক্ষাবর্ষের শুরুতেই ট্যাব পাবে কলেজ শিক্ষার্থীরা!

অনলাইন ডেস্ক,ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজে
ক্লাস শুরুর দিনেই ব্যাংক ঋণের মাধ্যমে
নতুন ট্যাব বা ল্যাপটপ তুলে দেওয়ার কথা
চিন্তা করছে সরকার।
সচিবালয়ে এ পরিকল্পনার কথা
জানিয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম
খান। তিনি বলেন, উচ্চ মাধ্যমিকে যারা
ভর্তি হয় ঋণের মাধ্যমে তাদের হাতে
একটি করে ট্যাব বা ল্যাপটপ তুলে দেওয়া
যায় কি না, এমন চিন্তা করা হচ্ছে।
আউটসোর্সিং করে শিক্ষার্থীরা ব্যাংক
ঋণের টাকা পরিশোধ করতে পারবে
বলেও মত প্রকাশ করেন শিক্ষা সচিব।
এর আগে, ২০১৬ সাল থেকে ষষ্ঠ শ্রেণির
শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেয়ার
ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল
ইসলাম নাহিদ।
on

যেভাবে চিনবেন খাঁটি মধু

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

শুধু মৌচাক আর মৌমাছি
থাকলেই মধু খাঁটি হবে এমনটা
ভাবা ভুল। চারতি উপায়ের
মাধ্যমে জানতে পারবেন খাঁটি
মধু কোনটি…

১. এক গ্লাস জলে এক চামচ পরিমাণ
মধু দিন। তারপর আস্তে আস্তে
গ্লাসটি নাড়া দিন। মধু জলের
সঙ্গে মিশে গেলে নিশ্চিত
হবেন সেটা ভেজাল মধু। আর মধু
যদি ছোট পিণ্ডের মতো গ্লাসের
জলে ছড়িয়ে যায়, তাহলে বুঝবেন
সেটা খাঁটি মধু।

২. মধুর আসল-নকল নির্ধারণ করতে এক
টুকরো কাগজে অল্প একটু মধু
লাগিয়ে নিন। এবার যেখানে
পিঁপড়ে আছে সেখানে রেখে
দিন। তারপর অপেক্ষা করতে থাকুন।
মধুতে যদি পিঁপড়ে ধরে তাহলে
বুঝে নেবেন আপনার কেনা মধুতে
ভেজাল আছে।

৩. পরিস্কার সাদা কাপড়ে অল্প
একটু মধু লাগিয়ে শুকিয়ে নিন। একটু
পর কাপড়টি ধুয়ে ফেলুন। কাপড়ে
দাগ থেকে গেলে বুঝতে হবে এই
মধু নকল। আর কাপড়ে দাগ না
থাকলে সেটা খাঁটি মধু।

৪. এছাড়াও একটু সময় নিয়ে যদি
যাচাই করতে চান আপনার কেনা
মধুটি আসল না নকল তাহলে, মধু ডিপ
ফ্রিজে রেখে দিন। ভেজাল মধু
হলে এটা জমে যাবে। আর না
জমলেও ভেজাল মধুর নিচে জমাট
তলানি পড়বে।

Sunday, June 28, 2015

on

বশেমুরবিপ্রবি'র জন্য নতুন অর্থ-বছরের বাজেট অনুমোদন।

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) জন্য
২০১৫-১৬ অর্থ-বছরে নতুন বাজেট অনুমোদন
পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের
জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহাবুবুল
আলম জানিয়েছেন, "২০১৫-১৬ অর্থ-বছরে
বরাদ্দকৃত বাজেটের পরিমাণ ১৩ কোটি
২ লক্ষ টাকা।"
উল্লেখ্য যে, গত ২৫ জুন বিশ্ববিদ্যালয়
মঞ্জুরি কমিশন
(ইউজিসি) দেশের পাবলিক
বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ২০১৫-১৬
অর্থবছরের ব্যয় নির্বাহে ২ হাজার ১৭৮
কোটি ৮৪ লাখ টাকার বাজেট
অনুমোদন করেছে। ইউজিসি
চেয়ারম্যান জনাব আবদুল মান্নানের
সভাপতিত্বে বৃহস্পতিবার ইউজিসি
মিলনায়তনে ১৪১তম পূর্ণ কমিশন সভায়
দেশের ৩৮টি পাবলিক
বিশ্ববিদ্যালয়ের জন্য এ বাজেট
অনুমোদন দেওয়া হয়।
on

জেনে নিন শীর্ষ দশ ধনী বাংলাদেশি সম্পর্কে।

ক্যাম্পাসভয়েস২৪ডটকম অর্থনীতি ডেস্কঃ

বাংলাদেশেও রয়েছে অনেক
ক্ষমতাধর এবং বিপুল ধনী
ব্যক্তিবর্গ। যারা নিজ নিজ কর্ম
ক্ষেত্রের দ্বারা এই দেশকে
অনেক বড় স্থানে নিয়ে যেতে
পেরেছেন। চলুন শীর্ষ ১০
বাংলাদেশী ধনী ব্যক্তির সাথে
পরিচিত হওয়া যাক।

১. মূসা বিন শমসেরঃ
তিনি প্রিন্স মূসা নামে
পরিচিত। তাকে বাংলাদেশের
জনশক্তি রপ্তানি বাণিজ্যের
অগ্রদূত বলা হয়। তিনি ড্যাটকো
গ্রুপের এর মালিক। তিনি প্রায়
৯৫০ মিলিয়ন ডলারের মালিক।

২. সালমান এফ রহমানঃ
বেক্সিমকো গ্রুপের
প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায়
৬০০ মিলিয়ন ডলারের মালিক।

৩. আহমেদ আকবর সোবহানঃ
তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের
প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায়
৬০০ মিলিয়ন ডলারের মালিক

৪. এম এ হাশেমঃ
তিনি পারটেক্স গ্রুপ ও ইউসিবিএল
ব্যাংকের চেয়ারম্যান। তিনি
প্রায় ৫০০ মিলিয়ন ডলারের মালিক।

৫. আজম জে চৌধুরীঃ
তিনি ইস্ট-কোস্ট গ্রুপের মালিক,
প্রাইম ব্যাংকের চেয়ারম্যান
এবং মবিল যমুনা লুব্রিক্যান্টের
সোল এজেন্ট। তিনি প্রায় ৪১০
মিলিয়ন ডলারের মালিক।


৬. গিয়াস উদ্দিন আল মামুনঃ
তিনি তারেক জিয়ার বন্ধু। তিনি
রিয়েল স্টেট, হোটেল ও মিডিয়া
ব্যবসায়ী।
রাগিব আলী

৭. রাগিব আলীঃ
তিনি চা উৎপাদন ব্যাবসায় সফল একজন
ব্যাবসায়ী। তিনি সাউথ ইস্ট
ব্যাংকের চেয়ারম্যান। তিনি
প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক।


৮. শামসুদ্দিন খানঃ
তিনি একে খান এন্ড কোম্পানি
লিঃ-এর চেয়ারম্যান এবং
ডিরেক্টর। তিনিও প্রায় ৩০০
মিলিয়ন ডলারের মালিক।

৯. ইকবাল আহমেদঃ
তিনি সিলেটের একজন ব্যাবসায়ী।
সামুদ্রিক খাবার ব্যবসায় তিনি
সফল। তিনি সীমার্ক গ্রুপ লিবকো
ব্রাদার লিঃ-এর চেয়ারম্যান এবং
ডিরেক্টর। তিনি প্রায় ২৫০-২৯০
মিলিয়ন ডলারের মালিক।

১০. সাইফুল ইসলাম কামালঃ
তিনি নাভানা লিঃ ও নাভানা
সিএনজি লিঃ-এর চেয়ারম্যান এবং
ডিরেক্টর। তিনিও প্রায় ২৯০
মিলিয়ন ডলারের মালিক।
on

অনলাইনে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন, তথ্য ও ছবি পরিবর্তন করবেন যেভাবে।

ক্যাম্পাসভয়েস২৪ডটকম হেল্প ডেস্কঃ

জাতীয় পরিচয় পত্রে অনেকের ছবি তো চেনা-ই
যায় না।
তাই আসুন জেনে নিই কিভাবে ছবি সহ অন্যান্য তথ্য পরিবর্তন করা যায়?


এখন অনলাইনে জাতীয় পরিচয়পত্র বা
ভোটার আইডির জন্য আবেদন করা
যাবে। একই সঙ্গে হারিয়ে গেলে,
কোনো তথ্য সংশোধন বা ছবি
পরিবর্তনও করা যাবে অনলাইনে।
সচিত্র্র আলোচনা দেখে খুব সহজেই
অনলাইনে জাতীয় পরিচয়পত্র বা
ন্যাশনাল আইডি কার্ডের ছবি
পরিবর্তন, তথ্য পরিবর্তন ও নতুন ভোটার
হবার বিস্তারিত নিয়মকানুন জানতে
পারবেন। জেনে নিন বিস্তারিত।
লেখাটি শেয়ার দিন, বন্ধুদের
জানান, যাতে সবাই উপকৃত হয়।
অনলাইনে জাতীয়
পরিচয়পত্রের কি কি
পরিবর্তন আপনি
নিজেই করতে
পারবেন ?
১)তথ্য পরিবর্তন
২)ঠিকানা পরিবর্তন
৩)ভোটার এলাকা স্থানান্তর
৪)পুনঃমূদ্রণ
৫)ছবি পরিবর্তন
আবেদনপত্রের হাল অবস্থা
কিভাবে ছবি পরিবর্তন ও
তথ্য হালনাগাদ ও আপনার
সকল ডাটাবেজ দেখতে
পারবেন?
প্রথমে রেজিষ্ট্রেশন করতে এই
লিংকে যান>>> https://
services.nidw.gov.bd/registration
(এই সাইট https ফরম্যাটে হওয়াতে
আপনার ফায়ারফক্স ব্রাউজারে এটা
লেখা আসতে পারে This Connection is
Untrusted সেক্ষেত্রে সমাধান হলো
প্রথমে I Understand the Risks ক্লিক করেন
তারপর ।
1. On the warning page, click I Understand the
Risks .
2. Click “Add Exception ‘…. The Add Security
Exception dialog will appear.
3. Click “Confirm Security Exception ” ক্লিক
করুন সাইট চলে আসবে । )
কারা অনলাইন সেবার জন্য
রেজিষ্ট্রেশন করতে
পারবেন !!
আপনি ভোটার হয়ে থাকলে
রেজিষ্ট্রেশন করে এই ওয়েবসাইটের
সুবিধা নিন। রেজিষ্ট্রেশন করতে
নিন্মের ধাপসমূহ অনুসরণ করুণ-
প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে
নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।
আপনার কার্ডের তথ্য ও মোবাইলে
প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগ
ইন করুন।
তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য
হালনাগাদ করে সেটির প্রিন্ট
নিয়ে নিন।
পৃন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির
স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দিন।
তথ্য পরিবর্তনের স্বপক্ষে
প্রয়োজনীয় দলিলাদি কালার
স্ক্যান কপি অনলাইনে জমা দিন।
এবার “রেজিষ্ট্রেশন ফরম পুরন করতে
চাই” ক্লিক করুন ।
এবার ফরমটি সঠিক ভাবে পুরন করুনঃ
এন.আই.ডি নম্বরঃ (আপনার
এন.আই.ডি নম্বর যদি ১৩ সংখ্যার হয়
তবে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল
দিয়ে নিবেন উদাহরণঃ আপনার
কার্ড নাম্বার ১২৩৪৫৬৭৮৯১০০০ ও
জন্মসাল ১৯৯০ আপনি এভাবে
দিবেন ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০)
জন্ম তারিখঃ (কার্ড দেখে
সিলেক্ট করুন)
মোবাইল ফোন নম্বরঃ (আপনার
সঠিক মোবাইল নাম্বার দিন কারন
মোবাইলে ভেরিফাই কোড
পাঠাবে )
ইমেইলঃ (ইচ্ছা হলে দিতে পারেন
না দিলে সমস্যা নাই, ইমেইল আইডি
দিলে পরবর্তীতে লগইন করার সময়
ভেরিফাই কোড ইমেইলে সেন্ড
করতে পারবেন যদি মোবাইল হাতের
কাছে না থাকে)
বর্তমান ঠিকানা
বিভাগ জেলা উপজেলা/থানা
সিলেক্ট করুন ভোটার হবার সময় যা
দিয়েছিলেন ।
স্থায়ী ঠিকানা
বিভাগ জেলা উপজেলা/থানা
সিলেক্ট করুন ভোটার হবার সময় যা
দিয়েছিলেন ।
লগইন পাসওয়ার্ড
পাসওয়ার্ড অবশ্যই ৮ সংখ্যার হতে
হবে বড় হাতের অক্ষর ও সংখ্যা
থাকতে হবে যেমনঃ InfoPedia71
এবার সঠিক ভাবে ক্যাপচা পুরন করুন
ছোট হাতের বড় হাতের অক্ষর বা
সংখ্যা যা দেওয়া আছে তাই বসান
তবে স্পেস দিতে হবেনা ।
এবার “রেজিষ্টার” বাটন ক্লিক করে
দ্বিতীয় ধাপে চলে যান ।
ফরম টি সঠিক ও সফল ভাবে রেজিস্টার
করার পর দেখুন আপনার মোবাইলে
ভেরিফাই কোড এসেছে ও
ব্রাউজারে ঐ কোড সামমিট করার
অপশন এসেছে , নিচের ছবির মত
স্থানে আপনার
মোবাইলের ভেরিফিকেশন কোড
বাসান ও রেজিস্টার বাঁটনে ক্লিক
করুন ।
(২ মিনিটের মধ্যে মোবাইলে কোড
না আসলে পুনরায় কোড পাঠান (SMS)
ক্লিক করুন)
সঠিক ভাবে কোড প্রবেশ করার পর
আপনার Account Active হয়ে যাবে এবার
নিচের ছবির মত পেইজ আসবে
আপনাকে লগইন করতে বলা হবে অথবা
লগইন লিংক>> https://services.nidw.gov.bd/
login
লগইন করতে আপনার জাতীয়
পরিচয়পত্রের নম্বর (১৩ সংখ্যার হলে
অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে
নিবেন) জন্মতারিখ ও আপনার দেওয়া
পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই কোড
কিভাবে পেতে চান তা সিলেক্ট
করতে হবে ।
রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার
আপনার হাতের কাছে থাকলে
মোবাইলে তা নাহলে ইমেইলে
সিলেক্ট করুন ।
এবার “সামনে” ক্লিক করুন ।
এবার আপনার সিলেক্ট করা অপশন
মোবাইলে বা ইমেইল থেকে
ভেরিফাই কোড বসিয়ে লগইন করুন ।
২ মিনিটের মধ্যে যদি কোড না আসে
তবে “পুনরায় কোড পাঠান” বাটনে
ক্লিক করুন ।
নির্বাচন কমিশনের কাছে থাকা
আপনার ডাটাবেজের সব তথ্য দেখা
যাবে এবার। নিচের যেকোনো
অপশনে চাহিদা অনুযায়ী ক্লিক করুন
আর তথ্য হালনাগাদ করুন। এভাবেই
আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের
তথ্য সংশোধন কিংবা ছবি পরিবর্তন
করতে পারবেন খুব সহজেই।
কিভাবে অনলাইনে
নতুন ভোটার হওয়া
যাবে ?
অনলাইনে ভোটার হবার আবেদন করতে
এই লিংকে যান https://
services.nidw.gov.bd/newVoter
আপনার ভোটার তথ্য পুরন করুন ।
অনলাইনে ভোটার হতে নিচের শর্ত
গুলো ভাল করে পড়ে নিন এবং “আমি
রাজি ও নিবন্ধন ফরম পূরণ করতে চাই”
ক্লিক করুন ।


Saturday, June 27, 2015

on

কুবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ ও ৫ ডিসেম্বর

স্টাফ রিপোর্টারঃ
কুবিতে ২০১৫-১৬
শিক্ষাবর্ষে অনার্স প্রথম
বর্ষের ভর্তি পরীক্ষা
আগামী ৪ ও ৫ ডিসেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬
শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম
বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ ও ৫
ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,
বিশ্ববিদ্যালয়ের ৪২তম একাডেমিক
কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার
তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে এ বছর কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের সামাজিক
বিজ্ঞান অনুষদের অধীনে
গণযোগাযোগ ও সাংবাদিকতা
এবং আইন বিভাগ চালু করা হবে।
ফলে সব মিলিয়ে ১৯টি বিভাগে
প্রায় এক হাজার শিক্ষার্থী ভর্তি
করানো হবে।

on

যেভাবে করবেন অনলাইনে পাসপোর্ট -শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া।

অনলাইন ডেস্কঃ
কাগজে
ছাপানো
ফরম
পূরণ
করে
পাসপোর্ট
করার পাশাপাশি অনলাইনে পাসপোর্ট ফরম পূরণ
করার ব্যবস্থা আছে। অনলাইনে পাসপোর্ট
করতে আপনাকে যা করতে হবে -
পাসপোর্ট ফরম পূরণ ::
প্রথম ধাপ
* অনলাইনে পাসপোর্টের ফরম পূরণ করার জন্য
প্রথমে যেতে হবে www.dip.gov.bd এই
ঠিকানায়।
* হোম পেইজের ডান পাশে Service বক্সে
Apply online for mrp এই অংশে ক্লিক করার
পর পাসপোর্ট-সংক্রান্ত প্রয়োজনীয়
দিকনির্দেশনা আসবে। Continue to online
enrolment ট্যাবে ক্লিক করলে অনলাইন
অ্যাপ্লিকেশন ফরমটি আসবে। এই ফরমে যেসব
তথ্য চাওয়া হয়েছে সেসব তথ্য দিতে হবে।
তবে ফরমের ঠিক ওপরের অংশ Delivery Type-
এর নিচে Supporting Document নামে যে
আলাদা একটি বক্স রয়েছে। সাধারণ নাগরিক
সেটি পূরণ করবে না। সরকারি কর্মকর্তা,
আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত
সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী,
অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের এটি পূরণ
করতে হয়।
* Passport Type অংশে সাধারণ নাগরিকদের
জন্য ordinary সিলেক্ট করতে হবে।
* Delivery Type অংশে ৩০ দিনের জন্য হলে
Regular এবং ১৫ দিনের জন্য হলে Express
সিলেক্ট করতে হবে।
দ্বিতীয় ধাপ
* একই ঠিকানায় আর একটি নতুন ফরম আসবে।
এ ফরমটি পূরণ করতে হলে আগে থেকেই
নির্ধারিত ব্যাংকে পাসপোর্টের জন্য ফি হিসাবে
টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। সেই
রশিদ নম্বর দিয়ে এ ফরম পূরণ করতে হয়।
* আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রিন্ট নিয়ে
সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।
* আবেদনপত্রটি ভেরিফিকেশন করে দায়িত্বরত
কর্মকর্তা আবেদনপত্র যাচাই করে সিলসহ
স্বাক্ষর করবেন।
* পাসপোর্ট অফিসেই খোলা আছে বেশ কয়েকটি
বুথ। এসব বুথেই জমা দিতে হবে।
* আবেদনপত্রটি জমা দেওয়ার সময় পাসপোর্ট
অফিসের দায়িত্বরত ব্যক্তি আপনার তথ্যগুলো
কম্পিউটারে এন্ট্রি করে রাখবেন।
* এরপর তিনি আপনাকে একটি টোকেন দেবেন।
* টোকেনসহ আবেদনপত্রটি নিয়ে ছবি তোলার
জন্য নির্ধারিত কর্মকর্তার কাছে যেতে হবে।
* জাতীয় পরিচয়পত্রের জন্য যেভাবে ছবি তোলা
হয়েছিল, এখানেও একইভাবে নির্দিষ্ট মাপের ছবি
তোলা হবে।
* ইলেকট্রনিক মেশিনে দুই হাতের আঙুলের ছাপ
দিতে হবে।
* এরপর নেওয়া হবে ইলেকট্রনিক স্বাক্ষর।
* এই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ আবেদনপত্রটি
রেখে দিয়ে পাসপোর্ট সংগ্রহের জন্য আপনাকে
একটি আলাদা ডকুমেন্ট দেবে। পাসপোর্ট সংগ্রহ
করার তারিখও জানিয়ে দেবেন।
* আবেদন ফরম জমা দেওয়ার সময়
আবেদনকারীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
সংগ্রহ করার সময় নিজে না থাকলেও চলবে।
* সাদা কাপড় পরে ছবি তোলা যাবে না।
অনলাইনে পাসপোর্ট চেকিং
নির্ধারিত ডেলিভারি তারিখে পাসপোর্ট
ডেলিভারি নিতে পারবেন কি না তা অনলাইনে
জানতে পারবেন।
পাসপোর্টের প্রকৃতি
পাসপোর্ট ৩ ধরনের হয়। সাধারণ, অফিসিয়াল ও
কূটনৈতিক। সবুজ, নীল ও লাল রংয়ের
পাসপোর্টগুলোর একেকটি একেক ধরনের
পেশাজীবীদের জন্য। যেমন, সাধারণ নাগরিকদের
দেওয়া হয় সবুজ রংয়ের পাসপোর্ট।
সরকারি চাকুরিজীবীদের আবেদনপত্রের ধরন হবে
অফিসিয়াল। তাদের নীল রংয়ের পাসপোর্ট দেওয়া
হবে। যদিও এ পাসপোর্ট তিনি সাধারণ
পাসপোর্টের মতোই ব্যবহার করতে পারবেন।
কূটনীতিকদের দেওয়া হয় লাল রংয়ের পাসপোর্ট।
এ জন্য পররাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতির
প্রয়োজন হয়।
খরচাপাতি
আবেদন ফর্ম পূরণ করার সময় আপনাকে
নির্দিষ্ট করে দিতে হবে পাসপোর্টটি কী ধরনের
হবে।
সাধারণ হলে আবেদন ফর্ম জমা দেওয়ার ১৫-২৫
দিনের মধ্যে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। জরুরি
পাসপোর্ট সাতদিনের মধ্যেই হাতে পাওয়া যায়।
এক্ষেত্রে সাধারণ আবেদনের জন্য ফি ৩ হাজার
টাকা। জরুরি পাসপোর্টের জন্য ৬ হাজার টাকা।
এখন সারাদেশে ৩৪টি আঞ্চলিক অফিস আছে।
সেখান থেকে পাসপোর্ট সম্পর্কিত বিভিন্ন সেবা
পাওয়া যাবে। আগামী ৩ মাসের মধ্যে আরও ৩৩টি
আঞ্চলিক অফিস চালু হবে বলেও জানালেন
ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের অতিরিক্ত
মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন।
আঞ্চলিক অফিসগুলোর ঠিকানা ও ফোন নম্বর
পেতে নিচের ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন।
http://www.dip.gov.bd/?q=node/29
আরও তথ্যের জন্য হোম পেইজের Online
MRP Instruction ক্লিক করুন। পুরো দিক
নির্দেশিকা ডাউনলোড করে একাই পূরণ করুন
নিজের পাসপোর্টের তথ্য।
আগারগাঁও পাসপোর্ট অফিসে কোনো সমস্যায়
বা অনুসন্ধানে কর্তব্যরত সেনাবাহিনীর সহায়তা
নিতে পারেন।

Friday, June 26, 2015

on

যেভাবে পরিবর্তন করবেন ভুল হওয়া সার্টিফিকেট এর নাম ও বয়স।

সার্টিফিকেট এ নাম বা জন্ম তারিখ ভুল হওয়া যেন নিত্য দিনের কাজে পরিনত হয়েছে। 

এ ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়
অনেকেরই। নিজের নাম তো বটেই, অনেক
ক্ষেত্রে বাবা বা মায়ের নামও ভুল লেখা হয়
সনদে। সার্টিফিকেটে নাম বা জন্মতারিখ ভুল
লেখা হলে কী করবেন, কিভাবে তা সংশোধন
করবেন তা বুঝতে পারেন না অনেকেই। তবে
ঘাবড়ানোর কিছু নেই। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান জানালেন, সার্টিফিকেটে নামের বানান বা
জন্মতারিখ ভুল হলে গড়িমসি না করে যত দ্রুত
সম্ভব এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।
জন্মতারিখ ভুল হলে পাসের সাল থেকে পরবর্তী
দুই বছরের মধ্যে সংশোধন করতে হয়। সাধারণত
এর পর আর তা সংশোধন করা হয় না। তবে বিশেষ
কিছু ক্ষেত্রে পুনর্বিবেচনা করা হয়।
নাম বা জন্মতারিখের ভুল সংশোধনের জন্য
প্রথমে একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে
হবে। বিজ্ঞপ্তিতে প্রার্থীর সার্টিফিকেট নাম,
বাবার নাম, মায়ের নাম, শাখা, পরীক্ষার সাল,
পরীক্ষা কেন্দ্রের নাম, রোল নম্বর, বোর্ডের
নাম এবং জন্মতারিখ উল্লেখ করে যা সংশোধন
করতে চান (প্রার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম
বা জন্মতারিখ) তা সংক্ষেপে উল্লেখ করতে
হবে।
পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাকে
যেতে হবে যে শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা
দিয়েছেন সেই বোর্ডে। শিক্ষা বোর্ডের ‘তথ্য
সংগ্রহ কেন্দ্র’ অথবা ‘বৃত্তি বিভাগ’ থেকে
আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র
সংগ্রহের পর নির্ভুলভাবে পূরণ করতে হবে।
প্রার্থীর নাম, বাবার বা মায়ের নাম কিংবা
জন্মতারিখ সংশোধনের জন্য (জরুরি ফিসহ) ৫০০
টাকা জমা দিতে হয়। এ ফি সোনালী ব্যাংকের
ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বোর্ডের সচিব বরাবর
জমা দিতে হবে। টাকা জমা হওয়ার পর আবেদন
কার্যকর হবে।
আবেদনপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফটের মূল কপি,
পত্রিকায় বিজ্ঞপ্তির কাটিং, মাধ্যমিক বা
উচ্চমাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটের সত্যায়িত
ফটোকপি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকর্তৃক
সত্যায়িত এক কপি পাসপোর্ট আকারের ছবি এবং
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নোটারি
পাবলিকের কাছে নাম বা জন্মতারিখ সংশোধন
সম্পর্কে এফিডেভিট করে তার মূল কপি জমা
on

প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরিক্ষা আগামিকাল।


নিজস্ব প্রতিবেদকঃ
সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক
শিক্ষার জন্য সহকারী শিক্ষক
নিয়োগ ২০১৪ এর লিখিত পরীক্ষা
আগামী ২৭ জুন শনিবার।
বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও
গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য
জানা গেছে।
নির্ধারিত ৫টি জেলা নড়াইল,
মেহেরপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও
ফেনী জেলায় এ পরীক্ষা দুপুর ২
টা থেকে ৩ টা ২০ মিনিট পর্যন্ত
একযোগে অনুষ্ঠিত হবে । অন্য
জেলাসমূহের পরীক্ষা পর্যায়ক্রমে
পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে। এ
জেলাসমূহের পরীক্ষার তারিখ,
সময় ও যাবতীয় তথ্য যথাসময়ে
জানিয়ে দেওয়া হবে।
২২ জুন থেকে প্রার্থীরা নিজ
প্রবেশপত্র http://dpe.teletalk.com.bd
ওয়েবসাইট থেকে ডাউনলোড
করতে পারছেন। ওএমআর শিট পূরণের
নির্দেশাবলী এবং পরীক্ষা
সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইট;
www.dpe.gov.bd থেকে সংগ্রহ করা
যাচ্ছে।
on

আর নয় ৬০ দিন,এখন মাত্র ৩ দিনে পরিবর্তন করুন ফেসবুক প্রোফাইল নেম!


ফেসবুকে আর নয় ৬০ দিন এখন থেকে
৩দিনে নাম পরির্বতনকরুন খুব সহজে
Follw This steps
→↓↓↓
১. প্রথমে ফেসবুকে লগ ইন করুন বা লগইন
করা থাকলে ২য় বারকরা লাগবেনা ।
২.তারপরে Settings & Privacy তে Clickকরুন।
৩.তারপরে General এ Click করুন ।
৪.তারপরে Name এ Click করুন ।
৬.তারপরে let us know এ Click করুন ।
৭.New first name Ex: Alex এ আপনার
ফাস্টনাম ,New middle name (optional) এ
আপনারমিডেল নাম ,New last name Ex:
Smith এ আপনার লাষ্টনাম ,
৮.Please upload a copy of your government-
issued photo ID so wecan confirm that this is
your authentic name.To learn more aboutwhy
we require a copy of your ID andwhattypes of ID
we'll accept,please review our ID policy . Reason
for thischange এই লেখারনীচে Legual
Name Change সিলেক্টকরন ।
৯.Your ID এই লেখার নীচে আপনারছবি
Upload করন ।
১০.আর তিন দিন পর আপনারফেসবুকে
নাম Updateদিতে বলবে তখন আপনি যা
ইচ্ছ তাইনাম দিতে পারবেনএমনকি
Single নামও দিতে পারবেন

Thursday, June 25, 2015

on

এবার আপনি ও পারবেন "ফেসবুক সিঙ্গেল নেম" করতে!!! -এখুনই দেখে নিন।


বর্তমানে ফেসবুকে একটি প্রিয়
জিনিস হল Profile Name সিঙ্গেল করা।
তাই আজ পোষ্টটা করলাম। অনেকেই
ইতিমধ্যে অনেকে তাদের Profile name
সিঙ্গেল করেছেন। যারা যানেন
না, কিন্তু নাম সিঙ্গেল করতে চান
তারা মনোযোগ দিয়ে দেখুন।
তাহলে শুরু করি। নাম সিঙ্গেল করার
জন্য UC Browser লাগবেই Opera দিয়ে
হবেনা। তাই আপনার UC Browser Open
করে Setting এ যান তারপর Network
তারপর Proxy server যান ১ম বক্সে এটা
দিবেন "36.85.88.27:8080" এটি মূলত
ইন্দোনেশিয়ান একটি প্রক্সি। ২য়
বক্সে দিবেন, "m.facebook.com" তারপর
উপরে দেখুন, টিক দিয়ে এটি সেট
করুন। এবার ফেসবুকে ঢুকে
Setting>Genarel>Language-Bahasa
(Indonesia) Select করুন। তারপর আবার
setting & privacy এগিয়ে General--
Name--১ম বক্সে আপনার কাঙ্খিত
Single নেইম দিন এবং সবার নিচের
বক্সে পাসওয়ার্ড দিয়ে সেভ
{পাসওয়ারড় ভুলবেন না যেন} কারুন।
আর কি অপনার কাজ শেষ
আপনারSingle নাম হয়ে গেছে। তারপর
আবার Language সেটিং গিয়ে English
করে দিন। এইবা
on

এই প্রথমবার মহিলা প্রোক্টর নিয়োগ পাচ্ছেন বশেমুরবিপ্রবি'তে!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ
---------------------------------------------
বশেমুরবিপ্রবি' প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয়ের  ইতিহাসে প্রথম মহিলা
প্রক্টোর নিয়োগ দেয়া হয়ে হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
নারীদের পদচারণা এখন সর্বত্র। এখন
নারীরা চাঁদেও যায়, মঙ্গল গ্রহেও
যায়। ধীরে ধীরে নারীরা প্রতিটা
সেক্টরে নিজেদের মেধার প্রকাশ
ঘটাচ্ছে। নারীদের আরও একধাপ
এগিয়ে নিয়ে যাবার উদ্যোগগুলোর
একটি হচ্ছে প্রোক্টর ও সহকারী প্রোক্টর
পদে নারীদের নিয়োগ।
প্রোক্টর পদে নিয়োগ দেয়া হয়েছে ড.
মোসাঃ হালিমা খাতুন-কে। উল্লেখ্য
যে তিনি এপিইসিই বিভাগের
সহকারী অধ্যাপক।
বশেমুরবিপ্রবি'তে প্রোক্টরিয়াল বডির
মোট সদস্য সংখ্যা ৬জন। এর মধ্যে একজন
প্রোক্টর এবং বাকি ৫ জন সহকারী
প্রোক্টর। ৫জন সহকারী প্রোক্টরের মধ্যে
২ জন নারী এবং তিন জন পুরুষ।

Wednesday, June 24, 2015

on

২৬ জুন থেকে স্টার সিনেপ্লেক্সে আসছে "ইনসাইড আউট"!!


২৬ জুন বসুন্ধরা স্টার
সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে
ডিজনি পিকচার্সের নতুন
এনিমেশন চলচ্চিত্র ‘ইনসাইড
আউট’।
পিটে ডকটার পরিচালিত
‘ইনসাইড আউট’ চলচ্চিত্রটি
যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ১৯
জুন।
১১ বছরের রিলে এন্ডারসনকে
ঘিরে আবর্তিত হয় ‘ইনসাইড আউট’
এর গল্প। সুখ, দুঃখ, রাগ, বিরক্তি ও
ভয়— এই পাঁচটি বিষয় তার
আবেগকে সবসময় নিয়ন্ত্রণ করে।
ঘটনাক্রমে বাবার সঙ্গে
সানফ্রান্সিসকো শহরে চলে
আসে রিলে। এসময় নিজের
চিরচেনা শহরকে হারিয়ে
ফেলে সে।
নতুন শহরের মানুষজন, রাস্তাঘাট,
প্রকৃতি কোনো কিছুকেই আপন
করে নিতে পারে না রিলে।
সৃষ্টি হয় অদ্ভুত মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব।
টানাপোড়েনে শহরের এক
প্রান্ত থেকে আরেক প্রান্তে
পেন্ডুলামের মত দুলতে থাকে
রিলে।
‘ইনসাইড আউট’এর বিভিন্ন
চরিত্রে কণ্ঠ দিয়েছেন এমি
পয়েলার, ফিলিস স্মিথ, লুইস
ব্ল্যাক, মিনডি কেলিনসহ
অনেকে। আর প্রধান চরিত্র
রিলে এন্ডারসনের কণ্ঠ
দিয়েছেন ক্যাথলিন ডায়াস।
সাড়ে ১৭ কোটি ডলার ব্যয়ে
নির্মিত চলচ্চিত্রটি এখন পর্যন্ত
আয় করছে ১৩ কোটি ডলারের
বেশি।

Tuesday, June 23, 2015

on

সূর্য না ডোবার দেশে রোজা পালন!


চলছে সিয়াম সাধনার মাস। মুসলমানদের অতি পবিত্রতার মাস। রমজান মাসের ৩০ দিনের প্রতিদিনই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে সিয়াম সাধনা করার নিয়ম রয়েছে। বিশ্বব্যাপী মুসলমানরা তা পালন করে থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিশীথ সূর্যের দেশ হিসেবে খ্যাত বা পৃথিবীর উত্তর মেরুর যেসব দেশে গ্রীষ্মকালে কখনোই সূর্য ডোবে না সেখানকার মুসলমানরা কীভাবে রোজা রাখেন? রমজান মাস যেহেতু চন্দ্রপঞ্জিকার ওপর নির্ভর করে চলে তাই কয়েক বছর পরপরই ভিন্ন ভিন্ন ঋতুতে রোজা শুরু হয়। এ বছরের মতো বিদায়ী গ্রীষ্মে সর্বশেষ রোজা শুরু হয়েছিল আশির দশকের মাঝামাঝি সময়ে। তবে সেসময় এমন প্রশ্নের সম্মুখিন কাউকে হতে হয়নি। কারণ ওই সময় উত্তর মেরুর দেশগুলোতে মুসলমানদের খুব একটা বসবাস ছিল না। নব্বই দশকের শুরু থেকেই সোমালিয়া, ইরাক, পাকিস্তান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক মুসলিম সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডের মতো উত্তর মেরুর দেশগুলোতে অভিবাসী হতে থাকে। এ দেশগুলোতে বছরের প্রায় ছয় মাস কখনোই সূর্য অস্ত যায় না। এর ফলে দেশগুলোতে বর্তমানে অবস্থানরত মুসলিমদের রোজা পালন নিয়ে একটি নির্মম বাস্তবতা ও নৈতিক সঙ্কটের মুখোমুখি দাঁড় করায়। ওখানকার মুসলমানরা তাহলে কীভাবে রোজা রাখছেন? সম্প্রতি এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ইন্দোনেশিয়ার এক সাংবাদিক নরওয়ের সর্ব উত্তরের মধ্যাঞ্চলীয় শহর ট্রোমসো যান। ওখানকার মুসলমানদের সঙ্গে আলাপ আলোচনা করে তিনি জানতে পারেন কীভাবে তারা মুসলিম বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে সিয়াম সাধনা করছেন। ট্রোমসো শহরটি ভৌগলিকভাবে আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্তের প্রায় ৩৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। শহরের চারদিক বরাফাবৃত পর্বতমালা ও সমুদ্রের খাঁড়ি দিয়ে ঘেরা। প্রতি বছর মে মাসের শেষদিক থেকে শুরু করে জুলাইয়ের শেষ পর্যন্ত শহরটির বাসিন্দারা ‘মিডনাইট সান’ বা ‘মধ্যরাতে সুর্য’ দেখার এক অভাবনীয় অভিজ্ঞতার মুখোমুখি হন। সময়ের হিসেব কষে ঠিক এ বছরই ইতিহাসে প্রথমবারের মতো ট্রোমসোর মুসলিম সম্প্রদায় পুরো রমজানে রাতের দেখা পাবেন না। তাহলে কীভাবে তারা রোজা রাখছেন? ১৯৮৬ সালেও এই একই সময়ে রোজা এসেছিল। কিন্তু সেসময় ট্রোমসো শহরে কোনো মুসলিমের বসবাস ছিল না বলে প্রশ্নটি সামনে আসেনি। পরবর্তী সময়ে বিভিন্ন দেশ থেকে মুসলিমদের আগমনে বর্তমানে ট্রোমসো মুসলমানদের শহরে পরিণত হয়েছে। সেখানকার অধিবাসীরা জানিয়েছেন, সুর্য এখানে কখনোই ডোবে না। ২৪ ঘন্টাই আকাশের মাঝখানে অবস্থান করে। তাই এ শহরে সূর্যোদয় ও সূর্যাস্ত হিসেব করে রোজা রাখা কখনোই সম্ভব নয়। এখানকার মুসলমানরা নিকটবর্তী এমন কোনো দেশের সঙ্গে সময় মিলিয়ে রোজা রাখেন যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। আবার সৌদি আরবের মক্কা নগরীর সময়ের সঙ্গে মিল রেখে দিনের হিসাব করেও রোজা রাখার নিয়ম রয়েছে। তবে সেটা তারা সম্মিলিতভাবে আলোচনা করে নির্ধারন করেন। এ বছর সৌদি আরবের মক্কার সময়ের সঙ্গে মিল রেখেই তারা রোজা পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মক্কায় যদি ভোর পাঁচটায় সূর্যোদয় হয় তাহলে ট্রোমসোর মুসলিমরাও নরওয়ের স্থানীয় সময় ভোর পাঁচটা থেকেই দিনের সময় গণনা শুরু করবেন। মক্কার দিন ও রাতের দৈর্ঘ্য খুবই ভারসাম্যপূর্ণ বলেই তারা এ নিয়মটি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু রোজা নয়, পাঁচ ওয়াক্ত নামাজের সময়ও তারা এভাবেই বিন্যস্ত করে পালন করছেন। এ তো গেল দিনের কথা। ট্রোমসোর মুসলমানদের এর আগেও অনেকবার রোজা রাখার জন্যে সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে সৃষ্টিশীলতার প্রমাণ দিতে হয়েছে। শীতকালে তাদেরকে এর ঠিক উল্টো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। কারণ শীতকালে এখানে সারাক্ষণই রাত থাকে। সূর্যের দেখা মেলে না প্রায় ছয় মাস। তাই শীতকালের জন্যেও তারা মক্কার নিয়মই অনুসরণ করেন। গ্রীষ্মকালে যেমন সূর্য অস্ত যায় না তেমনি শীতকালে সূর্যোদয় হয় না। তাই মক্কার সময় অনুসরণ করাটাই তারা শ্রেয় মনে করেন।
পৃথিবী দুই মেরুতে বিভক্ত। দুই মেরুতে দিন ও রাতের হিসেব একেবারেই আলাদা। দুই মেরুতেই দিন অথবা রাত খুব দীর্ঘ হয়। এমনও দেখা যায়, টানা ছয় মাস ঝলমলে দিন। ২৪ ঘণ্টা সূর্য এক দিগন্ত থেকে আরেক দিগন্তে ছুটে যায়। কিন্তু অস্ত যাবার কোনো তাড়া নেই তার। আবার ছয় মাস অতল গহ্বরে ডুব। ছয় মাস রাত।
ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক (গ্রিনল্যন্ড), রাশিয়া, আইসল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রের আলাস্কার কিছু অংশে গ্রীষ্মকালের একটি বড় সময় সূর্য কখনোই অস্ত যায় না। এটাকে নিশীথ সূর্য নামে অভিহিত করা হয়। কুমেরু বৃত্তের দক্ষিণ মেরুতে কোনো স্থায়ী বসতি না থাকায় সুমেরু বৃত্তের উত্তরাঞ্চলের মানুষরা সীমিত আকারে এ ঘটনার অভিজ্ঞতার মুখোমুখি হন। ফিনল্যান্ডের একেবারে উত্তর প্রান্তে ৭০ দিনেরও বেশি সময় ধরে সূর্য ডোবে না। অপর দিকে ইউরোপের সর্ব উত্তর প্রান্ত নরওয়ের স্বালবার্ড অঞ্চলে ১৯ এপ্রিল থেকে ২৩ আগস্ট পর্যন্ত চার মাসের বেশি সময় সূর্যাস্ত হয় না। কোনো কোনো জায়গায়
on

চবি'র ভর্তি পরিক্ষা আগামী ১লা নভেম্বর থেকে।


চবির ভর্তি পরীক্ষা ১ নভেম্বর
শুরু
চবি করেসপন্ডেন্ট,

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম
বর্ষে
ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর
থেকে শুরু হচ্ছে। ১ নভেম্বর শুরু
হওয়া
ভর্তি পরীক্ষা শেষ হবে ৯
নভেম্বর।
শনিবার বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য
ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর
সভাপতিত্বে বিশেষ কমিটির
বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া
হয়েছে।
on

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ এ স্বাগতম!!!!

ক্যাম্পাসভয়েস২৪.কম -এ আপনাকে স্বাগতম।

আমরা আসছি খুব শীঘ্রই।
সকল ক্যাম্পাসে আমরা আছি সবসময় সংবাদের খোঁজে ।মুহূর্তের সংবাদ মুহূর্তে।
সংবাদ হোক সত্যের সাথি।

Comments

Popular

Featured Video